বুড়িচংয়ে এক প্রবাসীকে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার বুড়িচং উপজেলার বারেশ্বর গ্রামের কুয়েত প্রবাসী রুবেল মিয়া কে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর গ্রামে।

জানা গেছে জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর বারেশ্বর গ্রামের জজু মিয়ার ছেলে রুবেল মিয়া দীর্ঘদিন ৮ বছর পর তিনি কুয়েতে চাকুরী ( প্রবাসী) করে দেশে আসছেন গত ১৪ এপ্রিল ছুটি নিয়ে।

দেশে আসার পর রুবেল মিয়া তার বাড়ির পাশের গোলাম কিবরিয়া খাঁন চৌধুরী থেকে প্রায় ৩৭ শতক জমি ক্রয় করেন। এই জমি ক্রয় না করতে পেরে প্রবাসী রুবেলের সঙ্গে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ বাঁধে একই এলাকার ৫-৬ জন প্রতিবেশীর। তারা
প্রবাসী রুবেল কে ঘায়েল ও সামাজিক ভাবে হেনস্তা করতে মাদকের মিথ্যা বানোয়াট মামলা দেয়া হয়েছে।
এদিকে প্রবাসী রুবেল অভিযোগ করে বলেন আমি এপ্রিল মাসে কুয়েত প্রবাস থেকে দেশের বাড়ীতে ছুটিতে আসি। আসার পর আমি গোলাম কিবরিয়া খাঁন চৌধুরী থেকে প্রায় ৩৭ শতক জমি ক্রয় করি। এজমি এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমাকে মিথ্যা বানোয়াট হয়রানি ও ক্ষতি সাধিত করতে আমার

বিরুদ্ধে বুড়িচং থানায় একটি সাজানো মাদকের অভিযোগ করে একই গ্রামের গোলাম জিলানী খাঁন চৌধুরী বাবুল, মোঃ সালাহউদ্দিন, মোঃ কালোন মিয়া, মোঃ কাউছার মিয়া, মোঃ অজুদ মিয়াসহ পাঁচ জন মিলে।
অভিযোগ করেই শেষ নয়, আমাকে এখন প্রান নাশের হুমকি ধমকী দিচ্ছে। তাদের অব্যহৃত ভাবে ভয়ভীতি প্রদর্শন করানোর কারনে আমি নিরাপত্তা হিনতায় ভোগছি। তিনি আরও বলেন আমি একজন দেশের রেমিট্যান্স যোদ্ধা। আমার বিরুদ্ধে মিথ্যা মাদকের যে অভিযোগ করেছে প্রশাসন তা তদন্ত করার জন্য সুদৃষ্টি কামনা করছি। প্রকৃত পক্ষে কারা মাদকের সঙ্গে জড়িত তা তদন্ত করলে সব কিছু এবং আসল রহস্য বের হয়ে আসবে।

কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

কুমিল্লায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

কুমিল্লা সাংবাদদাতা:

কুমিল্লার হোমনায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নালা দক্ষিণ গ্রামের জাকিয়া ও মমতাজ নামে দুই বোন এবং খোদেদাউদপুর গ্রামের রাশেদ মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

তিনি বলেন, বিকেল ৩টার দিকে ভবানীপুর ঘাটে খেয়া পারাপারের জন্য কয়েকজন যাত্রী অপেক্ষা করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদ মিয়াকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনিও মারা যান।

স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাওয়ার জন্য যাত্রীরা ঘাটে অপেক্ষা করছিলেন। তখন আকস্মিক বজ্রপাত তাদের ওপর আঘাত হানে।

হোমনা থানার উপপরিদর্শক (এসআই) জীবন বিশ্বাস বলেন, বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি