আমতলী উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন

আমতলী উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন

মো: আল আমিন, আমতলী উপজেলা প্রতিনিধি:

বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। উপজেলার ডাক বাংলোর কনফারেন্স হলে কার্যনিবার্হী কমিটির সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে মো. সাইফুর রহমানকে সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৩ সদস্য বিশিষ্ট বসুন্ধরা শুভসংঘ আমতলী উপজেলা শাখার কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন-প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান, উপদেষ্টা মো. আল আমিন (বাবু), সহ-সভাপতি জোসেব মাহতাব, যুগ্ন সাধারন সম্পাদক মো. জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুক্তা রানি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট রেজাউল করিম রেজা , সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক গাজী নাসির, সমাজ কল্যাণ সম্পাদক টি.এম রেদওয়ান বায়েজিদ, নারী বিষয়ক সম্পাদক সাজেদা তালুকদার।

কার্যনির্বাহী সদস্যরা হলেন-মাহতাবুর রহমান, কামরুল হাসান সাইমুন, এইচ. এম. রাসেল, রিপন মুন্সি, ফখরুদ্দীন তইসিন, মো. সাইফুল ইসলাম, রেজাউল করীম হাদী, মাসুম বিল্লাহ্, মো. ইমরান হোসাইন, কামরুজ্জামান জয়, মো. আবু বকর নকীব, মো. আল আমিন কাজী, মো. তাওহিদুল ইসলাম, নির্মলেন্দু মিত্র, মো. সেলিম খান, বিপ্লব হাওলাদার, মো. নাজমুল হাসান, মোহনা আক্তার বৈশাখী, ফারজানা আক্তার, মো. নাজিম উদ্দিন, মো. নাইম ইসলাম, মো. হাবিবুর রহমান।

চরভদ্রাসন উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘর-বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি

অনলাইন ডেস্কঃ

ফরিদপুরর চরভদ্রাসন উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে তিন জন আহত হওয়ার পাশাপাশি ঘর বাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত বয়ে যাওয়া এ ঝড়ে ৫৫টির অধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান জানান, তার ইউনিয়নের বেড়িবাঁধের উপর বসবাসরত হাজীডাঙ্গী ও বালিয়াডাঙ্গী গ্রামে ২০টি টিনের দোচালা ঘর ও কিছু ফলজ ও বনজ গাছের ক্ষতি হয়েছে।

চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান বদু মৃধা জানান, তার ইউনিয়ে ৩৩টি টিনের দোচালা ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতোমধ্যে বাড়ি বাড়ি যেয়ে ব্যক্তিগত তহবিল হতে তিনি সকল পরিবারে প্রত্যেককে দুই হাজার করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন। এর মধ্যে চর কালিকাপুর ২৫টি, গোপালপুর ৫টি ও চরকল্যাণপুর গ্রামে ৩টি ঘর ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলি জানান, তার ইউনিয়নে নতুন ডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ক্লাস রুমের বারান্দার চাল ঝড়ে উড়িয়ে অন্যত্র নিয়ে ফেলেছে। এছাড়া কলা বাগান, পাকা ধান, সব্জি ও ভুট্টা ক্ষেতের ক্ষতি হয়েছে।

চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির জানান, তার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির আংশিক ও ৬ নম্বর ওয়ার্ডে ২টি বাড়ি ঝড়ে সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি ভুট্টা ও কলা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

চরভদ্রাসন হাসপাতাল সূত্র জানায়, ঝড়ের সময় দেয়াল ধসে উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামের আব্দুল হালিম, যশোরের শ্যামনগর থানার মহিনুর ও পাইকগাছার অসিনা নামে তিন জন আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে ফরিদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।

ফসলের ক্ষতির বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন বলেন, চরাঞ্চলের প্রায় ২০ হেক্টর জমির পরিপক্ক ভুট্টার আংশিক ক্ষতি হয়েছে। এর মধ্যে কিছু নতুন রোপণ করা কিছু গাছ ও রয়েছে।

ক্ষতিগ্রস্থ পরিবারে সহায়তা প্রদানের বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন, ইতোমধ্যে চেয়ারম্যানদের নিকট হতে ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করা হয়েছে। খুব শীঘ্রই জেলা প্রশাসকের কার্যালয় হতে ক্ষতিগ্রস্থ পরিবারে সাধ্যমত সহায়তা প্রদান করা হবে।

সূত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান