হোমনায় কুমিল্লা-২ আসনের আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা-২ সংসদীয় আসনের হোমনা-মেঘনা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জুন,২০২৩) বিকাল ৩ ঘটিকার সময় হোমনা উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামিলীগ কর্তৃক আয়োজিত মনিরুজ্জামান টিপু এর সঞ্চালনায় এ অনুষ্ঠানটি সূচনা করা হয়।

হোমনা উপজেলা আওয়ামিলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন শিশির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম। মেঘনা উপজেলা আ’লীগের সভাপতি ও আসন বাস্তবায়নের সভাপতি মো.শফিকুল আলম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল গাফফার দাউদ, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন আকাশ, উপদেষ্টা হোসেন মনির, মেঘনা উপজেলা আ’যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি শামীম। আরও উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মো.সিদ্দিকুর রহমান আবুল। হোমনা-মেঘনার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও সামাজিক সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

এ সময় দুই উপজেলার আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন বক্তব্য রাখেন এবং আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অঙ্গীকারে আবদ্ধ হন।

নোয়াখালী সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ভোগান্তিতে রেখে ডাক্তাররা কাটলেন কেক

 

নিজস্ব প্রতিবেদকঃ

স্বাস্থ্য কমপ্লেক্সে লাইনে থাকা রোগীদের সেবা না দিয়ে বর্ষপূর্তির কেক কাটতে যাওয়ার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। এতে দুই ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। এই ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

ঘটনাটি গত ২২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের। অভিযুক্ত ডাক্তারের নাম মহিবুস সালাম সবুজ।

জানা গেছে, সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সের যোগ দেওয়ার এক বছর পূর্তি হয় ডা. সবুজের। এ উপলক্ষে উদযাপন করতে কেক কাটতে যান তিনি। সহকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত হয়ে পড়েন।

এর ফলে টিকিট কেটে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েন ভোগান্তিতে। দুপুর ১২টা থেকে ২টা, টানা দুই ঘণ্টা অপেক্ষা করতে হয় রোগীদের। অনেকে ডাক্তার না দেখিয়েই চলে যান।

এমন দুর্দশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভুক্তভোগী পোস্ট দিলে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

আয়েশা আক্তার (৩০) নামের এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, ‘বর্ষপূতি পালনে অন্যান্য ডাক্তারসহ কর্মচারীরা ব্যস্ত ছিলেন। ফলে চিকিৎসা না নিয়েই বাসায় চলে আসি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মহিবুস সালাম সবুজ ‘রোগী দেখে ফোন করবেন’ বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালীর সিভিল সার্জন মাসুম ইফতেখার বলেন, ‘এই বিষয়ে আমাদের তদন্ত চলছে। রিপোর্ট এলে ব্যবস্থা নেওয়া হবে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম