তারুণ্যের উৎসবে তারার মেলা

স্টাফ রিপোর্টার: 

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জমকালো আয়োজনে উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব ২০২৫’। এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটার।

রোববার (১ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তাদের সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই উৎসবে স্লোগান হলো ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’।

এদিন অনুষ্ঠানে ক্রিকেটারদের মধ্যে সবার আগে উপস্থিত হয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং তার দুই সতীর্থ জাহানারা খাতুন এবং মুর্শিদা খাতুন। তাদেরকে দেখতে সেফলি তুলতে ব্যস্ত হয়ে পড়ে উপস্থিত কলেজ শিক্ষার্থীরা।

এর মাঝেই প্রবেশ করেন টাইগার অধিনায়ক নাজমুল হোসান শান্ত। সেখানে বরিশালের মালিকের সঙ্গে বিপিএল নিয়ে আলোচনা করতে দেখা যায় তাকে। এরপর উপস্থিত হন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম।

এ ছাড়াও উপস্থিত হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বোর্ড কর্মকর্তারা।

 

সবা:স:জু- ২৩৭/২৪

সিডনি টেস্টের মাঝপথে হাসপাতালে বুমরাহ

খেলা ডেস্কঃ

নতুন বছরের শুরুতেই বড় দুঃসংবাদ পেলো ভারত ক্রিকেট দল। চলমান বর্ডার-গাভাস্কার ট্রফিতে রীতিমতো উড়ছিলেন জাসপ্রিত বুমরাহ। এবারের বর্ডার-গাভাস্কার ট্রফিতে তিনিই ভারতের সফলতম বোলার।রোহিত শর্মাকে বিশ্রাম দিয়ে বর্ডার-গাভাস্কার ট্রফির সিডনি টেস্টের নেতৃত্ব তুলে দেয়া হয়েছিল জাসপ্রিত বুমরাহর কাঁধে।

তবে দ্বিতীয় দিন মধ্যাহ্ন বিরতির পর চোট নিয়ে মাঠ ছেড়েছেন এ পেসার। হয়েছেন হাসপাতালেরও শরণাপন্ন। তাতে দুশ্চিন্তা বেড়েছে ভারতীয় শিবিরে।

সিডনিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ও পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। প্রথম দিন ব্যাটারদের ব্যর্থতায় ১৮৫ রানে আউট হলেও, দ্বিতীয় দিনে বোলাররা চমক দেখিয়ে দলকে ৪ রানের লিড এনে দিয়েছে।

তবে স্বস্তির দিনে বড় অস্বস্তি অধিনায়ক ও দলের তারকা পেসারের ইনজুরির শঙ্কা। দ্বিতীয় দিনের শুরু থেকেও চনমনে ছিলেন ‍বুমরাহ। আগের দিন উসমান খাজাকে আউট করার পর আজ শুরুতে সাজঘরের পথ ধরান মার্নাস লাবুশেনকে।

এদিন মধ্যাহ্ন বিরতির পর সতীর্থদের সঙ্গেই মাঠে নামেন বুমরাহ। তবে এক ওভার বল করার পরই চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। বুমরাহ কোথায় এবং কীভাবে চোট পেয়েছেন, তা জানা যায়নি। ভারতের পক্ষ থেকেও কিছু জানা যায়নি। সাজঘরে তাকে পরীক্ষা করেন ভারতের টিম চিকিৎসক। তার পর চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য তাকে সিডনির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যানের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে বুমরাহের চোট কতটা গুরুতর। তার অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট কোহলি। বুমরাহ মাঠ ছাড়লেও তার অনুপস্থিতি টের পেতে দেননি মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা ও নীতিশ কুমার রেড্ডি। তিন পেসার মিলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে ধস নামিয়েছে। তাতে ১৮১ রানে থেমেছে অজিদের প্রথম ইনিংস। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারত, সিরিজ সমতায় ফিরতে সিডনিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে।

 

সবা:স:জু- ৬২৯/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের