ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন খান শান্ত

নিজস্ব প্রতিবেদক॥
পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে সাড়া জাগানো প্রতিবেদন লিখে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ পেলেন দৈনিক ভোরের পাতার অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রতিবেদক খান শান্ত। শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানস্থ লেকশোর হাইটস হোটেলে অনুষ্ঠিত একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “বর্তমান সময়ে বেশিরভাগ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। এই পরিবর্তনশীল সময়ে যারা দ্রুত এবং সঠিকভাবে তথ্য পৌঁছে দিচ্ছেন, তাদের আমরা সম্মানিত করছি।” খান শান্ত দীর্ঘদিন যাবৎ যমুনা টেলিভিশন, আনন্দ টেলিভিশনসহ দেশের মূলধারার গণমাধ্যমে অপরাধ, সেবা, এবং সিটি করপোরেশন বিটে প্রতিবেদক ও চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন। তার রিপোর্টগুলো মানুষের মনোযোগ আকর্ষণ করেছে, বিশেষ করে পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়ে তার সাড়া জাগানো প্রতিবেদনটি। তার প্রতিবেদনটি সমালোচকদের প্রশংসা অর্জন করেছে এবং দেশের বিভিন্ন স্তরের পাঠকগণের মধ্যে আলোচিত হয়েছে। তিনি জানান, সাংবাদিকতা তার জীবনের এক বড় লক্ষ্য, এবং তিনি সমাজে পরিবর্তন আনার জন্য কাজ করছেন। এই বছরের ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত সাংবাদিকদের সম্মাননা জানানো হয়। সেরা প্রতিবেদক, সেরা ফিচার নিউজ, সেরা ভিডিও রিপোর্টার, এবং সেরা অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে পুরস্কৃত ব্যক্তিদের মধ্যে খান শান্ত অন্যতম। এ ছাড়াও, এই অনুষ্ঠানে অন্যান্য সাংবাদিকরা তাদের সৃজনশীল কাজের জন্য পুরস্কৃত হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডা. তৃণা ইসলাম এবং ফয়সাল তিতুমীর, যারা এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করেন। অ্যাওয়ার্ড প্রাপ্তিতে খান শান্ত অত্যন্ত আনন্দিত এবং তার ভবিষ্যতে আরও বড় ধরনের সাংবাদিকতা কাজে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই সম্মাননা খান শান্তকে আরও অনুপ্রাণিত করবে তার কাজের প্রতি, এবং তিনি নিজের পেশাগত জীবনে আরও বড় সফলতার দিকে এগিয়ে যাবেন, এমনটাই প্রত্যাশা দেশের মিডিয়া অঙ্গনে।

প্রেসক্লাব বাউফল ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন

 

মাহামুদ হাসান,বাউফল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে প্রেসক্লাব বাউফল গঠন করা হয়েছে।

(০৮নভেম্বর) বাউফল উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। এতে সংগঠন পরিচালনার জন্য প্রাথমিক ভাবে ৫১ সদস্য বিশিষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (০৮ নভেম্বর ) আনুষ্ঠঅনিক ভাবে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে দৈনিক যুগান্তর এর স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান খান রিয়াদ কে সভাপতি এবং দৈনিক সবুজ বাংলাদেশ বাউফল প্রতিনিধি মাহমুদ হাসান রুবেল কে সাধারণ সম্পাদক ও সাংবাদিক শফিকুল ইসলামকে যুগ্মসাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হচ্ছেন সহ-সভাপতি, ইমাম হোসেন (মনা), সহ সভাপতি নুরুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মীর মশিউর রহমান,সাংগঠনিক সম্পাদক লিংকন মাহমুদ, যুগ্ম সম্পাদক মোঃ আবুল খায়ের, দপ্তর সম্পাদক এস এম তারেক রহমান (প্রিন্স), সহ দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী মাসুদ রানা, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান মৃধা , আইন বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম শাহীন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ হোসেন খান, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক নাজমা বেগম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পাঠাগার বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নাসির উদ্দিন খান, মোঃ ফিরোজ আলম, এ এফ এম ফিরোজ মোল্লা, মোঃ মজহারুল ইসলাম মিলন, মোঃ সাইদুর ইসলাম, মোঃ হারুন আর রশিদ বাচ্চু, মোঃ কামরুল হাসান সেন্টু, তুষার সাহা, খালেদা বেগম রিমা, ইমাম হোসেন সাগর, সিয়ানুর রহমান সুজন, রাশেদুল হাসান, মোঃ সবুজ হাওলাদার, নুরুল আমিন আজাদ, সাইদুর ইসলাম খোকন, সোহেল রানা, নজরুল ইসলাম রানা ।

এ ছাড়া সংগঠনের নিয়মিত সদস্য হিসেবে অন্তর্ভুক্তির কার্যক্রম অব্যহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম