ইবিতে নিয়োগের টাইপটেস্ট গ্রহণ স্থগিত

 

ইবি প্রতিনিধি।
ইমলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) “অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট” পদে নিয়োগের অনুষ্ঠিতব্য টাইপটেস্ট গ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকুরিপ্রতাশিদের দাবি বিভিন্ন রাজনৈতিক কারণে ও উপস্থিতিদের হট্টগোলে এই নিয়োগ স্থগিত করা হয়েছে।

জানা যায়, বুধবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিতব্য টাইপটেস্ট হওয়ার কথা ছিল। এ নিয়ে সেখানে সকাল থেকেই চাকুরি প্রত্যাশিদের উপস্থিতি বাড়তে থাকে। তবে প্রশাসন কর্তৃক সকল আয়োজন করা হলেও বিল্ডিংয়ের ভেতরে ঢুকতে মানা করে একদল শিক্ষার্থী। সেসময় ভেতরে থাকা দুই একজনের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে টাইপটেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক অংশগ্রহণকারী জানান, সকাল থেকেই ভেতরের প্রবেশ দাঁড়ে উপস্থিত ছিল রাজনৈতিক কর্মীরা। তারপরো তাদের নজরের বাহিরে দিয়ে ভবনের মধ্যে প্রবেশ করে টাইপটেস্ট গ্রহণের কক্ষটির কাছে পৌঁছাতে বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। পরীক্ষায় অংশগ্রহণকারীদের উপস্থিতি বাড়তে থাকলে উপস্থিততিদের হট্টগোল শুরু করে ও ধাক্কা মেরে বের করে দেয় পরীক্ষায় অংশগ্রহণকারীদের। ততক্ষণ পর্যন্ত টাইপটেস্ট পরীক্ষার কক্ষটি তালাবদ্ধ ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে বিশ্ববিদ্যালয়ের সকলের সদয় অবগতির জন্য বিকেলে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তাতে অনিবার্য কারণে টাইপটেস্ট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এবার সাবেক সেনাপ্রধানের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে চৌমুহনী পৌরসভার আলীপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ওই বাড়িতে সাবেক সেনাপ্রধানের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাবেদ ইউ আহমেদ বসবাস করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে শতাধিক যুবক লাঠিসোঁটা নিয়ে মঈন ইউ আহমেদের বাড়িতে হামলা চালায়। এসময় ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়। ড্রইংরুমের সোফায় আগুন ধরিয়ে দেওয়া হয়।

এর আগে একই ব্যক্তিরা চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তার হোসেন ফয়সলের বাড়িতেও ভাঙচুর করে। তবে বাড়িগুলোতে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম বলেন, এসব ভাঙচুর কিংবা অগ্নিসংযোগের ঘটনায় আমাদের সম্পৃক্ততা নেই। চৌমুহনীতে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হামলা ঘটছে বলে জেনেছি।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের