ঢভ্কল এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

জুয়েল রানাঃ

ঢাকা মহানগর পুরাতন গাড়ী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ( ঢভ্কল) এর ১৩ তম বার্ষিক সভা ও মিলাদ মাহফিল আজ ১৬ এপ্রিল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ অনুষ্ঠিত হয়েছে।

ঢভ্কল এর সভাপতি কাজী মহিদুল ইসলাম এর সভাপতিত্বে এই বার্ষিক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢভ্কল এর সাধারণ সম্পাদক বায়োজিত হোসেন সুজন।

সভাপতি’র বক্তব্যে কাজী মহিদুল ইসলাম বলেন,
পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের এই ব্যবসাটিকে এখনো অবহেলার চোখে দেখা হয়। এই অবস্থার পরিবর্তন দরকার, আমাদের অধিকার আমাদের মর্যাদা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি আরও বলেন, সকল ব্যবসায়ীদের এক ছাতার নিচে একত্রিত করে বাণিজ্যিক মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে একটি বাণিজ্যিক সংগঠন প্রতিষ্ঠা করতে চাই। এরপর তিনি বাণিজ্যিক সংগঠনের সুবিধা সমূহ নিয়ে আলাপ-আলোচনা করেন এবং সংগঠনের উন্নয়নমূলক ও প্রয়োজনীয় নানা দিক তুলে ধরেন।

ঢাভ্কল এর সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন সুজন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সংগঠনের উন্নয়নমূলক নানা এজেন্ডা উপস্থাপন করেন এবং সদস্যগণের প্রকাশ্যে মতামত গ্রহণ করেন। সদস্যগণের মতামতের ভিত্তিতে সংগঠনের উন্নয়নমূলক এজেন্ডাগুলো চূড়ান্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন-
ঢাভ্কল এর সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম সম্পাদক হাজী মোঃ হানিফ মোল্লা, কোষাধক্ষ্য মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-
ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ খোকন প্রধান, মোঃ ফয়সাল আহম্মেদ, কে এফ রহমান হীরা, শ্রী খগেন বাবু, জসীম উদ্দীন দিপু ও মীর আতাহারুল ইসলাম সহ সংগঠনের সর্বস্তরের সদস্য।
অনুষ্ঠান শেষে সন্মানিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি কাজী মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন সুজন।

হাতকড়াসহ থানার টাওয়ারে আসামি

স্টাফ রিপোর্টার॥

থানার টাওয়ারে হাতকড়া পরা যুবক (বামে) ও তাকে নামার অনুরোধ করছে পুলিশ।

আলী রেজা রাজু,ঢাকা: হাতকড়াসহ থানার ওয়ারলেস টাওয়ারে আসামি। টাওয়ারের নিচে অবস্থানরত পুলিশ সদস্যরা তাকে নামানোর চেষ্টা করছেন। পুলিশ সদস্যদের চেষ্টায় কাজ না হওয়ায় ডাকা হয় ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিসের চেষ্টাও নামেননি সেই যুবক। অবশেষে ডাকা হলো যুবকের পরিবারের সদস্যদের। পরে মায়ের অনুরোধে টাওয়ার থেকে নেমে আসেন আসামি। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে সাভার মডেল থানায়।
থানা সূত্রে জানা যায়, সাভার রেডিও কলোনি এলাকার একটি বাসায় চুরি করার সময় বাড়ির সদস্যদের হাতে আটক হন মমিন নামের ওই যুবক। পরে সাভার মডেল থানার উপপরিদর্শক বাদলের নেতৃত্বে দুপুর দেড়টার দিকে একদল পুলিশ সেখানে গিয়ে থানায় নিয়ে আসে মমিনকে। কিন্তু থানায় আসার পর পুলিশের কাছ থেকে ছুটে থানা প্রাঙ্গণে অবস্থিত ওয়ারলেস টাওয়ারে উঠে যায় মমিন। ছেড়ে দেওয়া না হলে টাওয়ার থেকে লাফিয়ে প্রাণনাশের হুমকিও দেন তিনি। পরে ফায়ার সার্ভিসকে ডাকা হয় মমিনকে উদ্ধারের জন্য। পাশাপাশি পরিবারের সদস্যদেরও ডাকা হয়।
অবশেষে মমিনের মা ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে বুঝালে প্রায় আড়াই ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে নেমে আসে মমিন। জানতে চাইলে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম বলেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবক থানার ওয়ারলেস টাওয়ারে উঠেছে এমন খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। ওই যুবক অনেক উপরে উঠেছিল। টাওয়ারটি পুরাতন হওয়ায় যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা ছিল। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। পরে তার মাকে ডেকে আনা হলে মায়ের অনুরোধে যুবকটি বিকেল সাড়ে ৪টার দিকে নিচে নেমে আসেন,যোগ করেন তিনি। ওই যুবক হাতকড়াসহ টাওয়ারে উঠেছিল কি না, জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, হাতকড়া পরা অবস্থায় তিনি টাওয়ারে উঠেছিলেন। তাকে জেলে পাঠানো হবে এমন ভয় থেকে পুলিশকে ফাঁকি দিতেই তিনি টাওয়ারে উঠেছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়াওই যুবক মানসিক ভারসাম্যহীন। আটক করে থানায় আনার পর তিনি ওয়্যারলেস টাওয়ারে উঠে যান।

সবা:স:জু-৮৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান