আইনের মাধ্যমে আ.লীগ নিষিদ্ধের প্রক্রিয়া ইতিবাচক মনে করে বিএনপি

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলের নেতারা বলছেন, একমাত্র বিএনপি আইন-আদালতের মাধ্যমে আওয়ামী লীগের বিচার চেয়েছে। দেরি হলেও সরকার সেই পথে এগিয়েছে।

শনিবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের নেতারা এ অভিমত দেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধে করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বিএনপির সম্মতি থাকবে। এ বিষয়ে আজ বিএনপির অবস্থান জানাতে পারে।

বিএনপির গুরুত্বপূর্ণ এক নেতা বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে বুঝলাম। এই বিচার করতে কতদিন লাগবে? এটা তো বলেনি সরকার। তাহলে বিচার শেষ না হওয়া পর্যন্ত কি নির্বাচনও হবে না? ছাত্ররা যদি এমন দাবি তোলে যে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তাহলে কি সরকার তাও মেনে নেবে। ওই অবস্থায় যদি বিএনপি নির্বাচনের দাবিতে রাজপথে নামে তাহলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। এই অবস্থায় আগামীর জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার তার স্পষ্ট অবস্থান না জানালে নির্বাচন নিয়ে ধোয়াশা আরও বড়াবে।

গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।

এ বিষয়ে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকার চাইলে আইন-আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তিন দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীসহ ছাত্র-জনতা। অবশ্য আন্দোলনে অংশ নেয়নি অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তবে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে দলের স্থায়ী কমিটির বৈঠক ডাকেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাত সাড়ে ১০টায় এই বৈঠকটি শুরু হয়ে গভীর রাতে শেষ হয়।

এদিকে বিএনপি’র এই বৈঠক চলার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দিয়েছে। যাতে ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

সাপ্তাহিক ছুটির দিনে শনিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপি’র নীতি-নির্ধারকরা মনে করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী আনা হয়েছে। এর মাধ্যমে রাজনৈতিক দলকে শাস্তি দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি।

স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আদালতের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে বিএনপির সম্মতি থাকবে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল।

স্থায়ী কমিটির বৈঠক সূত্র জানায়, বিএনপির নীতি-নির্ধারকরা মনে করেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্দোলন এবং সরকারের সিদ্ধান্ত ‘ফ্রেন্ডলি ম্যাচের’ মতো। কারণ, নাগরিক পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা দল। অবশ্য, গতরাত পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

যেকোনো মূল্যে মাদকের ভয়াবহতা থেকে বাচাতে হবে যুব সমাজকে- আমিনুল হক

যেকোনো মূল্যে মাদকের ভয়াবহতা থেকে বাচাতে হবে যুব সমাজকে- আমিনুল হক

স্টাফ রিপোর্টারঃ

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রূপনগর-পল্লবীর গনমানুষের নেতা জনাব আমিনুল হক একটি মাদকবিরোধী র‍্যালিতে অংশগ্রহণ করেন।

তিনি জানান, ১৬ আসনে মাদক নির্মূলে এলাকাভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি ও কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং এই কার্যক্রম আরও জোরদার করা হবে। জনাব আমিনুল হক বলেন যুব সমাজকে যেকোন মূল্যে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। যুব সমাজের প্রতি প্রশ্ন ছুড়ে বলেন আপনারা গর্ভধারিণী মা’কে ভালবাসলে মাদক স্পর্শ করতে পারেন না কারণ মাদকের ভয়াবহ বিপর্যয় চোখে কান্না আসে মা’য়ের।

তিনি বলেন, মাদক সমাজের ভবিষ্যৎ ধ্বংস করে দেয়—এই বিপদ থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। জনাব আমিনুল হক বলেন মাদক ছেড়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তার জন্য বিকল্প কর্মসংস্থান সহ আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। বিগত সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় মাদক ভয়াবহ বিস্তার লাভ করে এর কারনে রাষ্ট্রে এবং সমাজে ভয়াবহ অস্থিরতা বিরাজ করছে। দ্রুত মাদক বিরোধী সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় আন্দোলন গড়ে তুলতে না পারলে দেশর প্রানশক্তি যুবসমাজ অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাবে যা হবে গোটা জাতির জন্য ভয়াবহ বিপর্যয়।

উক্ত অনুষ্ঠানের আয়োজক পল্লবী থানা যুবদলের আহবায়ক জনাব হাজী নূরসালাম।

তিনি তার বক্তব্যে বলেন মাদকবিরোধী ঘোষণা বর্তমান সময়ে একটা যুদ্ধের ডাক। মাদকবিরোধী লড়াইয়ের ময়দানে এবার যারা নীরব থাকবেন, তারা পরোক্ষভাবে অপরাধীদের পক্ষে। সমাজ বাঁচাতে হলে, প্রজন্ম রক্ষায় এখনই দাঁড়াতে হবে—একসাথে, এক কণ্ঠে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
কামাল হোসেন খান, ভারপ্রাপ্ত আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
আশরাফ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
আনোয়ার হোসেন, সাবেক সভাপতি, সেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর,
হাজী তৈয়ব, সাবেক সিনিয়র সহ-সভাপতি, পল্লবী থানা বিএনপি,
আনিসুর রহমান, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
মোখলেছুর রহমান আবির, যুগ্ন আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
ফজলুল হক লাবলু, যুগ্ন আহ্বায়ক, পল্লবী থানা বিএনপি,
হাজ্বী বাদশা মিয়া, সভাপতি, ৫নং ওয়ার্ড বিএনপি,
মাহাবুব আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি,
মোঃ নজরুল মাতবর, সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি,
মোঃ খায়ের হোসেন, সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি,
মোঃ জাহাঙ্গীর লালন, সাংগঠনিক সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি,
মামুন মোল্লা, সদস্য, আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর উত্তর,
হুসাইন মুন্না, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা যুবদল,
শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক, পল্লবী থানা যুবদল,
দেওয়ান বিপ্লব আমিন রাজীব, আহ্বায়ক, ৩নং ওয়ার্ড যুবদল,
মোঃ ফরহাদ হোসেন রাজন, সদস্য সচিব, ৩নং ওয়ার্ড যুবদল,
ইব্রাহিম খলিল, আহ্বায়ক, ৫নং ওয়ার্ড যুবদল,
মোঃ রিয়াজ, সদস্য সচিব, ৫নং ওয়ার্ড যুবদল,
কাউসার আহমেদ মোল্লা, আহ্বায়ক, ৬নং ওয়ার্ড যুবদল,
ইশতিয়াক আহমেদ সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ২নং ওয়ার্ড যুবদল,
মোঃ বাবু হোসেন, পল্লবী থানা যুবদল,
মোঃ সোলায়মান চৌধুরী, পল্লবী থানা যুবদল,
মোঃ জিয়ারুল ইসলাম জিহাদ, পল্লবী থানা যুবদল,
আশিকুর রহমান আশিক, ৯১নং ওয়ার্ড যুবদল,
পারভেজ আলম ফরিদ, সভাপতি, ৫ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল
লাইলি বেগম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মহিলা দল, ঢাকা মহানগর উত্তর,
দিলারা ইসলাম পলি, সদস্য সচিব, মহিলা দল, পল্লবী থানা
জাহানারা ইসলাম, আহ্বায়ক, ৫নং ওয়ার্ড মহিলা দল
মিসেস লিপি, সদস্য সচিব, ৫নং ওয়ার্ড মহিলা দল

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন