সিরাজদিখানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

সিরাজদিখানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হলো পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ – সংক্ষেপে পার্টনার প্রজেক্টের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মঙ্গলবার (০৮ জুলাই) সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক জনাব মোঃ আব্দুর রহিম।

মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্তের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র।

মুন্সীগঞ্জের জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সচিব চৈতী দেবনাথের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তারা কৃষির আধুনিকায়ন, জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি উদ্যোগ, পুষ্টিনির্ভর খাদ্য উৎপাদন এবং উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ফিল্ড স্কুলভিত্তিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

কংগ্রেস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি কৃষকের উৎপাদিত শস্য, সবজি ও ফলমূল নিয়ে দুটি বুথে প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ কাড়ে।

এসময় বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিশ্চয়তা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের পথ তৈরি করতে পার্টনার প্রকল্প কার্যকর ভূমিকা রাখছে।

গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কে যাচ্ছেন ইবির দুই শিক্ষার্থী

 

রেখা খাতুন, ইবি।
ইরাসমাস গবেষণা প্রকল্পের আওতায় তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আবু হুরাইরা ও বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আল আমিন।

বুধবার (৩০ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সেলের পরিচালক ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

এ বিষয়ে তিনি বলেন, তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে আগামী ফেব্রুয়ারি মাসে তারা অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের পাশাপাশি চারজন শিক্ষকও তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ের ইরাসমাস প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।

এ বিষয়ে শিক্ষার্থী আবু হুরায়রা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে পাশাপাশি তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এ রকম সুযোগের মধ্য দিয়ে আমরা গবেষণায় কাজে আরও আগ্রহী হতে পারবো বলে আমি মনে করি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি