গরু আনতে গিয়ে নিখোঁজ যুবক

ডেস্ক রিপোর্টঃ

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে রোববার রাতে সীমান্ত পার হওয়ার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।নিখোঁজ সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মইনুল ইসলামের ছেলে। দুর্লভপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইদুর রহমান জানান, সোহেল রানা কয়েকজন সহযোগীর সঙ্গে রোববার রাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যান। অন্যরা দেশে ফিরে এলেও সোহেল আর ফেরেননি। সোহেল রানার নিখোঁজের বিষয়টি প্রথমে গোপন রেখেছিল তার পরিবার। পরে বিষয়টি জানাজানি হয়।

আরেক ইউপি সদস্য( মো. সুমির) মঙ্গলবার সকালে বলেন, এখন পর্যন্ত সোহেল রানার কোনো খোঁজ পাওয়া যায়নি। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে এক বাংলাদেশি নিখোঁজের বিষয়টি স্থানীয় লোকজন আমাদের জানিয়েছেন। ঘটনাটি নিশ্চিত হওয়ার জন্য আমরা অনুসন্ধান চালাচ্ছি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে বিএসএফ জানিয়েছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

সখিপুরের ১’৭২ মিটার কাঁচা রাস্তাটি দ্রুত সংস্কার প্রয়োজন

আজিজুর রহমান বাবু। শরীয়তপুর প্রতিনিধি:

সখিপুরের আনু সরকারের কালভার্ট থেকে দরজি কান্দি ১’৭২ মিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে বিপর্যস্ত হয়ে পড়ে। বৃষ্টির সময় স্হানীয় জনগন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এমন কী জটিল রোগীর চিকিৎসায় জরুরী সেবা প্রদান করা কষ্টকর হয়ে পড়ে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন সরকার বলেন – ” রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত,শীত মৌসুমে চলাচল করা গেলেও বর্ষাকালে সম্পূর্ন চলাচল অনুপযোগী হয়ে পড়ে “।

উক্ত এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের কাছে রাস্তাটি যেন দ্রুত পাকাকরণ করে জনগনের দুর্ভোগ লাঘব করতে সচেষ্ট হবেন।

এই প্রসংগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইন্জিনিয়ার ওয়াসেল কবিরের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন – সমস্যাটি আমার নজরে এসেছে, অচিরেই গুরুত্বপূর্ণ বিষয়টি জনস্বার্থে অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা হবে।

এলাকাবাসীর প্রত্যাশা জনগুরুত্বপূর্ণ বিষয়টি জরুরী ভাবে পদক্ষেপ গ্রহণ করে দৈনন্দিন জীবনের ভিন্ন ভিন্ন কার্যক্রম পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করবেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম