বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ রিপোর্টার:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। যে কারণে সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিমির মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ৫০ কিমি পর্যন্ত বাড়ছে। নিম্নচাপ কেন্দ্রের এলাকায় সাগর উত্তাল রয়েছে।

এদিকে, নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস। এর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায়ও বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায়। এতে লোকজন ভোগান্তিতে পড়েছেন।

অন্যদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, শক্তিশালী পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়ের আওতায় পড়েছে দেশ। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি চলতি বছরের পঞ্চম বৃষ্টিবলয় ও প্রথম মৌসুমি বৃষ্টিবলয়। যা আগামী ৩ জুন (মঙ্গলবার) রংপুর হয়ে দেশ ত্যাগ করতে পারে।

বৃষ্টিবলয়ের কারণে ঢাকায় ১৭০-২২০ মিলিমিটার, খুলনায় ১৬০-২৫০ মিলিমিটার, বরিশাল বিভাগে ১৬০-২৫০ মিলিমিটার, সিলেটে ২০০-৩৫০ মিলিমিটার, ময়মনসিংহ বিভাগে ১৫০-২২০ মিলিমিটার, রাজশাহীতে ৮০-১৪০ মিলিমিটার, রংপুর বিভাগে ১৭০-৩০০ মিলিমিটার এবং চট্টগ্রাম বিভাগে ১৯০-৪০০ মিলিমিটার গড়ে বৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

বুড়িচংয়ে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ

মারুফ হোসেন:

মনগড়া পেশী শক্তি ও স্হানীয় প্রশাসনের মাধ্যমে জোরপূর্বক বসতবাড়ি দখল করে নিজস্ব অর্থায়নে রাস্তা করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে সরজমিনে গিয়ে দেখা যায় বাড়ির যাওয়ার জন্য সরকারি ভাবে একটি রাস্তা রয়েছে। কিন্তু ঐ রাস্তাটি ব্যবহার না করে দোকান নির্মাণ করেছে রাস্তার উপর।চলাচল ব্যাহত হলে মৃত নুরুল ইসলাম আবদুল হক মাস্টার এর নিজস্ব জমির উপর দিয়ে চলাচল শুরু হয়। কিন্তু হত ১৭ সেপ্টেম্বর ঐ সাময়িক ভাবে চলাচলের জন্য যে রাস্তা ব্যবহার করা হয়েছিল তার উপর জোরপূর্বক নিজস্ব অর্থায়নে ইটের সলিং রাস্তা করা হয়। এ নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায় যে জনগনের চলাচলের সরকারী রাস্তার (দাগ নং-৩৩৬) সঠিক অবস্থান নির্নয়ের জন্য মরহুম নুরুল ইসলাম আবদুল হক মাস্টার এর ছেলে মোহাম্মদ সুলায়মান আবেদন করেন। সোলেমান বলেন বুড়িচং উপজেলাধীন কোদালিয়া গদানগর মৌজার সাবেক দাগ নং- ২১৮, ২১৮/৫৭৭, ২২১ বর্তমান দাগ নং- ৩৮১, সর্বমোট ৩৬ শতক ভূমি ক্রয় সূত্রে আমার পিতা জনাব মোঃ নুরুল ইসলাম মালিক। যার দলিল নং- ৫৩২ তাং- ১৪/০৩/১৯৮৪ইং। আমার পিতা জনাব মোঃ নুরুল ইসলাম গত- ০৬/১০/২০২৪ইং তারিখে মৃত্যু বরণ করিলে ওয়ারিশ হিসাবে উক্ত জমি মালিক আমার মা ও আমরা ৪ ভাই ৩ বোন। উক্ত (৩৮১) দাগে ৩৬ শতক জায়গা থাকলেও স্থানীয় ভূমি পরিমাপকারী আমীন দ্বারা পরিমাপ করে আমাদের দখলে ৩৬ শতক জায়গা পাওয়া যায়নি, উক্ত ভূমির উত্তরে অর্ধাংশ ও পূর্বে সরকারী রাস্তা রয়েছে দাগ নং- ৩৩৬ সেই পূর্ব দিকে সরকারী রাস্তাটি মানচিত্রে যে অবস্থানে আছে বাস্তবে সে অবস্থানে না থেকে আমাদের খতিয়ানভুক্ত জমির উপর দিয়ে চলমান আছে। রাস্তার জায়গাটি সাবেক দাগ নং- ১৯৩, বর্তমান দাগ নং-৩৩৫ দাগের মালিক হাজী আবু তাহের, পিতা- সোনা মিয়া, সাং- কোদালিয়া, উপজেলা- বুড়িচং, জেলা- কুমিল্লা দখল করে রেখেছে। তাই জনসাধারণ আমাদের ভূমির উপর দিয়ে চলাচল করছে। এমতাবস্থায় সরকারী রাস্তার সঠিক অবস্থান সরকারী সার্ভেয়ার দ্বারা নির্নয় করে জনসাধারণের চলাচলের রাস্তা তৈরি করার জন্য আবেদন করেন।

সরজমিনে গিয়ে জানা যায় স্হানীয় আবু তাহের এর ছেলে দুলাল হোসেন ও মেহেদী হাসান নিলয় তার লাঠিওয়াল বাহিনী দিয়ে মৃত আবদুল হক মাস্টার এর ছেলেদের অনুপস্থিততে ১৭ সেপ্টেম্বর ১ দিনের মধ্যে জোরপূর্বক মালিকানা জমির উপর দিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা করে ফেলে। যা হতাহতের আশংকা দেখা দিয়েছে।এবং ৩৩৬ দাগে যেখানে সরকারি রাস্তা রয়েছে তার উপর একটি দোকান নির্মাণ করেছে । স্হানীয় সুশীল সমাজ এ কাজের জন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্হানীয় লোকজন বক্তব্যে বলেন এ বিষয়টি সমাধানের মাধ্যমে কাজ হলে ভালো হতো। এবং মৃত নুরুল ইসলাম আবদুল মাস্টার কে ফ্যাসিস্ট বলায় কথিত সাংবাদিক গোলাম কিবরিয়া এর বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন আমি অভিযোগ পেয়েছি। রাস্তা নির্মান নিয়ে অভিযোগ এসেছে।যদি নিজস্ব জায়গায় জোরপূর্বক রাস্তা করে থাকে তাহলে মামলা করতে পারে। তবে আমার নিকট যে অভিযোগ এসেছে এ নিয়ে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের