আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রতিনিধিদের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে জাতিসংঘের মানবাধিকার পরিষদ প্রতিনিধিদের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট:

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার পরিষদের স্পেশাল র‍্যাপোর্টিয়ার অন এক্সট্রা জুডিশিয়াল সামারি অর অ্যারবিট্রেরি এক্সিকিউশন। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে পুলিশের ফরেনসিক ল্যাব, ময়নাতদন্ত ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।

আইজিপি এসময় বলেন বাংলাদেশ পুলিশ মানবাধিকারের ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে আইন প্রয়োগে সচেষ্ট আছে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান এবং অতিরিক্ত ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এনআরবি অ্যাফেয়ার্স) মো. আশিক সাঈদ।

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

স্টাফ রিপোর্টার:

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার দেশব্যাপী মহাসমাবেশ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে আয়োজিত মানববন্ধনে আন্দোলনকারীরা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ছাড়া দীর্ঘদিনের বৈষম্য ও সমস্যার সমাধান সম্ভব নয়।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ব না। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার বিচার এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। আলোচনার জন্য আমরা প্রস্তুত।”

আরেক শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “কারিগরি শিক্ষাখাতে যে বৈষম্য ও অবহেলা চলে আসছে, তা এখনই বন্ধ হওয়া উচিত। আমরা সমান মর্যাদা চাই।”

‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শনিবার দুপুর ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন। প্রতিবাদ শেষে লাল কাপড় টাঙিয়ে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও সার্বিক সমস্যার সমাধান চেয়ে তারা সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি