টঙ্গীতে বিএনপি নেতার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ মোস্তফা মিয়া:টঙ্গী গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাধারন মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি ঈদ উপহার বিতরণ করেন।

শুক্রবার (২৮ শে মার্চ) সকালে টঙ্গীর এরশাদনগর ৪ নং ব্লকের টঙ্গী চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (টিসিইপি) মাঠ প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এস এম শাকিল পারভেজের সঞ্চালনায় বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু’র সার্বিক তত্ত্বাবধানে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি সাড়ে তিন হাজার নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ সময় কামরুল ইসলাম কামু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে স্থানীয় আওয়ামী লীগের দোসরা আমাকে রাজনৈতিকভাবে মিথ্যা হত্যা মামলাসহ একাধিক মামলা দিয়ে দীর্ঘ বছর জেল খাটিয়ে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। যদিও এখনো ষড়যন্ত্র থেমে নেই, দীর্ঘ বছর জেলে থাকার কারণে আমাকে রাজনীতির মাঠ থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পর আপনাদের ভালোবাসা ও আমার প্রতি আপনাদের জনপ্রিয়তা দেখে আমাদের দলীয় নেতারাই আমাকে প্রতিপক্ষ ভাবছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমি আজ আনন্দিত, সম্ভাবনাময় বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনাদের মাঝে এই উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত এবং আপনারা যদি এভাবে আমার পাশে আগামীতে এই ওয়ার্ডবাসীর জন্য সেবা করার সুযোগ দেন তাহলে এই ওয়ার্ড থেকে মাদক ও সন্ত্রাস নির্মল করে পরিকল্পিত একটি আধুনিক ওয়ার্ড আপনাদের উপহার দিবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, টঙ্গী পূর্ব থানা বিএনপির মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, ৪৯ নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের সভাপতি প্রার্থী লাইলী বেগমসহ অত্র ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টারঃ

দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছেন অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রোববার (১২ জানুয়ারি) জবি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশনে বসেন শিক্ষার্থীরা।

সকাল সাড়ে ৮টা থেকে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে তারা অনশনরত রয়েছেন। এই সময়ে তারা পানাহার থেকে বিরত রয়েছেন। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অনশনে অংশগ্রহণ করেছে বলে তারা জানান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী রাশিদুল ইসলাম জানান, ১৩ জন প্রাথমিকভাবে অনশনে বসেছি, অনশনকারীর সংখ্যা ক্রমেই বেড়ে ৫০ জনের মতো হয়েছে। আরও অনেক শিক্ষার্থী যুক্ত হবে।

সার্বিক পরিস্থিতি বিষয়ে তিনি বলেন, এখনো কেউ আসেনি কথা বলতে। দাবি না আদায় হওয়া পর্যন্ত যেই আসুক আমরা অনশন অব্যাহত রাখব। এখনো কেউ শারীরিকভাবে অসুস্থ হয়নি। সবাই সুস্থ আছেন। কিন্তু সবার মধ্যেই ক্লান্তি রয়েছে।

এর আগে সকাল সাড়ে ৮টায় তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই অনশনে বসেন। তাদের দাবিগুলো হলো- দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে হস্তান্তর করা; শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা; অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ ভাগ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

জবি গণঅধিকার পরিষদের সভাপতি কে এম রাকিব বলেন, আমরা ৩ দাবিতে গণ-অনশনে বসেছি। দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য যে বড় একটা আন্দোলন হলো এবং সেখানে মন্ত্রণালয় স্পষ্ট করে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারে কিন্তু আমরা দেখতে পাই প্রশাসনের এ ব্যাপারে কাজের কোনো অগ্রগতি নেই তাই আমরা গণ-অনশন কর্মসূচি ঘোষণা করেছি।

দর্শন বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র সুকুল বলেন, অস্থায়ী আবাসন ও সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে হবে যে কোনো মূল্যে। আমরা লালফিতার দৌরাত্ম্য দেখতে চাই না, চিঠি বিলির কাহিনি আর শুনতে চাই না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। দাবি আদায় না করে ঘরে ফিরব না।

আইন বিভাগের শিক্ষার্থী মো. রাকিব উল ইসলাম বলেন, জবির ক্যাম্পাস আমাদের অধিকার, অনুগ্রহ নয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা সীমাহীন জায়গা সংকট, অবকাঠামোর ঘাটতি, আবাসন সমস্যায় ভুগছি। পুরান ঢাকার অস্বাস্থ্যকর এবং জনবহুল পরিবেশে শিক্ষার মৌলিক চাহিদাগুলো কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর থেকেই আমরা নতুন ক্যাম্পাসের দাবি জানিয়ে আসছি। কিন্তু গত দুই দশকে আমরা শুধু আশ্বাস পেয়েছি, বাস্তবায়ন নয়।

এ বিষয়ে জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি পূরণের পেছনে আমরা সাধ্যমতো চেষ্টা করছি। শিক্ষার্থীদের দাবি মূলত আমাদের দাবির অংশ।

 

সবা:স:জু- ৭৫৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন