তারিখ লোড হচ্ছে...

শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ( ৬ অক্টোবর সোমবার) “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ।

শিশুদের অধিকার, সুরক্ষা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। বক্তাগণ বলেন,আমরা বিশ্বাস করি,“আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ।”

তাই তাদের জন্য নিরাপদ, ভালোবাসাময় ও সুযোগসমৃদ্ধ সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।

জামায়াত নেতাদের মারধর, বিএনপির ৪ নেতাকে শোকজ

স্টাফ রিপোর্টার:

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) রুমে তার সামনেই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমিরসহ চার নেতাকে বেধড়ক মারধর ঘটনায় বিএনপির চার নেতাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিএনপি।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে এ আদেশ দেওয়া হয়। এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি মঙ্গলবার রাতে সাংবাদিকদের হাতে আসে। এর আগে সোমবার বিকেলে ইউএনও মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে মারধরের ঘটনা ঘটে।

নোটিশে বলা হয়েছে, পাবনা জেলাধীন সুজানগর উপজেলা ইউএনওর কার্যালয়ে প্রবেশ করে হাঙ্গামা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র স্থানীয় নেতৃবৃন্দের সাথে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে সুজানগর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ মজিবর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাবু খা, বিএনপি নেতা মোহাম্মদ মানিক খা এবং সুজানগর এন. এ কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল খানের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে তাদেরকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম