সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুর প্রেস ক্লাবের মানববন্ধন 

সাংবাদিক হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শেরপুর প্রেস ক্লাবের মানববন্ধন 

শেরপুর সংবাদদাতা:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যাসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানীমূলক মামলার প্রতিবাদ ও এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

১০ আগস্ট রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব ভবনের সামনে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুরে প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, দেবাশীষ সাহা রায়, জিএম আজফার বাবুল, মনিরুজ্জামান রিপন, সুলতান আহমেদ ময়না, নাঈম ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ বলেন, গত ফ্যাসিস্ট শাসনামলের দেড় দশকে সাংবাদিক সাগর-রুনীসহ ১১৭ জন পেশাজীবীর হত্যাকাণ্ড ঘটেছে। গত ৩০ বছরে ৩৫ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এসব ঘটনার কোন সুষ্ঠু বিচার হয়নি। বিলম্বিত বিচার অবিচারের নামান্তর মাত্র। আমরা চাই অন্তবর্তী সরকার সাংবাদিক হত্যার বিচার করে দৃষ্টান্ত সৃষ্টি করবে।
মানববন্ধনে শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, কোষাধ্যক্ষ জুবাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত অর্ধশতাধিক গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১৫ই আগস্ট’ জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন ইউনিয়নের গরীব -দুস্থদের মাঝে খাবার ও চাউল বিতরণ

স্টাফ রিপোর্টারঃ

‘১৫ই আগস্ট’ জাতীয় শোক দিবস উপলক্ষে সারা মাস ব্যপী কেরানীগঞ্জ এর বিভিন্ন ইউনিয়নের গরীব -দুস্থদের মাঝে খাবার ও চাউল বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
গত ২০শে আগস্ট কেরানীগঞ্জ এর কালিগঞ্জ এলাকায় উক্ত কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ( বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়) উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান (কেরানীগঞ্জ) জনাব শাহীন আহমেদ।
শুভাঢ্যা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হাজি ইকবাল হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান টি পরিচালিত হয়। ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদারের বাসার নিচেই কার্য্যক্রমটি পরিচালিত হয়। বিশেষ সহযোগিতায় ছিলেন ইউনুস সরদারের ভাতিজা আরিয়ান সরদার।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন