রুম টু রিড এর উদ্যোগে কন্যা শিশু দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার:

“বিনিয়োগে অগ্রাধিকার,কন্যাশিশুর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রুম টু রিড বাংলাদেশ এ বছর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০২৩ উদযাপন করতে যাচ্ছে।

শনিবার (২১ অক্টোবর) বেলা ২ টায় আর্ন্তজাতিক কন্যাশিশু দিবস উদযাপনকে কেন্দ্র করে পাড়াডগাড় আইডিয়াল স্কুল এন্ড কলেজ বিদ্যালয় প্রাঙ্গনে রুম টু রিড এর উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রোগ্রামটি অরগানাইজ করেন সোস্যাল মোবিলাইজার নাসরিন জাহান এবং নাসরিন আক্তার।আরো উপস্থিত ছিলেন রুম টু রিডের পক্ষ থেকে প্রোগ্রাম অফিসার তাহমিনা তৈয়ব এবং প্রোগ্রাম এসোসিয়েট নাজনীন আফরোজ। বিশেষ বক্তা হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন পাড়াডগাড় আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জজ কোর্ট এর সিনিয়র আইনজীবী ও নীহারিকা ওপেন স্কাউট গ্রুপ এর গ্রুপ লীডার এডভোকেট মোঃ হানিফ,

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য, মঞ্চনাটক, গান পরিবেশন করেন আগত শিক্ষার্থীরা।

পছন্দের দলের জার্সি না কিনে অসহায়দের দিলেন শীতবস্ত্র!

রায়হান হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধিঃ-

সারাদেশে কাতার বিশ্বকাপের রঙ ছড়াচ্ছে সকল বয়সিদের মাঝে। নিজের পছন্দের দলকে জানান দিতে পরছেন জার্সিও। কিন্তুু এমন আমেজে নিজের পছন্দের দলের  জার্সি না কিনে সেই টাকায় শীতবস্ত্র কিনে অসহায়কে দিলেন মো.আলাউদ্দিন রিয়াজ নামের একজন। যদিও বিশ্বকাপের এমন আমেজের সময় মানবসেবার এই কার্যক্রম কারও মনে রাখার কথাও নয়।

গত ১৯ নভেম্বর মো. আলাউদ্দিন রিয়াজ নিজে ফেসবুক ওয়ালে শীতবস্ত্র নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ভাবছিলাম আমি যে দল সাপোর্ট করি তার একটা জার্সি কিনব। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ঠিক করলাম, সেই টাকা দিয়ে অথবা আরও কিছু টাকা যোগ করে এক দুইজন অসহায় মানুষকে শীতের জামা কিনে দিব। ঠিক আমি সেটাই করেছি, ইনশাল্লাহ।

তিনি আরও লিখেন, আমি স্বল্প বেতনের চাকরি করি, তাই আমি দুইজনকে দিয়েছি। আপনারা যারা ভালো অবস্থানে আছেন,  আপনারা চাইলে আরও ভালো কিছু করতে পারেন। অসহায় মানুষের পাশে দাঁড়ান, দেখবেন মনে শান্তি আসবে।

খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা গণপূর্ত বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারি মো. আলাউদ্দিন রিয়াজ। তিনি এর আগে গণপূর্ত বিভাগ, চট্টগ্রাম ও খাগড়াছড়ি গণপূর্ত উপ বিভাগেও কর্মরত ছিলেন।

জার্সি না কিনে সেই টাকা দিয়ে অসহায় দুই জনকে শীতের কাপড় দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি সবুজ বাংলাদেশকে বলেন, আসলে কখন যে কি হয়ে যায় সেটা কেউই জানে না। আমি কিনতে চাইলাম জার্সি, কিনলাম দুইজনের জন্য শীতের কাপড়। তবে দিতে পেরে আমার কাছে শান্তি লাগছে।

জানা গেছে, এর আগেও করোনাকালীন সময়ে তিনি সাধ্যমতে বহু সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এদিকে তার এই ছোট ছোট অসামান্য কর্মকান্ডগুলো যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান