জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান, বর্ণাঢ্য বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে “জুলাই-আগস্ট ছাত্র জনতার গণ-অভ্যুত্থান” এর বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (৬ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী জাতীয় পতাকা ও ব্যানার হাতে অংশগ্রহণ করেন।

গণ-আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, তাদের স্মৃতিচারণ এবং বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আয়োজিত এই বিজয় মিছিলটি ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। পুরো শহরে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নেতারা বলেন, “জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ছিল এ দেশের ছাত্র ও জনতার এক ঐতিহাসিক বিজয়। সেই চেতনা ধারণ করে বিএনপি আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকবে।” তারা আরও বলেন, “বর্তমান সরকার জনগণের অধিকার হরণ করে একদলীয় শাসন কায়েম করতে চায়। তাই অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দিতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া
সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু
জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান
পৌর বিএনপি’র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা
নাচোল থানা বিএনপির সভাপতি এম মজিদুল হক
গোমস্তাপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন
রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় মিছিলটি চাঁপাইনবাবগঞ্জে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আন্দোলনের শক্তি পুনরায় জাগিয়ে তোলে।

রংপুর সদরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

রংপুর সদরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

রংপুর সংবাদদাতা:

আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রংপুর সদর উপজেলার পাগলাপীর কবরস্থানে শহীদ প্রকৌশলী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (পল্টু)-এর কবর জিয়ারতের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম এবং থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা কবর জিয়ারতে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা রিয়াদ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, শহীদ প্রকৌশলী তৌফিকুল ইসলাম ভূঁইয়া (পল্টু) গত ১৯ জুলাই ২০২৪ সালে কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হন এবং ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।কবর জিয়ারত শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি কোটা আন্দোলনে আহতদের সুস্থতা কামনাও করা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান