নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কুমিল্লা ৫ আসনের প্রার্থীকে জরিমানা

মারুফ হোসেন:

কুমিল্লা ৫ (বুড়িচং- বিপাড়া) আসনের আওয়ামী লীগের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান এর পক্ষ্যে নৌকার শ্লোগান দিয়ে প্রচারণা চালিয়ে মতবিনিময় সভা করায় জরিমানা গুনতে হয়েছে। কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর মাদ্রাসায় আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কার স্লোগান ও মতবিনিময় সভা করায় নির্বাচনী আইনবিধি লংঘনে এড. আবুল হাসেম খান এমপির উপস্থিতিতে ৫০০০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

শনিবর (৯ ডিসেম্বর) বিকালে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বুড়িচংয়ের গোসাইপুরে নৌকার পক্ষ্যে স্লোগান ও মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করায় উপজেলা নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছামিউল ইসলাম এ জরিমানা করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম বলেন সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বিধি ১২ লঙ্ঘনের দায়ে বিধি ১৮ অনুযায়ী ৫০০০ টাকা জরিমানা করা হয়।এবং তিনি আরও বলেন ভোট গ্রহণের তিন সপ্তাহে আগে কেউ নির্বাচনী প্রচারণা করলে তা আচরণ বিধিমালা লঙ্ঘন হয়।এ অভিযোগে যেকোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমান করা হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সম্মেলনে কমিটি ঘোষণা ও স্মরণিকার মোড়ক উন্মোচন

নিজেস্ব প্রতিবেদকঃ
জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সম্মেলনে কমিটি ঘোষণা অনুমোদন ও ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে স্মরণিকা মোড়ক উন্মোচন।
(৫ ডিসেম্বর ২০২৪) মঙ্গলবার বিকেলে জমজম টাওয়ার গোল্ডেন স্পুনের কনভেনশন হল রুমে কুমিল্লা জেলা কমিটির নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতি তে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংবাদিক সংস্থা কুমিল্লা জেলা সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরুণ ও সঞ্চালনায় করেন সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশীদ শাঈন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ,জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা প্রধান উপদেষ্টা ও সিটিভি নিউজ২৪ সম্পাদক ওমর ফারুকী তাপস,উপদেষ্টা ও কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাদিক হোসেন মামুন,
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাহাবুব আলম চপল,ভিক্টোরিয়া কলেজের সহকারি অধ্যাপক মোঃ শিপন মিয়া।বিশিষ্ট ব্যবসায়ী ও উপদেষ্টা রবিউল হক শামীম। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ বাবর হোসেন,আব্দুল আউয়াল সরকার,ফেরদৌস মাহমুদ মিঠু,মোঃ মনোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, ইকবাল হোসেন,মোঃ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন এনসি জুয়েল,আয়শা আক্তার,বুড়িচং উপজেলা সভাপতি সৌরভ মাহমুদ হারুন ও সাধারণ সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, ব্রাহ্মণপাড়া সভাপতি হারুন অর রশিদ,সাবেক সভাপতি সাইফুল ইসলাম,দেবিদ্বার উপজেলা সভাপতি ময়নাল হোসেন ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সাগর,বরুড়া উপজেলা সভাপতি এম এ কুদ্দুছ মজুমদার, সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির,মুরাদনগর উপজেলার সভাপতি এ.কে.আই জাবেদ,মোঃ রায়হান চৌধুরী। উক্ত সম্মেলনে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেন এর রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠান শেষে জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ ও সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সুমন সহ ৪১ সদস্য কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম