ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার:

রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় মোশাররফ হোসেন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অস্ত্রোপাচারের সময় তিনি মারা যান বলে জানিয়েছে স্বজনরা।

নিহতের স্বজনরা জানান, বুকে ব্যথ্যা নিয়ে এক সপ্তাহ আগে গ্রীণ লাইফ হাসপাতালে ডাক্তার দেখান মোশাররফ। পরে শনিবার অপারেশনের জন্য হাসপাতালে ভর্তি হন তিনি। অস্ত্রোপাচারের আগে মুহূর্তেও সুস্থ ছিলেন তিনি। তবে অস্ত্রোপাচার শেষে মোশাররফের নিথর দেহ বের করে আনা হয়।

তারা আরও জানান, শনিবার সন্ধ্যায় মোশাররফের মৃত্যু হলেও রাত সাড়ে ৯টা বাজে হাসপাতাল কর্তৃপক্ষ মৃত্যুর খবর জানায়। ঘটনাটি ধামাচাপা দিতে কর্তৃপক্ষ টাকা ও চাকরির প্রলোভন দেখায় বলেও অভিযোগ করেন স্বজনরা।

নিহতের ছেলে আতিকুর রহমান লিটু বলেন, অধ্যাপক মঞ্জুরুল আলমের অধীনে আমার বাবার অপারেশন হওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তার সহকারীরা বাবার অপারেশন করেছে।

নিহতের মেয়ে ফারজানা আক্তার বলেন, অস্ত্রোপাচার শুরু হওয়ার অনেকক্ষণ হয়ে গেলেও অধ্যাপক মঞ্জুরুল আলম থিয়াটারে আসেননি।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসার অবহেলায় মোশাররফের মৃত্যু হয়নি। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানেই তার অপারেশন করা হয়েছে।

এ ঘটনায় গ্রীন লাইফ হাসপাতালের গাফিলতি খতিয়ে দেখছে পুলিশ। কলাবাগান থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

 

সবা:স:জু- ৪৬৭/২৪

 

কখন কোন রঙের পোশাক পড়া উচিৎ

স্টাফ রিপোর্টার: 

রং দিয়ে যায় চেনা। রং সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। একেক মুডে আপনি একেক রঙের পোশাক বেছে নেন। আবার উল্টোটাও সত্যি। একেক রং আপনার মনে একেক অনুভূতির সৃষ্টি করে। এই যেমন গোলাপি রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সবুজ মন শান্ত রাখে। হলুদ আর লাল রং ক্ষুধার উদ্রেক করে।

প্রতিটি রঙের রয়েছে ভিন্ন ভিন্ন তরঙ্গদৈর্ঘ্য। তাই প্রতিটি রং আমাদের মস্তিষ্কে ভিন্ন উদ্দীপনা আর অনুভূতি সৃষ্টি করে। বড় পর্দার চরিত্রগুলোর কস্টিউম ডিজাইনে পোশাকের রং দিয়ে ব্যক্তির চরিত্র নির্মাণ করা হয়। শীতকাল ফ্যাশনিস্তাদের পছন্দের সময়। এই সময় তাঁরা নানা রঙের পছন্দসই নকশাদার পোশাকে নিজেদের মেলে ধরেন।

চট করে জেনে নেওয়া যাক কোন রঙের পোশাকে আপনাকে কেমন দেখাবে।

কালোঃ শীতে অনেকেই নির্দ্বিধায় কালো রঙের পোশাকের দিকে হাত বাড়ান। কালো রঙের পোশাকে আপনাকে প্রভাব বিস্তারকারী, ক্ষমতাবান আর রহস্যময় দেখাবে।

লালঃ নিজেকে অন্য সবার চেয়ে আলাদা করতে, আসরের মধ্যমণি হতে লাল পরুন। লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি হওয়ায় এটি দূর থেকে দেখা যায়। সহজেই আলাদা করে ফেলা যায়। ফলে লাল রঙের পোশাকে আপনাকে সবাই ‘নিরাপদ দূরত্ব’ থেকে লক্ষ্য করবে, তবে ভাব জমাতে আসবে না। লাল সাহস, যৌনতা ও উত্তেজনার রং। আপনি বিপজ্জনক, এমনও বার্তা দিতে পারে লাল রঙের পোশাক।

 

সাদাঃ সাদা রঙের পোশাকে কোথাও উপস্থিত হলে অন্যরা আপনাকে দেখবে নিষ্পাপ, নির্ভেজাল একজন ব্যক্তিত্ব হিসেবে।  

হলুদঃ হলুদ রঙের পোশাকে আপনাকে অন্যরা দেখবে আশাবাদী, সৃজনশীল, ফুরফুরে মেজাজের একজন মানুষ হিসেবে। কারও সঙ্গে ভাব জমাতে চাইলে হলুদ রঙের পোশাকে হাজির হোন।

 

সবুজঃ আপনি যদি রোগে ভোগেন আর দ্রুত সুস্থতা চান, তাহলে সবুজ রঙের পোশাক পরুন। রোগী দেখতে গেলেও সবুজ রঙের পোশাকে হাজির হতে পারেন। সবুজ নার্ভ শান্ত রাখতেও সাহায্য করে। ঠিক এ কারণেই অপারেশন থিয়েটারে ডাক্তারদের অ্যাপ্রনের রং সবুজ। সবুজ পোশাকে আপনি প্রকৃতির প্রতিনিধিত্ব করেন, নির্মলতার বার্তা দেন।

 

সবা:স:জু- ৪১৬/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আমতলীতে সাংবাদিক ও শিক্ষককে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান