ইবিতে নিয়োগের টাইপটেস্ট গ্রহণ স্থগিত

 

ইবি প্রতিনিধি।
ইমলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) “অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট” পদে নিয়োগের অনুষ্ঠিতব্য টাইপটেস্ট গ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকুরিপ্রতাশিদের দাবি বিভিন্ন রাজনৈতিক কারণে ও উপস্থিতিদের হট্টগোলে এই নিয়োগ স্থগিত করা হয়েছে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিতব্য টাইপটেস্ট হওয়ার কথা ছিল। এ নিয়ে সেখানে সকাল থেকেই চাকুরি প্রত্যাশিদের উপস্থিতি বাড়তে থাকে। তবে প্রশাসন কর্তৃক সকল আয়োজন করা হলেও বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে মানা করে একদল শিক্ষার্থী। সেসময় ভেতরে থাকা দুই একজনের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে টাইপটেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক অংশগ্রহণকারী জানান, সকাল থেকেই ভেতরের প্রবেশ দাঁড়ে উপস্থিত ছিল রাজনৈতিক কর্মীরা। তারপরো তাদের নজরের বাহিরে দিয়ে ভবনের মধ্যে প্রবেশ করে টাইপটেস্ট গ্রহণের কক্ষটির কাছে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে উপস্থিততিদের হট্টগোল শুরু করে ও ধাক্কা মেরে বের করে দেয় পরীক্ষায় অংশগ্রহণকারীদের। ততক্ষণ পর্যন্ত টাইপটেস্ট পরীক্ষার কক্ষটি তালাবদ্ধ ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিশ্ববিদ্যালয়ের সকলের সদয় অবগতির জন্য বিকেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তাতে অনিবার্য কারণে টাইপটেস্ট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নাটোরে ট্রাক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি চালক গ্রেফতার

নাটোরে ট্রাক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি চালক গ্রেফতার

নাটোর সংবাদদাতা:

নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মহির উদ্দিনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে তাকে আদালতে তোলা হবে। গতকাল বুধবার রাতে নাটোর সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

গতকাল সকাল সাড়ে ৯টার সময় বড়াইগ্রামের আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ আটজন নিহত হন। তাঁদের মধ্যে সাতজনই স্বজন, যাঁরা কুষ্টিয়ার দৌলতপুর থেকে হাসপাতালে ভর্তি এক স্বজনকে দেখতে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। এ ঘটনায় গতকাল নজরুল ইসলাম নামে নিহত একজনের স্বজন ট্রাকচালককে আসামি করে সড়ক নিরাপত্তা আইনে মামলা করেন।

বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, গতকাল রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে ট্রাকচালককে গ্রেপ্তারে মাঠে নামেন। তাঁরা গতকাল মধ্যরাতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চালক মহির উদ্দিনকে সদর উপজেলার বামনডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। রাতেই ট্রাকচালক মহিরকে বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির করা হবে।

র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ জানান, বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আইরমাড়ি ব্রীজ এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জগামী মাইক্রোবাসের সাতজন যাত্রী ও চালকসহ মোট আটজন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাকচালক মহির উদ্দিন গা ঢাকা দেয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়।

পরে তাকে বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে সিরাজগঞ্জে রুগী দেখতে যাচ্ছিলেন একই পরিবারের সাতজন। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আইরমাড়ি ব্রীজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মাইক্রোবাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচ নারী নিহত হন।

মাইক্রোবাসে থাকা অপর তিনজন গুরুতর আহত হলে উদ্ধার করে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। মাইক্রোবাসে থাকা চালকসহ মোট আটজনই মৃত্যুবরণ করেন।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ এলাকার জাহিদুল ইসলাম (৫৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৫০), বোন ইতি খাতুন (৪৮), চাচাতো বোন আনোয়ারা খাতুন (৫৫), চাচাতো ভাইয়ের স্ত্রী আনোয়ারা খাতুন (৫০), শ্বাশুড়ি আনজুমান আরাা খাতুন (৬৫) ও শ্যালিকা সীমা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসচালক শাহাবুদ্দিন আহমেদ (৪২)।

পরে রাতে সড়ক দুর্ঘটনায় নিহতদের এক আত্মীয় নজরুল ইসলাম বাদী হয়ে ট্রাক চালকের নামে বড়াইগ্রাম থানায় সড়ক নিরাপত্তা আইন-২০১৮ ধারায় একটি মামলা দায়ের করলে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ট্রাক চালককে আটক করে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন