ত্যাগীদের সর্বোচ্চ মূল্যায়ন চায় আমিনুল হক

নিজস্ব প্রতিনিধি:
দু:সময় দলের নির্যাতিত এবং ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করবে বিএনপি এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
বুধবার দুপুরে তুরাগ থানা বিএনপির আয়োজনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ, সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তার বক্তব্য দেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর যারা আন্দোলন সংগ্রাম করে দলের একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে পরীক্ষিত করেছেন, আমরা তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করবো। আর যারা নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন- তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “দলের সদস্য নবায়নের সময় খেয়াল রাখতে হবে—আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক আছে এমন কেউ যেন বিএনপির সদস্য হতে না পারে। পতিত আওয়ামী লীগ থেকে আসা কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে দলে অনুপ্রবেশ করতে না পারে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দলে এখন এমন অনেকেই ঢুকতে চাইছে, যারা অতীতে দলের পাশে ছিল না। গত ৫ আগষ্টের পর থেকে অনেকেই নিজেকে বড় বিএনপি বলে প্রমাণ করতে চাইছেন। কিন্তু আমরা জানি, গত ১৭ বছরে কারা রাস্তায় ছিল, কারা মামলা হামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তাদেরকেই আমরা মূল্যায়ন করবো।”
বিএনপি অন্যায় করে না, অন্যায়কারীকে প্রশ্রয়ও দেয় না’ মন্তব্য করে আমিনুল হক বলেন, বিএনপিতে চাঁদাবাজ ও দখলবাজের কোনো জায়গা নেই। বিএনপি অন্যায় ও অত্যাচার করে না। কোথাও বিএনপির বদনাম হয়, এমন কাজ করা যাবে না। বিএনপি ভালো মানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কড়া নির্দেশনা রয়েছে কেউ চাঁদাবাজি করলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “মানুষের হৃদয়ে জায়গা করে নিতে হলে দলের আদর্শ ও ত্যাগের মূল্যবোধকে ধারণ করতে হবে। রাজনীতিতে স্থায়ী হতে হলে পরীক্ষিত হতে হবে।”

বিএনপি একটি সুন্দর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর উল্লেখ করে আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর ধরে দেশের মানুষকে যেভাবে জুলুম-নির্যাতন করেছে, বিএনপি ঠিক তার উল্টো পথে চলবে।

তুরাগ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক হারুন অর রশীদ খোকার সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী জহিরুল ইসলাম এর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম,
মহানগর উত্তর বিএনপির সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মোতালেব হোসেন রতন, নূরুল হক ভূইয়া নূরু, শামীম পারভেজ, সালাম সরকার, হাফিজুর রহমান শুভ্র, এম এস আহমাদ আলী, জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব এ্যাড. রুনা লায়লা রুনা প্রমুখ।
এরপর বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির উত্তরা পশ্চিম থানার উদ্যোগে দলের সদস্য নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন এতে সভাপতিত্ব করেন।

তাপসের ঘনিষ্ঠ আরিফের নেতৃত্বে ইশরাকদের আন্দোলন

তাপসের ঘনিষ্ঠ আরিফের নেতৃত্বে ইশরাকদের আন্দোলন

স্টাফ রিপোর্টারঃ

সাবেক মেয়র ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ ছিলেন আরিফ চৌধুরী। তাপসের কাছ থেকে পদ-পদোন্নতি নেওয়া সেই আরিফ চৌধুরীই এখন বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে করা আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভোল পাল্টে আরিফ এখন নগর ভবনে ‘ফ্যাসিবাদের দোসর’ শনাক্তের নামে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি গত ৪০ দিন ইশরাকের আন্দোলনে যেসব কর্মকর্তা-কর্মচারী যোগ দেননি তাদের ওপর চড়াও হচ্ছেন। গত দুদিন এসব কর্মকর্তা-কর্মচারীকে নানাভাবে হেনস্তা করার ঘটনা ঘটেছে।

এরই ধারাবাহিকতায় কর্মকর্তা-কর্মচারীদের নগর ভবনে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে ইশরাকদের আন্দোলনের আরেক সমর্থক গ্রুপের সঙ্গে গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আর কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত, প্রত্যক্ষদর্শী, শ্রমিকদল নেতাকর্মী ও প্রশাসনিক বিভিন্ন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

ইশরাক সমর্থকদের দুপক্ষের সংঘর্ষে মেডিকেলে ভর্তি হওয়া গুরুতর আহত দুজন হলেন মনির হোসেন (৪৫) ও মহিদুল ইসলাম (৩৫)। পরে আহতদের দেখতে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান ইশরাক হোসেন।

কে এই আরিফ চৌধুরী

নগর ভবনের প্রশাসনিক একাধিক সূত্র জানিয়েছে, নিজেকে বিএনপি নেতাদের আত্মীয় পরিচয় দিয়ে অফিস সহকারী থেকে এক লাফে পরিবহন বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান আরিফ চৌধুরী। চলতি বছরের ৬ মার্চ সচিব বশিরুল হক ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে আরিফকে কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

তাপসের সময়ে সুইডেন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামকে নিজের খালু পরিচয় দেওয়া আরিফ চৌধুরী বিদ্যুৎ বিভাগের অফিস সহকারী থেকে পদোন্নতি পেয়ে পরিবহন বিভাগে কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে যোগদান করেন। গাড়ি দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই গাড়ির চালকের সহযোগীকে তিনি অবৈধভাবে নিয়োগ দিয়ে ময়লার গাড়ির চাবি তুলে দেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক মেয়র তাপস আরিফকে বরখাস্ত করেন। একই সঙ্গে মুগদায় নিহত ছাত্রের জানাজায় উপস্থিত হয়ে জনসমক্ষে তাপসের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।

তবে ৫ আগস্টের পরে বরখাস্তের সেই ঘটনাকে রাজনৈতিক কারণ বলে চালিয়ে দেন আরিফ। পরে দ্রুতগতিতে কর্মচারী থেকে কর্মকর্তার পদ পেয়ে যান আরিফ। বর্তমানে তিনি পরিবহনের সহকারী তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রেজিস্টার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত দলের সভাপতি হিসেবে নিজেকে পরিচয় দেন আরিফ। তবে এর কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই বলেও জানায় নগর ভবন সূত্র। এমনকি সাবেক মেয়র তাপসকে পূর্ণ মন্ত্রীর মর্যাদা দেওয়ার পরে আরিফ তাকে অভিনন্দন জানান। সেই আরিফ চৌধুরীই বর্তমানে বিএনপি নেতা ইশরাকদের আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নগর ভবনে সেবার পরিবর্তে আতঙ্ক

প্রচণ্ড আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাধারণ কর্মকর্তা ও কর্মচারীরা। কারণ, বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের সমর্থিত ডিএসসিসির কর্মচারীদের দুই গ্রুপ আবার মুখোমুখি অবস্থানে রয়েছে। আরিফ চৌধুরীর গ্রুপের লোকজন প্রিন্স গ্রুপের লোকজনকে জোরপূর্বক নগর ভবন থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার পর দুই-তিন দিন ধরে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইতোমধ্যে গত ২২ জুন সরকার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মো. জহিরুল ইসলামকে (যুগ্ম সচিব) নিয়োগ দিয়েছেন। তিনি বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

জানা গেছে, ইশরাক হোসেনের সমর্থনে আন্দোলনের ৪০ দিনের মাথায় গত সোমবার নাগরিক সেবা পুনরায় চালুর জন্য নগর ভবনের কয়েকটি দপ্তরের তালা খোলা হয়। কিন্তু অধিকাংশ দপ্তরে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের দেখা যায়নি।

এদিন নগর ভবনে ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারীদের নাম ব্যবহার করে কিছু কর্মচারী হঠাৎ বিএনপি নেতা ইশরাকের সমর্থন আদায়ের পাশাপাশি আধিপত্য বজায় রাখতে আরো বেপরোয়া হয়ে ওঠেন। তারা আন্দোলনের পর অফিস খোলার প্রথম দিনই নগর ভবনে শোডাউন করেন। একপর্যায়ে শ্রমিক দলের অপর অংশের নেতা আরিফুজ্জামান প্রিন্স গ্রুপের কর্মচারীদের নানা ভয়ভীতি দেখিয়ে নগর ভবন থেকে বের করে দেন। এই খবর মুহূর্তে ডিএসসিসির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ছড়িয়ে পড়লে নতুন করে আতঙ্ক শুরু হয়।

দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত যেভাবে

প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের এক পক্ষের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স দলবল নিয়ে নগর ভবনে ঢোকার সময় আরেক পক্ষের সভাপতি আরিফ চৌধুরীর লোকরা তাদের ধাওয়া দেন। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন।

এ সময় সংঘর্ষের ছবি ও ভিডিও ধারণ করার সময় সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন ইশরাক সমর্থকরা। বেসরকারি টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান শিশিরের মুঠোফোন ছিনিয়ে নিয়ে সব ছবি ও ভিডিও ডিলিট করে দেন তারা। এ সময় তাকে হেনস্তা করতে দেখা গেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দুপুর দেড়টার দিকে শ্রমিক দলের নেতা আরিফুজ্জামানের অনুসারী সন্দেহে নগর ভবনের এক কর্মীকে গণপিটুনি দেওয়া হয়। ঢাকার বিভিন্ন এলাকা থেকে আগত ইশরাকের অনুসারীরা সিটি করপোরেশনের প্রশাসন শাখার কম্পিউটার অপারেটর শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বেদম পেটাতে থাকেন। এ সময় পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের কাছে তাকে দিতে রাজি হননি ইশরাকের অনুসারীরা। পরে নগর ভবনে আসা আরেক ব্যক্তিকে প্রিন্সের অনুসারী সন্দেহে বেদম মারধর করা হয়। পরে পুলিশ এই দুই ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে আরিফুজ্জামান প্রিন্স গনমাধ্যমকে বলেছেন, গত রোববার থেকে ইশরাক হোসেন নগর ভবনে সেবা চালু করার ঘোষণা দেওয়ার পরও আরিফ চৌধুরীর লোকজন প্রতিদিন এসে মহড়া ও কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিচ্ছে। যারা ইশরাকের আন্দোলনে অংশ নেয়নি তাদের ‘বিরোধী পক্ষ’ উল্লেখ করে হুমকি-ধমকি দিচ্ছেন তারা। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তাদের নগর ভবনে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এরপরও যারা ঢুকছেন, তাদের গণপিটুনি দেওয়া হচ্ছে। এ নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আরিফ চৌধুরীর জানান, ‘তারা শান্তিপূর্ণভাবে নগর ভবনে অবস্থান নিয়েছিলেন। বহিরাগতরা এসে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আটজনকে গুরুতর আহত করে। এ সময় স্বীকার করেন পরিবহন বিভাগের অফিস সহকারী পদে ২০২১ সালের ডিসেম্বর মাসে যোগ দিয়েছেন। তিনি দাবি করেন তাকে ২০২৪ সালে রাজনৈতিক কারণেই সাবেক মেয়র তাপস চাকরিচ্যুত করেছেন। এরপরে তাপসের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করতে গেলে, কল করছি বলে ফোন কেটে দেন।

আন্দোলন দমাতে পরিকল্পিত হামলা- দাবি ইশরাকের

নগর ভবনে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নাগরিক সেবা ব্যাহত করে আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে পরিকল্পিত হামলার অভিযোগ করেছেন ইশরাক হোসেন। গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে এসে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য শান্তিপূর্ণ এই আন্দোলন চিরতরে বানচাল করে দেওয়া। এর পেছনে ষড়যন্ত্রকারী যে বা যারাই হোক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

ফ্যাসিবাদের দোসররা হামলা চালিয়েছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, আন্দোলনকারীদের অনুরোধ জানিয়ে যখন নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়, তখন থেকেই আমার প্রতিপক্ষরা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা শুরু করে। সব বাধা অতিক্রম করে সেবা চালু করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম