৫ কোটি টাকার সম্পদ লেনদেন ১৫৯ কোটি: দুদকের মামলা

৫ কোটি টাকার সম্পদ লেনদেন ১৫৯ কোটি: দুদকের মামলা

বিনোদন ডেস্ক:

প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ ও ১৫৯ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৯ জুলাই) মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায় সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা ভোগদখলে রাখেন। পাশাপাশি তিনি নিজ নামে খোলা ১৯টি ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা ও ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেন, যা মিলিয়ে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন।

এসব অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৫ সেপ্টেম্বর টানা পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর গ্রেফতার হন। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে জয়লাভের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সর্বোচ্চ ২ জন বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন

সর্বোচ্চ ২ জন বিমানবন্দরে যাত্রীর সঙ্গে প্রবেশ করতে পারবেন

ডেস্ক রিপোর্ট:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের বিদায় ও স্বাগত জানানোর ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী ২৭ জুলাই (রবিবার) থেকে যাত্রীপ্রতি সর্বোচ্চ দুইজন ব্যক্তি বিমানবন্দরের নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপারচার ড্রাইভওয়ে ও এরাইভাল ক্যানোপি এলাকায় অতিরিক্ত ভিড়, যানজট এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের স্বাভাবিক যাতায়াত বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন স্বজন বা সঙ্গী বিমানবন্দরের অভ্যন্তরীণ নির্ধারিত এলাকায় প্রবেশের অনুমতি পাবেন। অতিরিক্ত ব্যক্তির প্রবেশ সীমিত ও নিয়ন্ত্রিত থাকবে।

বিমানবন্দর এলাকায় আগত সকলকে সুশৃঙ্খলভাবে চলাচলের পাশাপাশি কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা বাহিনী এবং ট্রাফিক ব্যবস্থাপনার সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা বাস্তবায়নের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী ও তাদের স্বজনের আগমনে বিমানবন্দরের প্রবেশপথে ভিড় ও জটলা তৈরি হয়। নতুন নিয়ম কার্যকর হলে এ পরিস্থিতি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, দেশের অন্যতম ব্যস্ত এই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দেশি-বিদেশি হাজারো যাত্রী যাতায়াত করেন। ঈদ, ছুটির দিন কিংবা পর্যটন মৌসুমে যাত্রীর সংখ্যা আরও বাড়ে। এতে যানজট ও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয় বলে জানান সংশ্লিষ্টরা। নতুন এই ব্যবস্থা এসব সমস্যা নিরসনে কার্যকর হবে বলেও আশা করছেন বিমানবন্দর কর্তৃপক্ষ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের