দীর্ঘ প্রতীক্ষার পর ১১ সদস্য বিশিষ্ট ঢাকা প্রেসক্লাবের কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার:

সাংবাদিক ও গণমাধ্যমের প্রাণের সংগঠন বলা হয় প্রেসক্লাবকে। বিশেষ করে সেটা যদি হয় রাজধানীর বুকে “ঢাকা প্রেসক্লাব।” এই “ঢাকা প্রেসক্লাব” অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ ৩৬ বছরে পদার্পন করেছে। রাজধানীতে কয়েকটি অপ সাংবাদিক গ্রুপ এই ঢাকা প্রেসক্লাবের নামে সমাজসেবা অফিস সহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে ফায়দা লোটার চেষ্টা করে। কিন্তু সমাজসেবায় কর্মরত কর্মকর্তারা তদন্তের মাধ্যমে সত্যটা বের করে
গত ৩১-০৮-২০২৩ তারিখে প্রেসক্লাবের নতুন ১১ সদস্য বিশিষ্ট কমিটিকে অনুমোদন দেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়, ঢাকা কর্তৃক অনুমোদন দিয়েছে। যার স্মারক নং- ৪১.০১.২৬.০০০২৮.৫১৩.৪৭, ১৪০৮।
উক্ত কমিটির সভাপতি – দীপংকর গৌতম ও সাধারণ সম্পাদক- সাদেক মুহাম্মদ (পাভেল)।

একনজরে সকল পদের দায়িত্বশীলবৃন্দ হলেন:

দীপংকর গৌতম – সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম- সহ-সভাপতি, মঞ্জুর হোসেন মজুমদার -সহ সভাপতি, সাদেক মাহমুদ (পাভেল) -সাধারণ সম্পাদক, মোঃ আওলাদ হোসেন- যুগ্ম সম্পাদক, মোহাম্মদ মাসুদ -অর্থ সম্পাদক, বাপ্পাদিত্য বসু- প্রচার ও গবেষনা সম্পাদক, মোঃ মাইনুল ইসলাম- দপ্তর সম্পাদক, আলাউদ্দিন আহমেদ – সমাজকল্যান, ত্রান ও পুর্নবাসন সম্পাদক, নাজমুল আহম্মেদ তৌফিক -সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহবুবুর রহমান (পলাশ) – নির্বাহী সদস্য।

এযাবতকালে ঢাকা প্রেসক্লাবের নামে অনেকে অনেক যায়গায় বহু ছলচাতুরী ও জালিয়াতির অপচেষ্টা করেছে। অবশ্য ঢাকাসহ সারাদেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো নামে – বেনামে বহু প্রেসক্লাব গড়ে উঠেছে। ঢাকা প্রেসক্লাবের এবারের এই কমিটির অনুমোদনের মাধ্যমে সকল ধরনের ছলচাতুরীর অবসান ঘটবে বলে আশা করা যাচ্ছে।

আলাপ পে’র সঙ্গে মেট্রোরেলের পেমেন্ট সংযুক্তির পরিকল্পনা

স্টাফ রিপোর্টারঃ

রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবার মেট্রোরেল ও অন্যান্য ইউটিলিটি পেমেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে নিজেদের ওয়ালেট ‘আলাপ পে’র সঙ্গে। নিজেদের গ্রাহকরা যেন একক উইন্ডোতে অনায়াসে বিভিন্ন ধরনের ইউটিলিটি পেমেন্ট পরিষেবা নিতে পারেন, সেজন্যই এমন পরিকল্পনা নিয়ে কাজ করতে চাচ্ছে বিটিসিএল।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, মেট্রোরেল, ফ্লাইওভার ও ব্রিজের মতো সেবার অর্থ প্রদানে আলাপ ওয়ালেটের মাধ্যমে সমন্বিত করার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে বিটিসিএলের।

তিনি বলেন, আলাপ ওয়ালেটের মাধ্যমে বিদ্যুৎ ও পানির ইউটিলিটি বিল পরিশোধ করারও পরিকল্পনাও রয়েছে বিটিসিএলের।

এই পদক্ষেপের সঙ্গে সংশ্লিষ্ট বিটিসিএল কর্মকর্তারা বলেছেন, তারা কীভাবে পরিষেবাগুলোর প্রস্তাব করতে পারেন তা নির্ধারণ করতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে আলোচনা করছেন।

প্রাথমিকভাবে বিটিসিএল তাদের ল্যান্ডফোন বিল পরিশোধের জন্য গ্রাহকদের সুবিধার্থে তাদের ওয়ালেট ‘আলাপ পে’ তৈরি করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ল্যান্ডফোন অপারেটরটি একটি অনন্য গ্রাহকের নম্বরের মাধ্যমে যে কোনো মোবাইল বা ল্যান্ডফোনে কল করার সুবিধাসহ ২০২১ সালের মার্চ মাসে ওভার-দ্য টপ (ওটিটি) কলিং অ্যাপ্লিকেশন ‘আলাপ’ চালু করে।

 

সবা:স:জু- ৬২০/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান