রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৪ জেলে দগ্ধ

রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ৪ জেলে দগ্ধ

লক্ষ্মীপুর সংবাদদাতা:

লক্ষ্মীপুরের রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্মী ব্রিজঘাটের মাছ ঘাট এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আবুল খায়ের (৪০), মো. ফারুক (৩৯), গনি খাঁ (৪৫) ও আমজাদ হোসেন পাটোয়ারী (৪২)। তাদের বাড়ী জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরগাঁসিয়া পুরাতন বেড়ী এলাকায়। ৪ জনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নেওয়া হয়েছে বলে নৌকার মাঝি দেলোয়ার হোসেন খাঁ জানান।

নৌকার মাঝি দেলোয়ার হোসেন খাঁ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে তারা মাছ ধরার জন্য গভীর সাগরে রওয়ানা দিচ্ছিলেন। মাছঘাট এলাকা থেকে অল্প কিছুদূর গেলে নদীতে দুপুরের খাবার রান্না করার জন্য গ্যাসের চুলাটি চালু করেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। নৌকায় থাকা ৫ জনের মধ্য তিনি (মাঝি দেলোয়ার হোসেন) নদীতে ঝাঁপিয়ে পড়ে যায়। নৌকায় থাকায় অপর ৪ জেলে দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনাশীষ মজুমদার বলেন, আহতদের শরীরে প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জাতীয় মৎস্যজীবী সমিতির উপজেলা সভাপতি আল হেলাল জানান প্রাথমিক চিকিৎসা শেষে ৪ জনকেই ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে স্থানান্তর করেছে নোয়াখালী সদর হাসপাতাল কর্তৃপক্ষ। তারা এখন সেখানেই আছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, তাদের অবস্থা খুবই গুরুতর।

খালিয়াজুরীতে খাস সম্পত্তিতে পুকুর খনন, অফিস সহকারীর বিরুদ্ধে মামলা

মোঃ আনোয়ার হোসেন ঃ

নেত্রকোনার খালিয়াজুরীতে খাস জমিতে অবৈধভাবে পুকুর খনন করার অভিযোগে সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী শফিকুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। রোববার দুপুর ২ টায় খালিয়াজুরী সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালিয়াজুরী থানায় এই মামলা করেন।শফিকুল ইসলাম তালুকদার খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াজুরী পুরান হাঁটি গ্রামের রহমত আলী তালুকদারের ছেলে এবং সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের অফিস সহকারী। জানা গেছে, খালিয়াজুরী উপজেলা সদর থেকে ১কিলোমিটার দুরে সদর ইউনিয়নের উত্তর দিকে মরাখাল নামকস্থানে খাস সম্পত্তি খাস হওয়ার সুবাদে দখলে নেয় শফিকুল ইসলাম তালুকদার। এরপর ওই সম্পত্তিতে গত মার্চের শেষের দিকে পুকুর খনন করেন।গত ৪ এপ্রিল খালিয়াজুরী গ্রামের ফকরুল ইসলামের লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা, খালিয়াজুরী উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি) সামীম সারোয়ারকে তদন্ত পুবর্বক ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে সহকারী কমিশনার (ভুমি)শামীম সারোয়ার এর নির্দেশে তদন্তের জন্য, গত ১৮ এপ্রিল তদন্তে যান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কল্লোল কান্তি বিশ্বাস । এরপর সহকারী কমিশনারের কাছে লিখিত প্রতিবেদন দাখিল করেন তিনি।
ঘটনার সত্যতা পাওয়ায় সহকারী কমিশনারের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে রোববার দুপুরে খালিয়াজুরী থানায় মামলা করেন।সহকারী কমিশনার (ভূমি) শামীম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন,শফিকুল ইসলাম তালুকদার অবৈধভাবে ওই সম্পত্তিতে অনুপ্রবেশ করে পুকুর খনন করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ খাইরুল বাশার বলেন,সরকারী কাজে বাধাও পুকুর খননের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী