কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাই আটক

স্টাফ রিপোর্টার:

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ডের ইছানগর গ্রামে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে।

এ অভিযোগে দুলাভাইকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

সোমবার রাত ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার (১১ মার্চ) ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, গ্রেপ্তার মো. ফারুক (২৮) কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা।

কর্ণফুলী থানার ওসি মো. শরীফ আরও বলেন, রোববার সকালে ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে গেলে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান। সোমবার বিকেলে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা ফারুককে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ফারুক প্রায় শ্বশুরবাড়ি বেড়াতে গেলে তার মেয়েকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ করেছেন তিনি। এ নিয়ে ফারুককে তিনি কয়েকবার তার মেয়েকে উত্ত্যক্ত না করতে নিষেধও করেছিলেন।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ফারুককে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

সখিপুরে ১১ কেজি গাঁজাসহ আটক ২ জন

শাহীন আহমেদভে দরগঞ্জ প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় ১১ কেজি গাঁজাসহ মনির হোসেন (৩০) ও নুরে আলম (২০) নামে দুই যুবক কে আটক করেছে সখিপুর থানা পুলিশ। ( ১৫ এপ্রিল )রাত. ১০ টার দিকে এস আই আতিয়ার ও সঙ্গীয় ফোর্সসহ সখিপুর থানা এলাকায় রাত্রি কালিন রনপাহাড়া ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার এস আই আতিয়ার ও সঙ্গীয় ফোর্সসহ
চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা যাওয়ার দিদার পরিবহন থেকে সখিপুর থানাধীন ডিএমখালি মোসলমান কান্দি এলাকা হতে তাদের কে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার ও থানার মধ্য বিজয়পুরের শফিক মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও দক্ষিণ কুমিল্লা সদর রাজাপাড়া ( পৌরসভার ১৯ নং ওয়ার্ডের) বজলু রহমানের ছেলে নুরে আলম (২০)

এসময় আটককৃত ব্যক্তিরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহন করে যাচ্ছিল খুলনা শহরে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নের মোসলমান কান্দিতে আসলে সখিপুর থানা পুলিশ তাদেরকে আটক করে। তাদের কাছ থেকে ১১ কেজি গাজা পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা.।

এবং সখিপুর থানার একটি মাদকদ্রব্য গাজা ক্রয়- বিক্রয় আইন ২০১৮. ৩৬(১) টেবিল ১৯(খ)৪১ মামলা রুজু হয়। এবং সখিপুর থানার মামলা নং- ১৭,
১৫/০৪/২০২৩ইং

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার দৈনিক সবুজ বাংলাদেশ কে জানান, গোপন সংবাদ আসে চট্টগ্রাম থেকে দিদার পরিবহন করে কিছু
গাজা যাবে খুলনাতে সখিপুর থানা হয়ে। সেই সংবাদ এর ভিত্তিতে সখিপুর থানাধীন ডিএমখালি মোসলমান কান্দিতে দিদার পরিবহন টি আসলে বাসটি থামানোর ইসারা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা
নেমে পালানোর চেষ্টা করলে, এস আই আতিয়ার ও সঙ্গীয় ফোর্সসহ তাদের দুই জন কে আটক করে, এবং তাদের কাছ থেকে ১টি ব্যাগে ৬ টি প্যাকেটে ১১ কেজি গাজা পাওয়া যায়, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। আটককৃত ব্যক্তিরা দীর্ঘ দিন ধরে মাদকব্যবসা করে আসছিলো। তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে। এবং সখিপুর থানার মামলা নং -১৭ এবং ৩৬(১)টেবিল ১৯(খ)ধারায় অপরাধ করিয়াছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ পস্তুুত করে আদালতে সোপার্দ করা হয়েছে তবে আমাদের এধরনের মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি