টঙ্গীতে বিএনপি নেতার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ মোস্তফা মিয়া:টঙ্গী গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাধারন মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি ঈদ উপহার বিতরণ করেন।

শুক্রবার (২৮ শে মার্চ) সকালে টঙ্গীর এরশাদনগর ৪ নং ব্লকের টঙ্গী চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (টিসিইপি) মাঠ প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এস এম শাকিল পারভেজের সঞ্চালনায় বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু’র সার্বিক তত্ত্বাবধানে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি সাড়ে তিন হাজার নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ সময় কামরুল ইসলাম কামু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে স্থানীয় আওয়ামী লীগের দোসরা আমাকে রাজনৈতিকভাবে মিথ্যা হত্যা মামলাসহ একাধিক মামলা দিয়ে দীর্ঘ বছর জেল খাটিয়ে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। যদিও এখনো ষড়যন্ত্র থেমে নেই, দীর্ঘ বছর জেলে থাকার কারণে আমাকে রাজনীতির মাঠ থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পর আপনাদের ভালোবাসা ও আমার প্রতি আপনাদের জনপ্রিয়তা দেখে আমাদের দলীয় নেতারাই আমাকে প্রতিপক্ষ ভাবছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমি আজ আনন্দিত, সম্ভাবনাময় বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনাদের মাঝে এই উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত এবং আপনারা যদি এভাবে আমার পাশে আগামীতে এই ওয়ার্ডবাসীর জন্য সেবা করার সুযোগ দেন তাহলে এই ওয়ার্ড থেকে মাদক ও সন্ত্রাস নির্মল করে পরিকল্পিত একটি আধুনিক ওয়ার্ড আপনাদের উপহার দিবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, টঙ্গী পূর্ব থানা বিএনপির মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, ৪৯ নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের সভাপতি প্রার্থী লাইলী বেগমসহ অত্র ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

বাসায় ডেকে যুবককে বলাৎকার, ক্ষুব্ধ হয়ে শ্বাসরোধে হত্যা

স্টাফ রিপোর্টার:

চাকরি দেওয়ার কথা বলে মাইদ হোসেন নামে এক যুবককে বাসায় নিয়ে আসেন আল আমীন নামে আরেক যুবক। রাতে ওই যুবককে নিজ কক্ষে ঘুমাতে বলেন আল আমীন।

সুযোগ বুঝে তাকে বলাৎকার করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেন মাইদ। পরে পাশের একটি কক্ষে লাশ রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে পালিয়ে যান তিনি।

গাজীপুর মহানগরের বাসন থানার পূর্ব চান্দনা এলাকায় ঘটে যাওয়া এ হত্যাকাণ্ডে জড়িত মাইদ হোসেনকে মঙ্গলবার (৮ এপ্রিল) গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দেয় অভিযুক্ত যুবক।

পিবিআইয়ের গাজীপুর জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ বুধবার সন্ধ্যায় এ সব তথ্য নিশ্চিত করেন।

পিবিআই জানায়, শেরপুর সদরের পাকুরিয়া ফকিরপাড়া আশ্রাব আলীর ছেলে আল আমীন পাঁচ বছর ধরে গাজীপুরের চান্দনা পূর্বপাড়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করেন এবং ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। ময়মনসিংহের হালুয়াঘাট খলিশাকুড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাইদ হোসেনকে গত শনিবার নিজের ভাড়া বাসায় নিয়ে আসেন আল আমীন। মাইদ হোসেনও পূর্ব চান্দনা এলাকায় বসবাস করত।

পিবিআই জানায়, রাতের তারা একই কক্ষে ঘুমান। শেষ রাতে মাইদকে বলাৎকার করেন আল আমীন। এতে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা পেঁচিয়ে আল আমীনকে হত্যার পর পাশের একটি কক্ষে লাশ রেখে পালিয়ে যান মাইদ। ঘর থেকে লাশের গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন।

গত সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় ওই দিনই নিহত আল আমীনের মা আকলিমা আক্তার বাদী হয়ে বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আল আমীন হত্যাকাণ্ডে জড়িত মাইদকে মঙ্গলবার শ্রীপুরের শৈলাট গ্রাম থেকে গ্রেপ্তার করে পিবিআই।

পিবিআই এর গাজীপুর জেলা পুলিশ সুপার বলেন, মঙ্গলবার রাতে তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান