ফুটফুটে সুন্দর চেহারাটাই রোহানের ব্লাকমেইলিং ব্যবসার হাতিয়া

 

বিশেষ প্রতিবেদন

: ইনোসেন্ট চেহারাটি ইস্তেমাল করে সরল মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে, ফাঁদে ফেলে একপর্যায়ে ব্লাকমেলিং শুরু করে, এমন অভিযোগ মিলেছে একাধিক ভুক্তভোগী মেয়েদের কাছ থেকে। তাদের মতে, এই যুবক মূলত ইন্টারনেটের বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে। তারা আরও জানায়, তার ভাগ্নি মোনেনার সহায়তার এভাবে সংগ্রহ করা মেয়েদের নিয়ে ঢাকা বরিশাল লাইনের লঞ্চে লঞ্চে আমোদ ফুর্তির কাজে লাগায়। অবলা নারী দিয়ে চালায় গোপন দেহব্যবসা।

রোহান খান (৩১), স্থায়ী ঠিকানা: বরিশাল ঝালকাঠি, বর্তমান ঠিকানা: গাবতলী দিয়াবাড়ি চাড়াবাগ, পেশায় একজন গার্মেন্ট শ্রমিক। ফুটফুটে সুন্দর রোহান খান দেখতে যেমন সুন্দর তথ্য মতে তার চরিত্রটি ঠিক তার উল্টো! সে তার সুন্দর চেহারাটির বিভিন্ন ছবি ও ভিডিও ফেইজবুক, টিকটক, ইমো ব্যবহার করে প্রথমে প্রচার করে যা দেখে তার প্রেমের ফাঁদে পা দেয় অবুঝ উঠতি বয়সের কিশোরী ও যুবতীরা। পরে সে তাদের সাথে একপর্যায়ে শুরু করে অডিও ও ভিডিও সেক্স। সরল মেয়েরা বুঝতে না পেরে এক সময় ফেঁসে যায়, তখন মুক্তিপণ হিসেবে সে তাদের দিয়ে শুরু করে রমরমা দেহব্যবসা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক মেয়েরা একজন রিপোর্টারের মাধ্যমে জানায় যে মেয়েদের পটিয়ে তাদের সাথে অবৈধ সম্পর্কের ভিডিও তৈরি করে একপর্যায়ে তা দেখিয়ে ব্লাকমেইল করে জোর করে ফেইজবুক লাইভ করিয়ে, ইমুতে দেশী-বিদেশী বিভিন্ন লোকের সাথে ভিডিও সেক্স করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই রোহানের কাজ।

এভাবেই রোহানের ব্লাকমেইলের শিকার অপর এক ভুক্তভোগীর নাম আয়েশা খন্দকার(২৪)। আয়শা জানায়, ৫ বছর আগে তাকে আটকে রেখে ফেইজবুকে লাইভ করানো হয়, একসময় সেই ফাঁদ থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন। আয়শা নিজের স্বামী-সন্তান নিয়ে ভালো থাকার আসায় নতুন জীবন গড়ে তুললে পরে সেই জীবনেও ঘটে রোহানের অবৈধ অনুপ্রবেশ এবং নানান ভাবে তাকে ব্লাকমেইলের শিকার হয়ে একপর্যায়ে নিজের সংসার থেকে চলে যেতে হয়।

আয়শা জানায়, তাকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, সেই সাথে পুনরায় তার পুরোনো ভিডিও গণমাধ্যম ছড়িয়ে দিয়ে তাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আয়শা এছাড়াও খন্দকার জানান যে এমতাবস্থায় সে ঘটনার বিবরণ দিয়ে কদমতলী থানায় একটি জিডি করেন (জিডি নং ৯৭ তারিখ ২/৫/২৩)। এবিষয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় যথাযথ পদক্ষেপ নিবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে আয়শা জানান।

ওদিকে ভুক্তভোগীকে প্রকাশ্যে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলার হুমকি এখনও চলমান রয়েছে, এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ডিসি মহোদয়কে জানানো হলে পরে তারা তাকে বলেন যে এখনো তদন্ত শেষ হয় নি, ‘আপনি সাইবারে যোগাযোগ করুন’ কিন্তু আয়েশা খন্দকার ভীষণ বিপাকে সে বাঁচতে চায়।

আয়শা খন্দকার প্রতিবেদকের সাথে অনেক কান্নাকাটি করে বলেন, “একোন দেশে আমরা বসবাস করি! আমাদের দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কি জানেন যে আমাদের দেশের পুলিশ প্রশাসনের তদন্তের নামে আসলে কি গাফেলতি চলে!?”

আয়শা জানে না সাইবার কি, কোথায় গিয়ে তাকে অভিযোগ দিতে হবে, তার ভয় যাবার পথে যদি তাকে আবার তুলে নিয়ে যাওয়া হয়!? যদি তারা তাকে খুন করে ফেলে!?

আয়শার আবেদন, “আমি ভীষণ বিপদে আছি, যেকোনো মুহূর্তে আমার জীবন শেষ হয়ে যেতে পারে, ওদিকে পুলিশ প্রশাসনের তদন্তের শেষ হয় না। ওই চক্রের হাতে আমি যদি গুম হয়ে তাই বা তারা যদি আমাকে ধরে নিয়ে গিয়ে দেহব্যবসায় বিদেশে পাঠিয়ে দেয় বা খুন করে ফেলে এবং তারপর আমার লাশ উদ্ধার করার পরেও কি তাদের সেই তদন্ত চলমান থাকবে? একজন মেয়েকে ব্লাকমেইল করে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে ওদিকে পুলিশ প্রশাসনের তদন্তের শেষ হয় না, আমাকে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে যেতে বলে, আসলে আমার কি করা উচিত? আমার এই বাঙ্গালী ও নারী জীবনের মানে কি!?”

অসহায় আয়শা খন্দকার এই প্রতিবেদকের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে তার জীবনের নিরাপত্তার জন্য আকুল আবেদন জানান।

থার্টি ফার্স্ট নাইটে ফানুস-পটকা উৎসবে ২ শিশু দগ্ধ

স্টাফ রিপোর্টারঃ 

রাজধানীতে থার্টি ফার্স্ট নাইটে ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে ফানুস ও আতশবাজি পোড়ানোর ঘটনায় দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান।

বুধবার (১ জানুয়ারি) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে জানা যায়, ইংরেজি নতুন বছর বরণে পটকা ফোটানোর কারণে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে একজনের নাম ফারহান (৮)। তার শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরেক শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিস্তারিত ঘটনা জানা যায়নি।

আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বলেন, নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফোটানোর কারণে তারা দগ্ধ হয়েছে।

এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। পাশাপাশি, সব বার বন্ধ রাখা এবং হোটেলগুলোর সীমিত পরিসরে অনুষ্ঠান আয়োজনের শর্ত জারি করা হয়। তবে বাস্তবে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে। এর পাশাপাশি ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাউন্ড বক্সের মাধ্যমে উচ্চ স্বরে গান বাজানো চলমান থাকে বলে জানিয়েছেন বেশ কয়েকজন রাজধানীবাসী।

 

সবা:স:জু- ৫৭৬/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের