ওয়াসিমের কবর জিয়ারতে নাহিদসহ এনসিপির নেতাকর্মীরা

ওয়াসিমের কবর জিয়ারতে নাহিদসহ এনসিপির নেতাকর্মীরা

কক্সবাজার সংবাদদাতা:
জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত ওয়াসিমের কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় অবস্থিত কবর জিয়ারত করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ওয়াসিমের কবর জেয়ারত করেন তারা। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সুজাউদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন সকাল সাড়ে ৬টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নেতারা শহীদ ওয়াসিম আকরামের কবর জেয়ারত করেন। এ সময় নিরাপত্তার জন্য পেকুয়া থানা পুলিশ এনসিপির নেতাদের পাশে ছিল।

চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির নেতারা। সোমবার (২১ জুলাই) সকাল ৭টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার বাঘগুজারা এলাকায় গিয়ে তারা ওয়াসিমের কবর জিয়ারত করেন।

‎ওয়াসিম আকরামের বোন সাবরিনা ইয়াসমিন বলেন, রোববার (২০ জুলাই) আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে জানান আমাদের বাড়িতে এনসিপির নেতা আসবেন। কিন্তু সকালে আসার কথা জানালেও সারাদিন অপেক্ষার পরও তারা আসেননি। আজ ভোর ‎৬টায় পেকুয়া থানার একদল পুলিশ এসে জানায়- নাহিদসহ এনসিপির নেতারা আমাদের বাড়িতে আসছে। পরে উনারই জানালেন এনসিপি নেতারা কবর জিয়ারত করে চলে গেছেন।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, এনসিপির নেতারা পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করে চলে যান। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর একটি টিম এনসিপি নেতাদের সঙ্গে ছিল।

পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর সংবাদদাতা:

ফরিদপুরের সালথায় চলমান বিশেষ অভিযানে মো. ইসমাইল জবিউল্লাহ (২৩) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোরে উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। ইসমাইল জবিউল্লাহ নিষিদ্ধ সংগঠন সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বালিয়া গট্টি গ্রামের মো. মনির মোল্যার ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা জবিউল্লাহ বিভিন্ন অপরাধে ৮ মামলার আসামি। তিনি এলাকায় বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করেছিলেন বলে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম