তারিখ লোড হচ্ছে...

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন

আকাশ মনি :

নড়াইল জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে এক নতুন মাইলফলক হিসেবে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক তানভীর তনু। সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার ডলার মাহমুদ ইবনে মনির। সাংগঠনিক সম্পাদক মুন্সী আসাবুর রহমান আরাফাত।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাহি এই কমিটির অনুমোদন দিয়েছেন। নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তদের প্রতি অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। চিত্রনায়ক তানভীর তনু, জাতীয় দলের পেস বলার ডলার মাহমুদ এবং মুন্সী আসাবুর রহমান আরাফাতের নেতৃত্বে নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সবাই আশাবাদী।
নড়াইল জেলার সর্বস্তরের মানুষ নতুন নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশা করেছেন এই কমিটি নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
এদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সাংগঠনিক সম্পাদক মুন্সী আসাবুর রহমান আরাফাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো স্বপ্ন দেখতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব জায়গায় ক্রীড়া বান্ধব হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা নড়াইল জেলা সহ সব উপজেলা গ্রামের স্কুল কলেজ মাদ্রাসাতে বাঙালি সংস্কৃতি এবং ক্রীড়া নিয়ে কাজ করব। বাংলাদেশ আগামীতে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্ব বের করে আনতে পারি। আমরা চায় স্কুল কলেজ এর ছেলে মেয়েরা ভার্চুয়ালি জগত থেকে বের হয়ে ক্রীড়ামুখি হয়।

যশোরে শীর্ষ সন্ত্রাসী জনপ্রতিনিধি দ্বারা খুন-১ আহত-১

আলী রেজা রাজু:

যশোরের শার্শায় শালিসীর বিচারের নামে স্থানীয় জনপ্রতিনিধির নেতৃত্বে তার গরুর খামারে নিয়ে ১৫/২০ জনের সন্ত্রাসী দল দুই সহদরকে রশি দিয়ে বেধে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। এতে দুই সহদর মারাত্বক আহত হয়। গত বুধবার (২২ মে) রাত ১০ টার দিকে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার রাত ১ টার সময় ঢাকার পিজি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সাইফুল ইসলাম মুকুল মারা যায়। নিহতের ভাই শরিফুল ইসলাম বকুল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার প্রধান অভিযুক্ত ইউপি সদস্য হাসান,স্থানীয় সন্ত্রাসী আয়নালের ভাতিজা ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। স্থানীয় সংসদ সদস্যের ছত্রছায়ায় তারা সন্ত্রাসী কাজকর্ম করে বলে এলাকায় সর্বজনিত রয়েছে।
পূর্বশত্রুতার জেরে মুকুল ও বকুলকে ১৫/২০ জন মিলে মেরে মারাত্মকভাবে আহত করে ফেলে রাখে।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাইফুল ইসলাম মুকুলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় পরবর্তীতে সাইফুল ইসলাম মুকুল ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ১ টার মৃত্যুবরণ করে।
ইতিপূর্বে আসামী পরিবারের হাতে খুন হওয়া ব্যক্তির বাবাও খুন হয়েছিল।
পুলিশ বলছে নারী ঘটিত বিষয়ে ঘটনার সূত্রপাত! কিন্তু ভুক্তভোগী পরিবারের দাবি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে গিয়ে গরুর ফার্মে বেঁধে হাতুড়ি পেটা করেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শেখ মনিরুজ্জামান জানান নিহতের ফুফাত ভাইয়ের সাথে স্থানীয় ইউপি সদস্যের পুর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য হাসানসহ তিন জনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম