ওয়াসিমের কবর জিয়ারতে নাহিদসহ এনসিপির নেতাকর্মীরা

ওয়াসিমের কবর জিয়ারতে নাহিদসহ এনসিপির নেতাকর্মীরা

কক্সবাজার সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ওয়াসিমের কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত কবর জিয়ারত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসিমের কবর জেয়ারত করেন তারা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন সকাল সাড়ে ৬টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করেন। এ সময় নিরাপত্তার জন্য পেকুয়া থানা পুলিশ এনসিপির নেতাদের পাশে ছিল।

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা। সোমবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় গিয়ে তারা ওয়াসিমের কবর জিয়ারত করেন।

‎ওয়াসিম আকরামের বোন সাবরিনা ইয়াসমিন বলেন, রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে জানান আমাদের বাড়িতে এনসিপির নেতা আসবেন। কিন্তু সকালে আসার কথা জানালেও সারাদিন অপেক্ষার পরও তারা আসেননি। আজ ভোর ‎৬টায় পেকুয়া থানার একদল পুলিশ এসে জানায়- নাহিদসহ এনসিপির নেতারা আমাদের বাড়িতে আসছে। পরে উনারই জানালেন এনসিপি নেতারা কবর জিয়ারত করে চলে গেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এনসিপির নেতারা পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে চলে যান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের সঙ্গে ছিল।

৩০ বস্তা সার কেলেঙ্কারিতে ফেঁসে যাবেন চেয়ারম্যান

আজিজুর রহমান বাবু । শরীয়তপুর প্রতিনিধি:

তৃনমূল পর্যায়ে উপজেলা কৃষি সম্প্রসারনের দপ্তর সরকারী পর্যায়ে প্রান্তিক চাষীদের বিতরণের উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে ৩০ বস্তা সার প্রদান করা হয়। কৃষি অফিস থেকে বিনামূল্যে বিতরণ করা জন্য সরকারী কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়। ঘটনাক্রমে নিয়মটি অনিয়ম করে ইউনিয়ন কতৃপক্ষ স্বেচ্ছাচারি সিদ্ধান্ত বহাল করে প্রান্তিক চাষীদের সাথে প্রতারণা করে আসছেন। যা ফৌজদারি অপরাধের ৪২০ ধারায় অন্তর্ভুক্ত ।

আজ সেই বিনামূল্যে বিতরণের জন্য সারের কাহিনী চরকুমারিয়া ইউনিয়নবাসী আটক করে অবৈধ জনসেবার মুখোশ খুলে জনসম্মুখে প্রকাশ করলো।

আপনি এখন কী বলবেন ? কে দায়ী ?

সহজ ভাবে বলতে গেলে – বলতে হয় এই ৩০ বস্তা সার এবং বিনামূল্যে বীজ সরকার দিয়েছিলেন প্রান্তিক চাষীদের বিতরণের জন্য। সেই নির্দেশনা উপেক্ষা করে সংশ্লিষ্টরা মনগড়া টোকেন বানিয়ে গ্রামের হতদরিদ্র চাষীদের বোকা বানিয়ে তথাকথিত মেম্বার, চেয়ারম্যানরা নিজেদের পকেট ভারি করতে সচেষ্ট থেকেছেন । এ লজ্জা কাদের ?

জনতার মুখোমুখি সখিপুর থানা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির মোল্লা আটককৃত সারের বিষয়ে বিবৃতি প্রদান করছেন। তিনি এই বিবৃতি দেওয়ার কী অধীকার রাখেন ?

জনমনে প্রশ্ন উঠেছে বর্তমান চেয়ারম্যান মোজ্জমেল হক মোল্লা এ বিষয়ে ঘটনার বিবরণী কেন প্রকাশ করলেন না। দায়িত্বে তিনি বহাল ছিলেন। এমন জনগুরুত্বপূর্ণ বিষয়টিতে তিনি কেন অনুপস্থিত ? কেন তিনি এমন জনগুরুত্বপূর্ণ বিষয়টি সহোদর ভাইয়ের কাধে চড়িয়ে এড়িয়ে গেলেন। ঘটনাটি রহস্যপূর্ন ইংগিত বহন করে ?

আহারে সোনার বাংলার জননেত্রী শেখ হাসিনা ক্রমশ দিয়ে যাচ্ছেন আর তাঁর কুখ্যাত অনুসারীরা দিনের পর দিন পেটফুলে বিত্তশালী হচ্ছেন। আর্থিক ভাবে শক্তিশালী হয়ে নিরীহ জনগণকে শোষণ করে নিঃস্ব করার পায়তারা করছেন। সময় যখন বিগড়ে যাবে তখন নিয়তির গ্যাড়াকলে আটকিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে – ইতিহাস তাই বলে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি