আর নেই সাবেক সিইসি বিচারপতি আবদুর রউফ

স্টাফ রিপোর্টার: মারা গেছেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি আবদুর রউফ (৯২) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন তার একান্ত সহকারী তাওহিদ।

তিনি বলেন, সকাল দশটার দিকে মগবাজার ইনসাফ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিচারপতি আবদুর রউফ মারা গেছেন। পরিবারেরর সদস্যরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। দুই মাস ধরে তিনি অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিচারপতি আবদুর রউফ পঞ্চম সংসদ নির্বাচনের আগে সেই অন্তর্বর্তী সরকারের সময়ই প্রথমবারের মতো তিন সদস্যের ইসি পায় বাংলাদেশ। বিচারপতি সুলতান হোসেন খান সরে যাওয়ার পরদিন সিইসি হিসেবে যোগ দেন বিচারপতি মো. আবদুর রউফ।

নির্বাচন কমিশনার আমিনুর রহমান খান কয়েক দিনের মাথায় পদত্যাগ করলে তার জায়গায় আসেন বিচারপতি সৈয়দ মিছবাহ উদ্দিন হোসেন। তার সঙ্গী হন আগের কমিশনার বিচারপতি নঈম উদ্দিন আহমেদ।

ওই কমিশনের অধীনে পঞ্চম সংসদ নির্বাচন হয় ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি। সেই নির্বাচনে বিএনপি ১৪০ এবং আওয়ামী লীগ ৮৮ আসন পায়।

অন্তর্বর্তী সরকারের ওই সময়ে রউফ কমিশন নির্বাচনী আইনে ব্যাপক সংস্কার আনে, জারি করা হয় নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) অধ্যাদেশ।

বহু কাঙ্ক্ষিত সেই নির্বাচন করে প্রশংসিত হলেও ১৯৯৪ সালে বিএনপির শাসনামলে মাগুরা উপ নির্বাচন নিয়ে বিতর্কিত হন সিইসি রউফ।

মেয়াদ শেষ হওয়ার আট মাস আগেই সিইসির পদ ছেড়ে বিচারপতি মো. আবদুর রউফ ফিরে যান আবার আদালতে।

 

কখনো সচিব, কখনো সময় ও এটিএন টেলিভিশন এর  বড় কর্মকর্তা পরিচয়ে প্রতারণা

 

স্টাফ রিপোর্টার:

সংবাদমাধ্যমের আজ করুন অবস্থা বিরাজ করছে বিভিন্ন কারনে এর মাঝে আবার কতিপয় অশিক্ষিত ব্যাক্তি নিজেদের কে বড় বড় গণমাধ্যমের নাম বিক্রি করে এমন কোন অপরাধ নেই যে তারা জড়িয়ে না পরে তার কারনে সাধারণ মানুষকে কাছে সাংবাদিকরা এখন সাঙ্গাতিকে পরিনত হয়েছে,  এমনি একজন নাম শেখ তিতুমীর
নামে-বেনামে কিছু অনলাইন নিউজ পোর্টাল খোলে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের ভুয়া সনদ দেখিয়ে ৩০ হাজার থেকে শুরু করে মোটা অংকের টাকায় বিক্রি করে সাধারণ মানুষের কাছে।
সাধারণ মানুষকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা।
পত্রিকার সম্পাদক থেকে শুরু করে সংবাদকর্মী রেহাই পায়নি কেউই।

সৌদি আরব প্রবাসী ও একজন গণমাধ্যম কর্মী মোঃ জামাল হোসেন জানান, একটি পত্রিকা আমার নামে নিবন্ধন করিয়ে দিবে বলে ও পত্রিকা নিবন্ধনের ভুয়া সনদ দেখিয়ে প্রায় ৩০ হাজার টাকা নেন কথিত প্রতারক শেখ তিতুমীর। পরবর্তীতে আমি যাচাই করে দেখি আমি একটি প্রতারক চক্রের খপ্পরে পড়েছি।
তাদের বিরুদ্ধে কথা বলাই সকল জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে।

সর্বশেষ, একটি  পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক, মাহামুদুল কবির নয়ন এর সাথে একইভাবে প্রতারণা করতে আসার পরে সন্দেহ থেকে গভীর অনুসন্ধান করা হয় তার সম্পর্কে।

অনুসন্ধান টিমের নিখুঁত অনুসন্ধানে ধরা পড়ে এরা একটি বড় প্রতারক চক্র।
এই প্রতারক চক্রের সাথে চট্রগ্রামের একটি কোম্পানি সহ ঢাকার কয়েকজন হলুদ সাংবাদিকও জড়িত রয়েছে বলে জানা যায়।

তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানের প্রথম পর্ব দেখতে চোখ রাখুন

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের