পদোন্নতি পাওয়ার সহজ উপায়

স্টাফ রিপোর্টার:

প্রমোশন বা পদোন্নতির জন্য সবাই আগ্রহী। তবে মাত্র কয়েকজনই সেই কাঙ্ক্ষিত পদোন্নতি পান। কিন্তু, কী কী দক্ষতা বা অভ্যাস এই কর্মীদের অন্যদের থেকে আলাদা করে? সেগুলো জানা থাকলে আপনিও এই প্রমোশনের দৌড়ে থাকবেন এগিয়ে। অযথা অন্যের সমালোচনা না করে বরং আপনার মধ্যে কোথায় ঘাটতি আছে তা খুঁজে বের করুন এবং সেগুলো পূরণ করার চেষ্টা করুন। চলুন জেনে নেওয়া যাক প্রমোশন পেতে চাইলে আপনাকে কোন কাজগুলো করতে হবে-

অর্জনগুলো জানান দিন

শুধু কঠোর পরিশ্রম করবেন না বরং বুদ্ধি দিয়ে কাজ করুন। আপনার অর্জনগুলো নথিভুক্ত করুন এবং নিয়মিতভাবে আপনার ম্যানেজার বা বসের সঙ্গে শেয়ার করুন। এটি আপনার উৎপাদনশীলতা এবং সাফল্য সম্পর্কে তাদের আপডেট রাখতে সাহায্য করবে; আপনি আপনার একের পর এক কর্মক্ষমতা পর্যালোচনা মিটিংয়ে তাদের এটি সম্পর্কে মনে করিয়ে দিতে পারেন।

কৌশলী হোন

কোম্পানি এবং আপনার বস কী চান তা লক্ষ্য করুন এবং সঠিক প্রকল্পগুলোতে কাজ করুন। একটি প্রতিষ্ঠানে এটি অনেক গুরুত্বপূর্ণ। আপনার বসকে জিজ্ঞাসা করতে পারেন যে প্রথমে কোন প্রকল্পগুলোতে মনোযোগ দেওয়া উচিত, যা কোম্পানির লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে। কাজের ক্ষেত্রে কৌশলী হলে তা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে সাহায্য করবে।

EQ বৃদ্ধি করুন

আজকের বিশ্বে, উচ্চ বুদ্ধিমত্তা বৃদ্ধির মতোই উচ্চ আবেগগত গুণফল (EQ) থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে, যখন নেতৃত্বের ভূমিকার কথা আসে। তাই, আপনার পেশাদার প্রোফাইল উন্নত করার জন্য এটির উপর কোর্স করে এবং সফট স্কিল শিখে আপনার EQ উন্নত করুন।

সমস্যা সমাধানকারী হোন

শুধুমাত্র রুটিন কাজে লেগে থাকার পরিবর্তে, বৃহত্তর সমস্যাগুলোরও সমাধান করুন।দলের কেউ একটি বড় চ্যালেঞ্জের কথা উল্লেখ করলে সমাধান খুঁজে পেতে সাহায্য করুন। এটি আপনাকে কোম্পানিতে এমন বন্ধু তৈরি করতে সাহায্য করবে যারা আপনাকে বৃহত্তর ভূমিকার জন্য রেফার করতে পারে।

সঠিক মানুষের সঙ্গে নেটওয়ার্ক

সঠিক সম্পর্ক গড়ে তোলা আপনার ক্যারিয়ারের দরজা খুলে দিতে এবং উন্নত করতে সাহায্য করতে পারে। তাই, কথোপকথনে জড়িত হয়ে এবং তাদের সঙ্গে সাধারণ আগ্রহ খুঁজে বের করে পারস্পারিক সহযোগিতার সম্পর্ক গড়ে তুলুন।

ভাইরাল জ্বরে এক বাটি স্যুপ

স্টাফ রিপোর্টার:

ঋতু পরিবর্তনের সময়ে অনেকেই ভাইরাল জ্বরে আক্রান্ত হচ্ছেন। সঙ্গে কারও কারও সর্দি-কাশি থাকছে। ঋতু পরিবর্তনের সময় জ্বর, সর্দি, কাশি হলে সেটাকে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু বলা হয়। কোনো ভাইরাসে আক্রান্ত হয়ে যদি জ্বর হয় আর সাধারণ ফ্লু হলে লক্ষণ কিন্তু মোটামুটি এক থাকে। আর এই ভাইরাল জ্বরে গলায় খুসখুসে লাগা, নাক বন্ধ হয়ে থাকার ব্যাপারটা অনেক অস্বস্তিতে ভোগায়। এই সময়ে দিনে হোক বা রাতে, আপনাকে আরাম দিতে পারে একমাত্র এক বাটি ইষদুষ্ণ, হালকা স্যুপ। ডিনারে হোক বা ব্রেকফাস্টে, গরম গরম স্যুপ কিন্তু দারুণ সুস্বাদু। পেটও যেমন ভরবে, তেমনি মনও। সঙ্গে যদি থাকে পুষ্টিগুণ, তাহলে সোনায় সোহাগা। তাহলে ঝটপট জেনে নিন এই সুধার রেসিপি।

উপকরণ-

মুরগির হাড়- আধ কেজি, মুরগির মাংস- আধ কেজি, চিনি- ২ টেবিল চামচ, লাল চিলি সস- ৫ টেবিল চামচ, চিংড়ি- আধ কাপ, কর্নফ্লাওয়ার- ৬ টেবিল চামচ, হাঁসের ডিম- ৬টি, কাঁচামরিচ ফালি- ৪টি, লেমন গ্রাস- ৮ টুকরো, চিকেন স্যুপের স্টক- ১২ কাপ, লবণ স্বাদমতো, লেবুর রস- ৪ টেবিল চামচ।

প্রণালী-
মুরগির হাড় সেদ্ধ করে চিকেন স্যুপের স্টক ছেঁকে নিন। মুরগির মাংস ছোট ছোট টুকরো করে কেটে নিন। চিংড়ি ছোট ছোট টুকরো করে নিন। ডিম অল্প ফেটিয়ে নিন। কর্নফ্লাওয়ার এক কাপ পানিতে গুলে নিন। চিকেন স্টকে অর্ধেক গোলানো কর্নফ্লাওয়ার ও ডিম দিয়ে মিশিয়ে কাঁচামরিচ, মাংস, চিংড়ি, চিনি, চিলি সস, লেমন গ্রাস, লবণ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিন। আঁচে বসিয়ে হালকাভাবে ঘন ঘন নাড়তে থাকুন। অনবরত না নাড়লে ফেটে যাবে। মাঝারি আঁচে ১৫ থেকে ১৭ মিনিট নেড়ে নেড়ে ফুটিয়ে আঁচ কমিয়ে দিন। ৩ থেকে ৪ মিনিট পর লেবুর রস দিয়ে হালকাভাবে নেড়ে, প্রয়োজন হলে আরও চিলি সস ও লবণ মেশান। গরম-গরম পরিবেশন করুন।গলা খুশখুশ করলে কিংবা সর্দি-কাশি হলে এই পিপার সাওয়ার স্যুপ কিন্তু দারুণ অস্ত্র। এবার জানুন ইমিউনিটি পাওয়ার বাড়ানোর মন্ত্র। যাতে পেটও ভরে আবার পুষ্টিগুণও দারুণ।

সবা:স:জু-১৩৪/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন