মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

মানিক মিয়ায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০

ডেস্ক রিপোর্ট:

রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠান চলাকালীন গ্যাস বেলুন বিস্ফোরণে ১০ দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

গত বছরের এই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর মুহূর্তে আজ মঙ্গলবার উড়ানো হয় হেলিকপ্টার বেলুন। শেখ হাসিনা পালানোর ইতিহাস স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানায় আয়োজকরা।

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর ও মেরামত কাজের জন্য আজ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

এতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর ও মেরামত কাজের জন্য আজ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সিদ্ধিরগঞ্জ, গোদনাইল, লাকিবাজার, বৌবাজার, জালকুড়ি, রঘুনাথপুর, মাহমুদপুর তাইজউদ্দি মার্কেট, সোনামিয়া মার্কেট (আদমজী), দেলপাড়া, নারায়ণগঞ্জ শহর, প্রাইম টেক্সটাইল এলাকা, দক্ষিণ সস্তাপুর, নিশ্চিন্তপুর ঋষিপাড়া, পাগলা শাহি মহল্লা, নয়ামাটি, পিলকুনি মোড় ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এ সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

 

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

সবা:স:জু-১৭৪/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম