সাবেক কারা মহাপরিদর্শকের দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপাের্টার॥
সরকারি টাকা আত্মসাৎ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কারা অধিদপ্তরের সাবেক মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

রোববার (২২ আগস্ট) দুদকের জনসংযোগ দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানকে এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দিয়েছে কমিশন।

এ বিষয়ে দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘কারা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক সৈয়দ ইফতেখার উদ্দিনসহ অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিসহ ঘুষ গ্রহণের মাধ্যমে সরকারি টাকা আত্মসাৎ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রক্ষিতে অনুসন্ধান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন।’

তিনি বলেন, ‘তার বিরুদ্ধে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে নিয়োগ, টেন্ডার ও মাদক বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আছে।’

২০১৯ সালের ২৫ আগস্ট চট্টগ্রাম কারাগারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের অংশ হিসেবে সাবেক এই কারা প্রধানকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন দুদকের একজন পরিচালক।

ধনিয়াতে রাজউকের অভিযান, ভবন মালিক আটক

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে দনিয়া আদর্শ বালিকা বিদ্যালয় সড়ক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

অভিযানে নকশাবহির্ভূত ও বিধি নিষেধ অমান্য করে ভবন নির্মাণ করায় ৫টি ভবনের আংশিক ছাদ ও দেয়াল ভেঙ্গে দেয়া হয়।

এসময় ভবন মালিকদের ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা কম দেয়ায় এক ভবন মালিককে আটক করা হয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন সিলগালা করা হয়েছে।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত (রাজউক) নারায়ণগঞ্জ জোন-৮ এর পরিচালক ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজউক নারায়ণগঞ্জ জোন-৮ অথরাইজড অফিসার ইলিয়াস হোসেন, পরিদর্শক সামিউল।

অভিযানে ভবন মালিক মনির হোসেনকে আড়াই লাখ, মেগাসিটি টাওয়ারের সফিকুর রহমান সালাউদ্দিনকে ৫ লাখ ৩০ হাজার টাকা, কাজী ফিউচার ডেভেলপারের মোখলেছুর রহমানকে ৫ লাখ ২০ হাজার, হিরাহিল ডেভেলপার দুলাল মিয়াকে ৮ লাখ টাকা, ফরিদ উদ্দিনকে ৬ লাখ টাকা এবং এলিট কনস্ট্রাকশনের আনোয়ার হোসেনের ভবন সিলগালা করা হয়েছে।

এসময়  হিরাহিল ডেভেলপারের দুলাল মিয়া জরিমানার ৮ লাখ টাকার মধ্যে ৪লাখ টাকা দেয়ায় পুলিশ তার হাতে হেন্ডকাপ পরিয়ে আটক করে নিয়ে যেতে দেখা গেছে।

এদিকে একাধিক ভবন মালিক অভিযোগ করে যুগান্তরকে বলেন, আমরা রাজউকের ইমারত নির্মাণ নিয়ম মেনেই ভবন নির্মাণ করছি। ভবন নির্মাণের সময় রাজউকের লোকজন এসে তদারকিও করে গেছেন। তখন তারা আমাদেরকে কোন প্রকার বাধা দেয়নি। আজ কোন নোটিশ ছাড়াই আমাদের ভবন ভেঙ্গে দিয়ে জরিমানা আদায় করা হয়েছে।

নারায়ণগঞ্জ (রাজউক) জোন-৮ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খান  জানান, নকশাবহির্ভূত ভবন নির্মাণ করার বিষয়টি মোবাইল কোর্টের নজরে এলে ভবনের কিছু অংশ ভেঙ্গে জরিমানা আদায় করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান