আ.লীগকে সতর্কবার্তা দিলেন হাসনাত

স্টাফ রিপোর্টার:

সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের। এর মুখ্য ভূমিকায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।

রোববার (১১ মে) ভোরে তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন।

হাসনাত পোস্টে বলেন, ‌‘লীগ ধর, জেলে ভর’।

এর আগে শনিবার রাতে আওয়ামী লীগের নিষিদ্ধের খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া প্রতিক্রিয়ায় হাসনাত বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাসহ ছাত্র-জনতা ঘোষিত তিন দফার একটি দফা বাকি থাকা পর্যন্তও ছাত্র-জনতা রাজপথ ছাড়বে না।

তিনি বলেন, ‌‘তিন দফার একটি দফাও বাস্তবায়ন না হলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা পাঁচ আগস্টের অসমাপ্ত কাজ শেষ করতে এসেছি।’

হাসনাত বলেন, ‘এই দাবিগুলো আমাদের সংগ্রামের মূলমন্ত্র। এগুলো কোনো রাজনৈতিক ছক নয়, এটি শহীদের রক্তের বিনিময়ে গঠিত দাবি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধারা, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট:

দেশে চাঁদাবাজি মহামারির মতো শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে বৃষ্টি উপেক্ষা করে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিটি এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান নাহিদ ইসলাম। এনসিপি আহ্বায়ক বলেন, এলাকার ছোটখাটো পরিবর্তনের মাধ্যমেই দেশজুড়ে বদল আসবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টুসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে, মঙ্গলবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি।

নাহিদ বলেন, সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ সারা রাত নির্যাতন নিপীড়ন করে আবরার ফাহাদকে হত্যা করেছিল। আমরা শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত।

এসসিপি আহ্বায়ক বলেন, আবার যদি কোনো রাজনৈতিক দল আধিপত্যবাদের গোলাম হতে চায়। আমরা তার বিরুদ্ধে দাঁড়াব। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। গোলামী নয়, আজাদী চাই আমরা। ভারতের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি। আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে সার্বভৌমভাবে মর্যাদার সহিত আমরা দাঁড়াব। আমরা আমাদের রাজনীতি রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদের সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি।

তিনি আরও বলেন, যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে পারত না। তখন আবরার ফাহাদ আমাদের পানির ন্যায্য হিস্যা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেইস ময় ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলতে পারত না।

কথা বলা মাত্রই নির্যাতন করা হতো, হত্যা করা হতো উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সেই সময় আবরার ফাহাদ মুখ খুলেছিল। আমরা সেই শহীদ আবরার ফাহাদের পথ ধরে লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান, বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহবান জানাচ্ছি। শহীদ আবরার ও শহীদ ইয়ামিনের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন