জামালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

জামালপুর সংবাদদাতা:

জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেডের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের অনন্তবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন নারী পুরুষসহ এলাকার শতাধিক মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা নয়ন হোসেন, সবুজ মিয়া ও লাভনি বেগম। তারা অভিযোগ করেন, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ও বাল্কহেড ব্যবহার করে দিন-রাত ২৪ ঘণ্টা বালু উত্তোলন করে আসছে। এতে নদীর পাড় ভেঙে বসতবাড়ি ও গাছপালা নদীগর্ভে বিলীন হচ্ছে। হুমকির মুখে পড়েছে জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক।

স্থানীয়রা আরও জানান, ড্রেজার মেশিন ও বাল্কহেডের বিকট শব্দে শিশু ও বৃদ্ধসহ সকল বয়সী মানুষ অসুস্থ হয়ে পড়ছেন। দ্রুত এসব অবৈধ ড্রেজার ও বাল্কহেড অপসারণ না করলে তাদেরকে বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা বাদল রহমানের পুকুর থেকে লাশ উদ্ধার

 

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (৯ জুলাই) সকাল ৯ টার দিকে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে মরদেহটি পাওয়া যায়।

বাদল রহমান জেলা নিকলী উপজেলা দামপাড়া ইউনিয়নের ধীরুয়াইল এলাকার মুখলেছুর রহমানের ছেলে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরে স্থায়ীভাবে বসবাস করতেন।

কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্বাভাবিক-অস্বাভাবিক দু’টি বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত শনিবার রাত ৮টার দিকে বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। রোববার সকালে শহরের চর শোলাকিয়া এলাকার ব্যাপারীবাড়ির পুকুরে একটি মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান মরদেহটি উল্টানোর পর দেখে আওয়ামী লীগ নেতা বাদল রহমানের। পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মডেল থানায় নিয়ে আসে।

নিহত বাদলের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানিয়েছেন, তার ছোট ভাইকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ঘটনায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের