বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাট সংবাদদাতা:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুতের পড়ে থাকা তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্টে মজিবর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু। মঙ্গলবার (২৯ জুলাই ) দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দোয়ানি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান (৬০) উপজেলার ফকিরপাড়ায় ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী।

জানা গেছে মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী মুজিবর রহমান একটি গরু নিয়ে পার্শ্ববর্তী জমির খেতে নিয়ে গেলে এ সময় পড়ে থাকা বিদ্যুতের তার পানির সাথে বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ থাকলে তদন্ত করে প্রয়োজনীও ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফরিদপুরে দুই বাসে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

ফরিদপুর প্রতিনিধিঃ সাফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৯টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সদর উপজেলার করিমপুর নামক স্থানে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে মাগুরাগামী ছেড়ে আসা একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই লোকাল বাসের তিন যাত্রী নিহত হন। আর এ ঘটনায় দুই বাসের ১০ জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। তারা লোকাল বাসের যাত্রী ছিলেন। তাদের নাম-ঠিকানা পরে জানাতে পারব। বাস দুটি জব্দ করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের