বাসায় গিয়ে জামায়াত আমিরের খোঁজ নিলেন ধর্ম উপদেষ্টা

বাসায় গিয়ে জামায়াত আমিরের খোঁজ নিলেন ধর্ম উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় গেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২০ জুলাই) তিনি জামায়াত আমিরের ঢাকার বাসায় যান। এসময় তিনি ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হওয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বাসায় ফেরেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিক তার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশে বহু নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী জামায়াত আমিরের খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন।

এদিকে জামায়াত আমির অসুস্থ হওয়ার পর তার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি তার প্রেস সচিব শফিকুল আলমকে হাসপাতালেও পাঠিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম এবং ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আমির ডা. খালিদুজ্জামান।

জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর উত্তরের নতুন আহবায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটি সভাপতি জাহাঙ্গীর শিকদার ও সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আমিন আজ ঢাকা মহানগর উত্তরের জিয়া শিশু কিশোর মেলার ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন। অনুমোদিত কমিটির কর্মকর্তারা হলেন:

আহবায়ক- মোঃ তোফাজ্জল হোসেন (মিঠু)-,
যুগ্ম আহবায়ক হলেন,মোঃ আনিসুর ইসলাম ভূঁইয়া (জুয়েল), মোঃ শাহজাহান, মুজিবুর রহমান হাওলাদার, শাহ আলম, মোঃ আলাউদ্দিন খান আলাল, লুৎফর রহমান খোকন, রওশন ইমান (রুবি), নজরুল ইসলাম, মিজানুর রহমান মিজান। সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আর সদস্যরা হলেন: মোঃ মাইনুদ্দিন, সেলিম, রিয়াদুল ইসলাম হায়দার, মোঃ জিয়াউর রহমান (সাংবাদিক), মোঃ শাহাবুদ্দিন

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম