ইউরোপে দাবানল গৃহহারা বহু মানুষ

ইউরোপে দাবানল গৃহহারা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের দেশগুলোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। জ্বলছে আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর বনভূমি। গৃহহারা হয়েছেন বহু মানুষ। আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে শত শত হেক্টর বনভূমি ও চারণভূমি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই দাবানলের পেছনে রয়েছে মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহ।

ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে আকাশপথে সহায়তা আসছে। বুলগেরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। দেশজুড়ে ২৩০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আগুনের প্রকোপ সবচেয়ে বেশি। ইউরোপীয় ইউনিয়ন থেকে চারটি হেলিকপ্টার ও দুটি বিমান আগুন নেভাতে সহায়তা করছে। ১১টি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বসতভিটা ও বিশাল বনভূমি।

তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর বুরসারের আশপাশে দাবানল চরম আকার ধারণ করেছে। রাতের আঁধারে ছড়িয়ে পড়া আগুনে আতঙ্কিত হয়ে ঘর ছেড়েছে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ। পশ্চিমাঞ্চলীয় ইজমির ও বিলিসিক প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গ্রিসে আগুন ছড়িয়ে পড়েছে পিলোপনেস, এভিয়া, কিথিরা ও ক্রিটসহ একাধিক অঞ্চলে। সবচেয়ে বেশি বিপর্যস্ত রাজধানী এথেন্সের উত্তর দিকের কিছু এলাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যে হেলিকপ্টার ও বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে শতাধিক দমকল কর্মী। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই প্রতি বছর দাবানল আরও বিধ্বংসী হয়ে উঠছে।

ইসরায়েলি হামলায় গাজায় ৩৮, লেবাননে ৩৩ নিহত

সবুজ বাংলাদেশ ডেস্ক:

দখলদার ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা ও লেবাননে আরও ৭১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার (২৪ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

 

এতে বলা হয়, গাজার নুসেইরাতে একটি মসজিদ গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি খান ইউনিসসহ বেশ কয়েকটি এলাকায় দিনভর হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

 

অন্যদিকে, লেবাননের বিভিন্ন জায়গায় হামলা চালিয়ে ৩৩ জনকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এরমধ্যে রাজধানী বৈরুতে একটি আটতলা ভবনে হামলায় ২০ জন এবং পূর্ব লেবাননে ১৩ জনকে হত্যা করে ইসরায়েল।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি এই হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ চার হাজার ৪৭৩ জন। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

অপরদিকে প্রায় এক বছর ধরে সীমান্তে সংঘাত চলার পর গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান শুরুর ১০ দিনের মধ্যে নিহত হন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার।

ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ হাজার ৪১৩ জন।

 

সবা:স:জু-১৭১/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা