
কক্সবাজার সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ওয়াসিমের কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত কবর জিয়ারত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসিমের কবর জেয়ারত করেন তারা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন সকাল সাড়ে ৬টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করেন। এ সময় নিরাপত্তার জন্য পেকুয়া থানা পুলিশ এনসিপির নেতাদের পাশে ছিল।
চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা। সোমবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় গিয়ে তারা ওয়াসিমের কবর জিয়ারত করেন।
ওয়াসিম আকরামের বোন সাবরিনা ইয়াসমিন বলেন, রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে জানান আমাদের বাড়িতে এনসিপির নেতা আসবেন। কিন্তু সকালে আসার কথা জানালেও সারাদিন অপেক্ষার পরও তারা আসেননি। আজ ভোর ৬টায় পেকুয়া থানার একদল পুলিশ এসে জানায়- নাহিদসহ এনসিপির নেতারা আমাদের বাড়িতে আসছে। পরে উনারই জানালেন এনসিপি নেতারা কবর জিয়ারত করে চলে গেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এনসিপির নেতারা পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে চলে যান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের সঙ্গে ছিল।