রামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

রামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

খাগড়াছড়ি সংবাদদাতা:

খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) কাজী শামীম সাংবাদিক দের সাথে মতবিনিময় করেন। বৃহস্প্রতিবার (৭ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে রামগড় প্রেসক্লাব এর সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেন তিনি ১৯ মে রামগড়ে যোগদান করেন। এর আগে তিনি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নির্বাহি অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মতবিনিময় সভায় নবাগত ইউএনও কাজী শামীম সরকারি দায়িত্ব পালনে সাংবাদিক সহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রামগড় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন সহ উপস্থিত ছিলেন রামগড় প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শুভাশিস দাশ, সহ-সভাপতি মোঃ বাহার উদ্দিন, যুগ্ম সম্পাদক রতন কুমার বৈষ্ণব, মোঃ মোশারফ হোসেন, কোষাধক্ষ্য শাহাদাত হোসেন কিরন, সদস্য মোঃ এমদাদ খান, মোঃ মাসুদ রানা, মোঃ সাইফুল ইসলাম, মোঃ শাহেদ হোসেন রানা, মোঃ জহিরুল ইসলাম, মোঃ তুহিন নিজাম ও মোঃ বেলাল হোসেন প্রমুখ।

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৯ দিন

স্টাফ রিপোর্টার:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী শনিবার (২৯ মার্চ) থেকে টানা ৯ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে এই সময়ে সরকারি ছুটির দিন ব্যতীত অন্য দিনগুলোতে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন সাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৯ মার্চ শনিবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা নয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৬ এপ্রিল রোববার সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, ঈদের ছুটিতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে দু’দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান