শেখ হাসিনার গাড়ির চালকরাও নেন প্লট বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক॥

ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে রাষ্ট্রীয় অবদানের নামে শতাধিক প্লট বরাদ্দের পেছনে ব্যাপক অনিয়মের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দপ্তরের ১৫ জন গাড়িচালকের নামেও প্লট বরাদ্দের চিঠি পাঠানো হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৩ জুলাই) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে এসব তথ্য উঠে আসে। পরদিন আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সংস্থাটির জনসংযোগ বিভাগ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘জাতীয় পর্যায়ে অসামান্য অবদান’র ছায়ায় রাজউকের আওতাধীন ঝিলমিল আবাসিক প্রকল্পে শতাধিক প্লট দেওয়া হয়েছে যাদের অনেকেই প্রকৃতপক্ষে এসব অবদানের সঙ্গে সংশ্লিষ্ট নন। বিশেষ করে শেখ হাসিনার দপ্তরের ১৫ জন গাড়িচালকের অনুকূলে তিন ও পাঁচ কাঠা করে প্লট বরাদ্দের নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে রাজউক চেয়ারম্যানকে ১৫ জন গাড়িচালকের নামে প্লট বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রতি দুইজন চালকের জন্য একটি তিন কাঠার প্লট এবং তিনজন চালকের জন্য একটি পাঁচ কাঠার প্লট বরাদ্দ দিতে হবে।

গাড়িচালক যাদের নাম রয়েছে:

প্লট পাওয়া চালক হলেন— ভিভিআইপি গাড়িচালক সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, ভিডিআইপি অ্যাম্বুলেন্সচালক নূরুল ইসলাম লিটন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গাড়িচালক রাজন মাদবর, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবের গাড়িচালক মাহবুব হোসেন, একান্ত সচিব-১-এর গাড়িচালক মো. শাহীন, একান্ত সচিব-২-এর গাড়িচালক মতিউর রহমান, সহকারী একান্ত সচিব-১-এর গাড়িচালক নূর হোসেন বেপারী, সহকারী একান্ত সচিব-২-এর গাড়িচালক বোরহান উদ্দিন, বিশেষ সহকারীর (মশিউর রহমান হুমায়ুন) গাড়িচালক বেলাল হোসেন।

তাছাড়া চিফ ফটোগ্রাফারের গাড়িচালক মিজানুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১-এর গাড়িচালক বাচ্চু হাওলাদার, তার একান্ত সচিব-১-এর শাখার নথিপত্র পরিবহনের দায়িত্বে নিয়োজিত গাড়িচালক নুরুল আলম, বিশেষ সহকারীর (ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া) গাড়িচালক নুরনবী (ইমন) এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২-এর গাড়িচালক মো. শাহীন।

তবে এই চালকরা প্রকৃতপক্ষে প্লট পেয়েছেন কি না, তা নিশ্চিত করে জানাতে পারেনি দুদক এনফোর্সমেন্ট টিম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘সম্ভবত তারা পেয়েছেন, কারণ সেই সময় সরকার ছিল আওয়ামী লীগের। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না; তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, পূর্বাচলে প্লট বরাদ্দের নথিপত্র পর্যালোচনার সময় ২০০৯ সালের বরাদ্দ নীতিমালার আলোকে ৯৩৪টি প্লট বরাদ্দের তথ্য পাওয়া গেছে। কিন্তু নীতিমালার ১৩(এ) ধারাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা লঙ্ঘন করে এসব বরাদ্দ দেওয়া হয়েছে বলেও প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

তিনি বলেন, ‘এনফোর্সমেন্ট টিম পুরো বিষয়টির বিস্তারিত রেকর্ডপত্র বিশ্লেষণ করছে। পর্যবেক্ষণের পর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে।’

দুদক সূত্র বলছে, তদন্ত প্রসারিত হলে আরও বিস্তৃত অনিয়মের চিত্র সামনে আসতে পারে।

এখনো স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥

দীর্ঘ ৬ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের যানচলাচল স্বাভাবিক হয়নি। সকাল হতে তীব্র এই যানজট সৃষ্টির ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী এবং যানবাহন চালকরা। বিশেষ করে বেকায়দায় রয়েছে শিশু এবং অসুস্থ রোগীরা।
বুধবার (১ অক্টোবর) সকাল সাড় ৯টা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধীরে ধীরে গাড়ি চলতে দেখা গেছে।

জানা গেছে, বৃষ্টি এবং দড়িকান্দি এলাকায় গাড়ি বিকল হওয়ায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। যানজটের কারণে অনেকেই হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
যানজটে আটকে থাকা রহমান আলী জানান, দীর্ঘ ২ ঘণ্টায় তিনি সাইনবোর্ড থেকে কাঁচপুর পর্যন্ত পৌঁছেছেন। তার গন্তব্য কুমিল্লায়।

ইয়াছিন আরাফাত নামের যাত্রী বলেন, ঢাকা থেকে মোগরাপাড়া যেতে ৩ ঘণ্টার মতো সময় লাগছে। অনেকক্ষণ ধরে মদনপুর বসে আছি। গাড়ি থেমে থেমে এতটুকু এসেছি।
এ বিষয় শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, দড়িকান্দি এলাকায় বড় একটি গাড়ি বিকল হওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এর পাশাপাশি পূজা উপলক্ষে গাড়িরও দ্বিগুণ চাপ রয়েছে। সবমিলিয়ে গাড়ির চাপ বাড়তি রয়েছে। তবে বর্তমানে যানজট ছুটে গেছে। ধীরে ধীরে গাড়ি পারাপার হচ্ছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বৃষ্টির পাশাপাশি গাড়ির দ্বিগুণ চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন ছুটে গেছে। আমরা সড়কে অবস্থান করছি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন