নানার বাসায় বেড়াতে এসে ধর্ষণের শিকার সাড়ে আট বছরের কন্যা শিশু।

 

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রথম শ্রেণীর এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ জুন) এই ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। ঘটনাটি ঘটে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবার ডাঙ্গাপাড়া এলাকায়। অভিযুক্তরা হলেন- একই এলাকার শাহা আলমের ছেলে নয়ন ইসলাম ও আব্দুল বারেকের ছেলে কামাল হোসেন।

মেয়েটির মা বলেন, গত রবিবার (৪ জুন) মেয়েটি তার মা এবং দুই ভাইসহ নানা বাড়িতে বেড়াতে আসেন। বুধবার (৭ মে) বিকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এই সময় নয়ন ও কামাল মেয়েটিকে খেলার কথা বলে পার্শ্ববর্তী বাঁশঝাড়ে নিয়ে গিয়ে মেয়েটির প্যান্ট খুলে নেয়। পরে কামাল ও নয়ন মেয়েটিকে পর্যায়ক্রমে ধর্ষণ চেষ্টা করে।

মেয়েটি কান্নাকাটি শুরু করলে নয়ন ও কামাল তাকে বিষয়টি বাসায় না জানাতে হুমকি দেয়। এতে মেয়েটি ভয় পেয়ে বাসায় কাউকে ঘটনার দিন কিছু বলেনি। শুক্রবার (৯ জুন) মেয়েটির যৌনাঙ্গে ব্যাথা শুরু হলে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। ঘটনার বিবরণ শুনে মেয়েকে নিয়ে তার মা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. বনশ্রী রায় প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।

সদর ইউনিয়ন চেয়ারম্যান আশরাফুল আলম এমু বলেন, বিষয়টি শুনে আমি স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগীর সাথে দেখা করেছি। শিশুটি আমাকে ঘটনার বিবরণ জানালে তাৎক্ষণিক আমি বিষয়টি পুলিশকে জানাই।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল হোসেন বলেন, আমরা এজাহার পেয়েছি। আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এনসিপি নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

এনসিপি নেতার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম সংবাদদাতা:

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে ৫ লাখ টাকা নেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের সাবেক সদস্যসচিব নিজাম উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। রবিবার (১০ আগস্ট) সন্ধ্যার দিকে আরেকজনের সঙ্গে কথোপকথনের ভিডিওটি ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজাম উদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায়, যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয়।

শুরুতে আফতাব হোসেন বলেন যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে, তখন কী করব জবাবে নিজাম উদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাব। তোমারে দিছে, টাকা দিছে এ পাশ থেকে হ্যাঁ ভাই জবাব দেন আফতাব। তখন নিজাম বলেন কত দিয়েছে কত লাখ এমন প্রশ্নে আফতাব বলেন পাঁচ। এরপর নিজাম উদ্দিন বলেন আন্দোলন বন্ধ করার জন্য। তখন আফতাব বলেন, হ্যাঁ। নিজাম এরপর বলেন আরও বেশি নিতা প্রেশার দিয়ে। তখন আফতাব বলেন, না ভাই, আমার তো ফ্যামিলি মেম্বার, কিভাবে বলি। নিজাম বলেন, এখন কি আন্দোলন বন্ধ করতে হবে। তখন আফতাব বলেন, ওনারা তো বলল এমনই।

নিজাম বলেন, তোমরা দেখো ওর থেকে আরো পাঁচ লাখ নিতে পারো কি না, নিতে পারলে ওদের আমি এনে, রোহান, মীরদের এনে কিছু একটা দিয়ে দিলাম। তখন আফতাব বলেন, কত। নিজাম বলেন, টেন। ওনাদের কাছে এত ছোট ডিমান্ড করতেছ কেন, তুমি বিষয়টা জানাবে না আমারে। এরপর আফতাব জানাচ্ছি বলে ফোন রেখে দেন।
এই আফতাব হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ভিডিওটি সাত-আট মাসের আগের।

যে ভিডিও করছে সে এই সম্পর্কে একটা বক্তব্য দেবে। ওনার বক্তব্যে বিষয়টি পরিষ্কার হবে। তিনি আরো বলেন, ভিডিওর কথাটা নিজের বলে স্বীকার করেন। আফতাবকে জোর করে বাধ্য করছে এমন করে কথা বলতে আমার সঙ্গে। ভিডিওর বিষয়ে আফতাব হোসেন রিফাত বলেন, বন্দর কেন্দ্রীক ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে আমাকে নিয়ে। ঘটনটা শুরু হয় মে মাসের ৩০ তারিখ থেকে। জয় আমাকে ফোন দিয়ে ডেকে নেয়। সঙ্গে ২৫ থেকে ৩০ জনকে নিয়ে এসে মারধর শুরু করে। এরপর নিজাম ভাইকে কল দিতে বলে। এরপর তারা জোরপূর্বক ভাইরাল হওয়া ভিডিওটি করে। নিজাম ভাইয়ের সঙ্গে আমরা সব সময় এমন দুষ্টুমি করি। নিজাম ভাই ভাবছে দুষ্টুমি করে চাঁদার কথা বলছি। নিজাম ভাইও আমার কথার প্রেক্ষিতে কথা বলেছেন।

তবে ভিডিওটি বন্দর কেন্দ্রীক কোন আন্দোলনের বিষয়ে কথা বলা হচ্ছে তা নিশ্চিত হতে পারেনি কালের কণ্ঠ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম