ঢাকা জেলা কমিটি বিলুপ্ত যুবলীগের

মোঃ তানভীর ইসলাম রিপন॥
আওয়ামী যুবলীগের ঢাকা জেলা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হাসান খান নিখিল স্বাক্ষরিত এক চিঠিতে কমিটি বিলুপ্ত করা।

বুধবার (১ সেপ্টেম্বর) স্বাক্ষর করা ওই চিঠি আজ (৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠিয়েছে যুবলীগ।

চিঠিতে বলা হয়, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ অনুসারে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

 

ঢভ্কল এর ১৩ তম বার্ষিক সাধারণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

জুয়েল রানাঃ

ঢাকা মহানগর পুরাতন গাড়ী ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিঃ( ঢভ্কল) এর ১৩ তম বার্ষিক সভা ও মিলাদ মাহফিল আজ ১৬ এপ্রিল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এ অনুষ্ঠিত হয়েছে।

ঢভ্কল এর সভাপতি কাজী মহিদুল ইসলাম এর সভাপতিত্বে এই বার্ষিক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢভ্কল এর সাধারণ সম্পাদক বায়োজিত হোসেন সুজন।

সভাপতি’র বক্তব্যে কাজী মহিদুল ইসলাম বলেন,
পঞ্চাশ হাজার লোকের কর্মসংস্থানের এই ব্যবসাটিকে এখনো অবহেলার চোখে দেখা হয়। এই অবস্থার পরিবর্তন দরকার, আমাদের অধিকার আমাদের মর্যাদা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি আরও বলেন, সকল ব্যবসায়ীদের এক ছাতার নিচে একত্রিত করে বাণিজ্যিক মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে একটি বাণিজ্যিক সংগঠন প্রতিষ্ঠা করতে চাই। এরপর তিনি বাণিজ্যিক সংগঠনের সুবিধা সমূহ নিয়ে আলাপ-আলোচনা করেন এবং সংগঠনের উন্নয়নমূলক ও প্রয়োজনীয় নানা দিক তুলে ধরেন।

ঢাভ্কল এর সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন সুজন তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে সংগঠনের উন্নয়নমূলক নানা এজেন্ডা উপস্থাপন করেন এবং সদস্যগণের প্রকাশ্যে মতামত গ্রহণ করেন। সদস্যগণের মতামতের ভিত্তিতে সংগঠনের উন্নয়নমূলক এজেন্ডাগুলো চূড়ান্ত করেন।

এই সময় উপস্থিত ছিলেন-
ঢাভ্কল এর সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, যুগ্ম সম্পাদক হাজী মোঃ হানিফ মোল্লা, কোষাধক্ষ্য মোঃ আনোয়ার হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন-
ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ তাজুল ইসলাম, মোঃ খোকন প্রধান, মোঃ ফয়সাল আহম্মেদ, কে এফ রহমান হীরা, শ্রী খগেন বাবু, জসীম উদ্দীন দিপু ও মীর আতাহারুল ইসলাম সহ সংগঠনের সর্বস্তরের সদস্য।
অনুষ্ঠান শেষে সন্মানিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি কাজী মহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বায়োজিদ হোসেন সুজন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের