দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপরে

কুড়িগ্রাম সংবাদদাতা:

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুধকুমারের পানিতে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদী তীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নিমজ্জিত হয়ে পড়েছে রোপা আমন, আমন বীজতলা, পাট ও বিভিন্ন মৌসুমী ফসল। এছাড়াও পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলের ঘরবাড়িতে। তলিয়ে গেছে গ্রামাঞ্চলের কাঁচা সড়কগুলো।

সদরের পাঁচগাছী ইউনিয়নের কাচিচর এলাকার কৃষক সামছুল বলেন, গত দুইদিনের পানি বাড়াতে আমার এলাকার রাস্তা তলিয়ে গেছে। এছাড়াও অনেক আমন আবাদ পানিতে তলিয়ে গেছে। এমন পানি আরও যদি বাড়তে থাকে তাহলে বড় সমস্যাতে পড়বো আমরা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, বৃহস্পতিবার সকাল ৯টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অপরদিকে ব্রহ্মপুত্র নদের চিলমারী, নুনখাওয়া, হাতিয়া ও সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং তা বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, দুধকুমার নদের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করছে। তবে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

বাবা হার্ট অ্যাটাকে ছেলে ক্যান্সারে মর্মান্তিক বিদায় একই পরিবারের দুই প্রাণের

বাবা হার্ট অ্যাটাকে ছেলে ক্যান্সারে মর্মান্তিক বিদায় একই পরিবারের দুই প্রাণের

নেত্রকোনা সংবাদদাতা:

একদিকে ছেলের ফুসফুস ক্যান্সার, অন্যদিকে অর্থ সংকট—এই দুশ্চিন্তাই এক অসহায় বাবার জীবন কেড়ে নিল। আর বাবার মৃত্যুর মাত্র কয়েকদিন পরই বিনা চিকিৎসায় থেমে গেল মেধাবী কলেজছাত্র সোহান হোসেনের জীবন। নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ মোরসালিন হোসেন সোহান (১৯) দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা মোঃ সোবাহান হোসেন চিকিৎসার ব্যয় নিয়ে দুশ্চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই মৃত্যুবরণ করেন।

বাবার মৃত্যুর পর স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীর সহায়তায় সোহানকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঢাকায় নেওয়ার পথেই সোহান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অভাব আর অসহায়তার সঙ্গে লড়াই করতে করতে শেষপর্যন্ত হেরে গেল দুই প্রজন্ম—একজন পিতা, আর তার স্বপ্ন বয়ে বেড়ানো সন্তান।

সোহানের মৃত্যুতে গোটা পূর্বধলায় শোকের ছায়া নেমে এসেছে। কলেজের সহপাঠী, শিক্ষক, প্রতিবেশী এবং সমাজকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এক বিবৃতিতে বলেন, “সোহানের মৃত্যু শুধু একটি পরিবারের ক্ষতি নয়, বরং একটি সম্ভাবনার করুণ মৃত্যু। দরিদ্র মানুষের চিকিৎসার নিশ্চয়তা না থাকায় প্রতিনিয়ত আমরা এমন হৃদয়বিদারক ঘটনা প্রত্যক্ষ করছি।”

এদিকে এলাকাবাসীর প্রশ্ন—“দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগা একজন ছাত্র এবং তার বাবার আকস্মিক মৃত্যু—এই পুরো বিষয়টিতে কি স্বাস্থ্য বিভাগ বা স্থানীয় প্রশাসনের কোনো দায়িত্ব ছিল না?” সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে রাষ্ট্রের দায়বদ্ধতা, প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তা প্রাপ্তির সুযোগ ও মানবিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই করুণ ঘটনা। একই সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছে—একটি জীবন বাঁচাতে সমাজের সম্মিলিত প্রয়াস কতটা জরুরি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের