শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে আমাদের সবাইকে কাজ করতে হবে, ডা.খালেদ শওকত আলী

শাহীন আহমেদভেঃদরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। আজ থেকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঘরে ঘরে নৌকা মার্কায় ভোট চাইতে হবে, শনিবার বেলা ৩টায় শরীয়তপুর জেলার সখিপুর সরকার প্লাজায় মহান শহীদ দিনস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা.খালেদ শওকত আলী এ কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাস করে, সন্ত্রাসে নয়। বিএনপি সন্ত্রাসে বিশ্বাস করে, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে আমাদের যা-কিছু দরকার সবকরতে প্রস্তুত।

সখিপুর থানা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক দাদন সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আলী আজগর চুন্নু, জেলা কৃষক লীগের সদস্য আলী আজগর কাজী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মুন্সী, সাবেক যুবলীগ নেতা মোঃ তোতা রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোঃ কাওসার হোসেন বেপারী, চরবাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার মতিউর রহমান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইউসুফ হোসেন সুজন, জেলা যুবলীগ নেতা মাইন উদ্দিন লস্কর, জিয়াউল হক উকিল, তৌহিদ বকাউল, নড়িয়া পৌরসভার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আল আমিন হামজা, নড়িয়া পৌরসভার সাবেক কাউন্সিলর উজ্জ্বল বন্দকসী, নড়িয়া উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামাল হোসেন মৃধা, সখিপুর থানা যুবলীগ নেতা হারুন আর রশিদ, হানিফ আসামি, শাহারিয়ার সরকার, মনির মাদবর, দেলোয়ার মোল্লা, হারুন ছৈয়াল প্রমুখ।

স্বামীর মৃত্যুদণ্ড গৃহবধূ হত্যার দায়ে

ডেস্ক রিপোর্টঃ নিহত গৃহবধূ শান্তা আক্তার হলেন সোনারগাঁ উপজেলার বারদি এলাকার মো. করিম মোল্লার মেয়ে ও আমিরুল ইসলাম ওরফে বাবুর স্ত্রী।দণ্ডপ্রাপ্ত আমিরুল ইসলাম ওরফে বাবু নারায়ণগঞ্জের সোনারগাঁ বারুদী এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বন্দর গার্লস স্কুলের শিক্ষক ছিলেন।

নারায়ণগঞ্জের বন্দরে গৃহবধূ হত্যার দায়ে স্বামী আমিরুল ইসলাম ওরফে বাবুকে (৩৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৩ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান কালবেলাকে বলেন, ২০২০ সালে স্ত্রীকে হত্যার দায়ে আজ আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন
এ বিষয়ে রাষ্ট্র পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, পারিবারিক অশান্তির কারণে স্ত্রী শান্তাকে তিনি হত্যা করেছেন।

আসামি আদালতে স্বীকারোক্তিতে বলেছেন, স্ত্রী শান্তাকে শিলপাটা দিয়ে আঘাত করে মাথা থেঁতলে প্রথমে হত্যা করেছেন। পরে মাছ কাটার বঁটি দিয়ে শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে তাতে লবণ লাগিয়ে দেন। এ ঘটনায় নিহত শান্তার বাবা মো. করিম মোল্লা বাদী হয়ে হত্যা মামলা করেন। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বন্দর গার্লস স্কুলের শিক্ষক আমিনুল ইসলামের সঙ্গে সোনারগাঁ উপজেলার বারদি এলাকার মো. করিম মোল্লার মেয়ে শান্তা আক্তারের বিয়ে হয়। পারিবারিক কলহের কারণে বিয়ের দুই বছর পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়।

এরপর শান্তার অন্যত্র বিয়ে হয়। সাত মাস দ্বিতীয় স্বামীর সঙ্গে সংসার করার পর আমিরুল ইসলাম ওরফে বাবু ফুসলিয়ে পুনরায় শান্তাকে বিয়ে করেন। এরপর বন্দরের রাজবাড়ি এলাকার সুলতান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস শুরু করেন তারা। নতুনভাবে সংসার শুরুর দুই মাস ৬ দিনের মাথায় স্ত্রী শান্তাকে হত্যা করেন আমিনুল ইসলাম।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি