দৌলতদিয়ার যৌনপল্লীর কথিত নেত্রী গেপ্তার

 

কাজী তানজীদুল রিফাত:

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযানে ২টি রয়েল ডাচ বিয়ার ও একটি বিদেশী মদের বোতলসহ দৌলতদিয়া যৌনপল্লীর শীর্ষ মাদক ব্যবসায়ী ঝুমুর বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং এর নিচ তলার ৭নং রুমের ভিতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ঝুমুর বেগম (৪২) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডলের গ্রামের মৃত সোনাই শেখের মেয়ে ও সাবেক দৌলতদিয়া ইউপির ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরের স্ত্রী।

জানা গেছে, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহাবুল করিম সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর দৌলতদিয়া রেলষ্টেশন সংলগ্ন হোটেল নিরালা বোডিং এর নিচ তলার ৭নম্বর রুমের ভিতর থেকে ঝুমুর বেগমকে ২টি রয়েল ডাচ বিয়ার ও একটি বিদেশী মদের বোতলসহ গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসী জানান, আগস্টের পূর্ববর্তী পর্যন্ত সে পুরো গোয়ালন্দে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতো এবং প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক ব্যবসা পরিচালিত করতো। ৫ই আগস্টের পরবর্তী সময়েও সে এই ব্যবসাটি গোপনে ধরে রাখার চেষ্টা করছে। তার‌ই ফলশ্রুতিতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সে তার বোর্ডিং এ অবস্থান করছে তার নিজ ৭নম্বর রুমের ভেতর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দুইটি মানব পাচার মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। আজ দুপুরে তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা, সেই যুবদল নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে আধিপত্য বিস্তার করতে উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেন। এরপরেই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেওয়ার অভিযোগ উঠে।

গতকাল শনিবার বিকেলে এমন চাঁদাবাজির ঘটনা ঘটে।

এদিকে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগে রাতেই যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা গেছে, বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু ব্যাপারীর ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্যসচিব।

স্থানীয়রা জানান, এমসি বাজারের আধিপত্য বিস্তার করতে শনিবার বিকেলে ওই নেতার নেতৃত্বে কর্মী-সমর্থকরা মুখে লাল কাপড় বেধেঁ অস্ত্রের মহড়া দেন। এ সময় ওই নেতা হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা দেন। এরপরেই অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে টাকাপয়সা লুটপাট করে নেওয়া হয় । এদিকে যুবদল নেতার চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়। দ্রুত সময়ে ওই চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা।

উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, ‘যুবদল নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হ্যান্ডমাইকে চাঁদাবাজির ঘোষণা সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। যুবদল কেন্দ্রীয় কমিটি বিষয়টি অবগত হয়। যার প্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলম পিন্টুকে যুবদলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের