৪ মার্চ মহানগরের সব থানায় বিএনপির পদযাত্রা

চলমান যুগপৎ গণ আন্দোলনে ধরাবাহিক কর্মসূচিতে এবার দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত থানায় পদযাত্রা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আগামী শনিবার (৪ মার্চ) দেশব্যাপী এই কর্মসূচি পালন করা হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৪ মার্চ শনিবার দেশব্যাপী সকল মহানগরের অন্তর্গত সকল থানায় পদযাত্রা সফল করে গ্যাস, বিদ্যূৎসহ নিত্যপণ্যের দাম কমানো, দমন নিপীড়ন বন্ধ, খালেদা জিয়াসহ কারাবন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিসহ গণতন্ত্র পুণরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি।

প্রসঙ্গত আজ ২৫ ফেব্রুয়ারি, শনিবার দেশব্যাপী জেলা পদযাত্রায় নেতৃত্ব প্রদানকারী কেন্দ্রীয় নেতারাও স্ব স্ব পদযাত্রা থেকে যুগপৎ আন্দোলনের পরবর্তী এই কর্মসূচি ঘোষণা করেছেন।

নামের আগে ‘মাননীয় মেয়র’ বাদ দিলেন ইশরাক

ডেস্ক রিপোর্ট:

জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে এবার মঞ্চে তার পেছনে টানানো ব্যানারে ‘মাননীয় মেয়র’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লেখা নেই।

বুধবার (২৫ জুন) দুপুর ১টায় জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি অংশ নেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ঢাকাবাসীর চলমান আন্দোলন, সেবা কার্যক্রম ব্যাহত করতে পরিকল্পিত হামলারঅভিযোগ। একই সঙ্গে ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদসহ সামগ্রিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

এর আগে গত ১৬ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারীদের নিয়ে বৈঠক করেন ইশরাক। ওই বৈঠকের ব্যানারে তার নামের আগে ‘মাননীয় মেয়র’ লেখা ছিল। এ নিয়ে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনাও হয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম