আজও এক নম্বরে দূষিত ঢাকা

স্টাফ রিপোর্টার॥

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শনিবারও শীর্ষে রয়েছে ঢাকা। সকাল সাড়ে আটটায় ৩২৯ স্কোর নিয়ে এক নম্বরে স্থান হয় শহরটির, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়। এর আগে গতকাল শুক্রবারও ‘বিপজ্জনক’ ছিল ঢাকার বায়ু। সেদিন স্কোর ছিল ৩৩৫।

ঢাকার পরে ৩০৯ স্কোর নিয়ে দুই নম্বরে রয়েছে ঘানার শহর আক্রা, সেটিও বিপজ্জনক শ্রেণিতে পড়ে। ২১৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে চীনের বেইজিং। আজ দূষিত বায়ুর শহরের এ তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২০০।পঞ্চম ভারতের দিল্লি (স্কোর ১৮৮), ষষ্ঠ মুম্বাই (স্কোর ১৮৭)।

এর পরের স্থানগুলোতে রয়েছে চীনের সেনইয়াং, মঙ্গোলিয়ার উলানবাটর, উত্তর মেসিডোনিয়ার কোজে এবং দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। এবার শীতকালে (ডিসেম্বর ও জানুয়ারি) দূষিত বায়ুর শহরের তালিকায় বেশিরভাগ দিনই ঢাকা শীর্ষে ছিল। এ সময়ে বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’, বিপজ্জনক অবস্থায়। শীত শেষে বসন্তে এসেও খারাপ অবস্থায় পরিবর্তন হয়।

 

আটক হয়েও ছারা পেলেন লেকভিউ বারের মালিক মুক্তার

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর কিংফিশার রেস্টুরেন্টের ও লেকভিউ বারের মালিক মুক্তার হোসেনকে আটকের পর ছেড়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (২৩ সেপ্টেম্বর) দেশত্যাগের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ডিবি পুলিশে হস্তান্তর করা হয়।

তবে আটকের পরও মাদক মামলার এই আসামিকে ছেড়ে দিতে বাধ্য হয় ডিবি পুলিশ।

কারণ, উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন মুক্তার হোসেন। জামিনের নথি দেখিয়েই ডিবি পুলিশের কাছ থেকে মুক্ত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আকরামুল হোসেন। তিনি বলেন, বিমানবন্দরের ইমগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করেন।

পরে তারা ডিবি পুলিশকে খবর দেওয়া হয়।

মুক্তার হোসেন মাদক মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। সে কাগজ দেখানোয় তাকে ছেড়ে দেওয়া হয় বলেও জানান এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর উত্তরার লেকভিউ বারে ডিবি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ করে। ওই রাতে মুক্তারের গুলশানের বারেও অভিযান চালানো হয়। পরে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় মুক্তারকে আসামি করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান