
মারুফ হোসেন:
মনগড়া পেশী শক্তি ও স্হানীয় প্রশাসনের মাধ্যমে জোরপূর্বক বসতবাড়ি দখল করে নিজস্ব অর্থায়নে রাস্তা করার অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে সরজমিনে গিয়ে দেখা যায় বাড়ির যাওয়ার জন্য সরকারি ভাবে একটি রাস্তা রয়েছে। কিন্তু ঐ রাস্তাটি ব্যবহার না করে দোকান নির্মাণ করেছে রাস্তার উপর।চলাচল ব্যাহত হলে মৃত নুরুল ইসলাম আবদুল হক মাস্টার এর নিজস্ব জমির উপর দিয়ে চলাচল শুরু হয়। কিন্তু হত ১৭ সেপ্টেম্বর ঐ সাময়িক ভাবে চলাচলের জন্য যে রাস্তা ব্যবহার করা হয়েছিল তার উপর জোরপূর্বক নিজস্ব অর্থায়নে ইটের সলিং রাস্তা করা হয়। এ নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায় যে জনগনের চলাচলের সরকারী রাস্তার (দাগ নং-৩৩৬) সঠিক অবস্থান নির্নয়ের জন্য মরহুম নুরুল ইসলাম আবদুল হক মাস্টার এর ছেলে মোহাম্মদ সুলায়মান আবেদন করেন। সোলেমান বলেন বুড়িচং উপজেলাধীন কোদালিয়া গদানগর মৌজার সাবেক দাগ নং- ২১৮, ২১৮/৫৭৭, ২২১ বর্তমান দাগ নং- ৩৮১, সর্বমোট ৩৬ শতক ভূমি ক্রয় সূত্রে আমার পিতা জনাব মোঃ নুরুল ইসলাম মালিক। যার দলিল নং- ৫৩২ তাং- ১৪/০৩/১৯৮৪ইং। আমার পিতা জনাব মোঃ নুরুল ইসলাম গত- ০৬/১০/২০২৪ইং তারিখে মৃত্যু বরণ করিলে ওয়ারিশ হিসাবে উক্ত জমি মালিক আমার মা ও আমরা ৪ ভাই ৩ বোন। উক্ত (৩৮১) দাগে ৩৬ শতক জায়গা থাকলেও স্থানীয় ভূমি পরিমাপকারী আমীন দ্বারা পরিমাপ করে আমাদের দখলে ৩৬ শতক জায়গা পাওয়া যায়নি, উক্ত ভূমির উত্তরে অর্ধাংশ ও পূর্বে সরকারী রাস্তা রয়েছে দাগ নং- ৩৩৬ সেই পূর্ব দিকে সরকারী রাস্তাটি মানচিত্রে যে অবস্থানে আছে বাস্তবে সে অবস্থানে না থেকে আমাদের খতিয়ানভুক্ত জমির উপর দিয়ে চলমান আছে। রাস্তার জায়গাটি সাবেক দাগ নং- ১৯৩, বর্তমান দাগ নং-৩৩৫ দাগের মালিক হাজী আবু তাহের, পিতা- সোনা মিয়া, সাং- কোদালিয়া, উপজেলা- বুড়িচং, জেলা- কুমিল্লা দখল করে রেখেছে। তাই জনসাধারণ আমাদের ভূমির উপর দিয়ে চলাচল করছে। এমতাবস্থায় সরকারী রাস্তার সঠিক অবস্থান সরকারী সার্ভেয়ার দ্বারা নির্নয় করে জনসাধারণের চলাচলের রাস্তা তৈরি করার জন্য আবেদন করেন।
সরজমিনে গিয়ে জানা যায় স্হানীয় আবু তাহের এর ছেলে দুলাল হোসেন ও মেহেদী হাসান নিলয় তার লাঠিওয়াল বাহিনী দিয়ে মৃত আবদুল হক মাস্টার এর ছেলেদের অনুপস্থিততে ১৭ সেপ্টেম্বর ১ দিনের মধ্যে জোরপূর্বক মালিকানা জমির উপর দিয়ে নিজস্ব অর্থায়নে রাস্তা করে ফেলে। যা হতাহতের আশংকা দেখা দিয়েছে।এবং ৩৩৬ দাগে যেখানে সরকারি রাস্তা রয়েছে তার উপর একটি দোকান নির্মাণ করেছে । স্হানীয় সুশীল সমাজ এ কাজের জন্য তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
স্হানীয় লোকজন বক্তব্যে বলেন এ বিষয়টি সমাধানের মাধ্যমে কাজ হলে ভালো হতো। এবং মৃত নুরুল ইসলাম আবদুল মাস্টার কে ফ্যাসিস্ট বলায় কথিত সাংবাদিক গোলাম কিবরিয়া এর বিরুদ্ধে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ নিয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন আমি অভিযোগ পেয়েছি। রাস্তা নির্মান নিয়ে অভিযোগ এসেছে।যদি নিজস্ব জায়গায় জোরপূর্বক রাস্তা করে থাকে তাহলে মামলা করতে পারে। তবে আমার নিকট যে অভিযোগ এসেছে এ নিয়ে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।