রাজধানীর শ্যামপুরে বাসা বাড়িতে চলছে জুয়ার আসর

 

স্টার রিপোর্টার:

ঘটনা সূত্রে জানা যায় ১২৫/১ ক পশ্চিম জুরাইন তুলাবাগিচা, কানার মাঠ, ওয়ার্ড নং ৫৪, শ্যামপুরে শহীদ মিয়ার বাড়িতে পাঁচ তলার ৫/এ ফ্লাটে সেলিম হোসেন নামের এক ব্যক্তি রিক্সাওয়ালাদের দৈনিক ৩০ টাকা মূল্যে বাসায় থাকার সুযোগ দেন, রাত এগারোটার পর ওই সকল রিকশাওয়ালাদের নিয়ে এবং বহিরাগত বিভিন্ন জোয়ারীদের নিয়ে জমে উঠে জুয়ার আসর, প্রতিদিন একশ টাকা করে পকেটে ঢুকায় স্বয়ং বাসা ভাড়া দেয়া ঐ সেলিম সাহেব, বাসার ম্যানেজারকে সঙ্গে নিয়ে সুকৌশলে চালিয়ে যাচ্ছে ওই জুয়ার বোর্ড জুয়ার আসরে বসে টাকা শেষ হলেও কোন চিন্তা নেই জুয়ারের কারণ সুদের টাকার যোগানও দেন সেলিম নিজেই গাজার ব্যবস্থাসহ ফ্ল্যাটে রয়েছে বিভিন্ন রকম মাদকদ্রব্যের যোগান এতে নিঃস্ব হচ্ছে রিক্সাওয়ালা সহ বিভিন্ন নিম্ন পেশার মানুষ, কিন্তু রাতারাতি ধনী বনে যাওয়া সেলিম নামক পিচাশ রয়েছে ধরাছোঁয়ার বাইরে, এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকের একটা চৌকস টিম ওইখানে গেলে সেলিম প্রথমে অস্বীকার করলেও রুমের ভেতর দেখা মিলে তাস সহ লুডুর ছক ও বিভিন্ন হিসাবের খাতা এক পর্যায়ে সেলিম জানায় বাড়ির ম্যানেজারসহ কিছু লোককে ম্যানেজ করে তিনি এটা চালায়, এ বিষয়ে স্থানীয় লোকেরা ওই জুয়ার বোর্ড বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আইনগত সহায়তা প্রার্থনা করেন এবং উক্ত জুয়ার বোর্ডের কারণে অনেক মানুষ নিঃস্ব হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে তাই এই জুয়ার বোর্ড বন্ধসহ সেলিমকে শাস্তির আওতায় আনতে জোর দাবি করেন স্থানীয় লোকজন ও সচেতন মহল।

হোমনায় ১ কেজি গাঁজাসহ এক মাদককারবারি আটক

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনা ইপজেলায় বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ।আটককৃত মাদককারবারি দাউদকান্দি থানার নৈয়াইর গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে সাঈদ আনোয়ার (২১)।

শুক্রবার (১ই সেপ্টেম্বর) রাতে হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর মহসীন মাসুদ রানা ও ওসি জয়নাল আবেদীন নির্দেশনায় এসআই তৌহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মাথাভাঙা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, আটকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম