সড়ক দুর্ঘটনায় প্রিয়বাংলার সাংবাদিক বিল্লাল মাহমুদ আহত

মো. শাহীনউজ্জামান

রাজধানী ঢাকার হাতিরঝিল সড়কে উল্টোপথ দিয়ে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী সাংবাদিক ও অভিনেতা বিল্লাল মাহমুদ (২৮) গুরুতর আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল সড়কের ২নং সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত বিল্লাল কে প্রথমে নিয়ে যাওয়া হয় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে। সেখান থেকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহত বিল্লাল ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ঢাকা দক্ষিণের সর্বাধিক জনপ্রিয় প্রিয়বাংলা নিউজ ২৪ এবং সাপ্তাহিক প্রিয়বাংলা পত্রিকায় কর্মরত। এছাড়াও তিনি ছোট ও বড় পর্দার একজন অভিনেতা। রাজধানীর মিরপুর-১১ তে থাকেন তিনি।

দুর্ঘটনার কথা বর্ণনা দিয়ে আহত বিল্লাল প্রিয়বাংলা নিউজ ২৪ কে জানান, সকালে মোটর সাইকেল চালিয়ে ওই সড়ক দিয়ে তিনি মগবাজারের দিকে যাচ্ছিলেন। হাতিরঝিলের ২নং সেতুর ঢাল দিয়ে নামার সময় ওয়ান ওয়ের সড়কের উল্টো দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে তার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে তিনি উড়ে গিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তিনি আরও জানান, মনে হচ্ছে মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এলাম। দুর্ঘটনায় আমার ডান হাত ভেঙে গেছে। বাম হাতেরও একটি আঙ্গুল ভেঙে গেছে। নাকমুখ ও ঠোঁট কেটেছে। এছাড়াও মাথায় আঘাত সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে জখম হয়েছে, কেটেছে ও ছিলেছে।

ডাক্তার আপাতত দুইহাত প্লাস্টার (ব্যান্ডেজ) করে দিয়েছেন। পরবর্তীতে অপারেশন লাগতে পারে বলে ডাক্তারের বরাত দিয়ে জানিয়েছেন বিল্লাল।

এ দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে প্রাইভেটকারের চালক সহ গাড়িতে থাকা সকলে তাদের গাড়িটি দুর্ঘটনাস্থলে রেখেই পালিয়ে গেছেন। সংবাদ পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও মোটর সাইকেলটি জব্দ করে থানায় নিয়ে গেছে।

এ ঘটনায় মধ্যরাত ১২টা পর্যন্ত প্রাইভেট-কারটির মালিকপক্ষের কেউ থানায় আসেনি বা আহতের কোনো খোঁজ খবর নেয়নি বলে জানা গেছে।

উন্নত পুলিশ বাহিনী গড়তে ২০ বছরের পরিকল্পনা: আইজিপি

নিজস্ব প্রতিবেদক॥

উন্নত দেশের উপযোগী পুলিশ বাহিনী গড়ে তুলতে ২০ বছরের একটি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে নিউজ ডট পুলিশ ডট গভ ডট বিডি নামে একটি নিউজ পোর্টালের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নিউজ পোর্টালটির থাকবে পৃথক রিপোর্টিং টিম, যারা সবাই পুলিশের সদস্য। পুলিশ নিউজে সাংবাদিকতার গোল্ডেন রুলস অনুসরণ করে সংবাদ পরিবেশন করা হবে।’

পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে বলেও জানান আইজিপি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে বাংলায় নিউজ পোর্টালটি চালু হয়েছে। পরবর্তীতে আমরা ইংরেজি ভার্সন চালু করবো। মূলত পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে। এছাড়াও প্রতিদিন বাংলাদেশে অসংখ্য পজিটিভ সংবাদ থাকে, সেগুলোও তুলে ধরা হবে এখানে।

ড. বেনজীর আরো বলেন, ‘পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ অবাধ তথ্যপ্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে এ নিউজ পোর্টাল। আমি যখন ডিএমপি কমিশনার ছিলাম তখন সরকারি দফতর হিসেবে প্রথমবারের মতো মিডিয়া সেন্টার করা হয়। সাংবাদিকদের সুবিধার্থে সেখানে ডেস্কটপ দেয়া হয়েছে, ওয়াই-ফাই, লাউঞ্জ করা হয়েছে। এছাড়াও আমি যখন র‍্যাব মহাপরিচালক (ডিজি) ছিলাম তখন সাংবাদিকদের সুবিধার্থে মিডিয়াপাড়ায় র‌্যাবের মিডিয়া সেন্টার করি। ডিএমপি নিউজ (https://dmpnews.org/) প্রতিষ্ঠা করেছি, এ পোর্টালটি এ পর্যন্ত ১৮ কোটি পাঠক ভিজিট করেছে।’

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম