বাকশীমূলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদাণ উপলক্ষে ওয়াজ মাহফিল

মুহাঃ-শরীফ সুমন, কুমিল্লা প্রতিনিধিঃ

যে বয়সে কোন বালাই নাই, সে বয়সের ছেলেদের বড় আয়োজন করে হাতে পুরস্কার আর মাথায় পাগড়ি এমন পরিবেশ উপস্থিত সকলকে পুলকিত করেছে। শুধু তাই নয়, মনমুগ্ধকর পরিবেশে ক্রমান্বয়ে ছয় কোরআনে হাফেজ’র দস্তারবন্দীতে বিমোহিত হয় অনুষ্ঠানস্থল। কোরআনে হাফেজ হওয়ার পর এমন স্বীকৃতি পেয়ে তাঁদের চোখ-মুখ ছিল আনন্দের ঝিলিক। এ দৃষ্টিনন্দন আবহটি তৈরী হয় কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল দক্ষিণ পাড়া আহম্মদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সে।

(১০ মার্চ ২০২৩) শুক্রবার রাতে যুব সমাজ উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলে বাকশীমূল দক্ষিণ পাড়া ঈদগাঁহ কেন্দ্রীয় ময়দানে অনুষ্ঠিত হয়েছে। বাকশীমূল দক্ষিণ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মোঃ আশিক উল্লাহ সভাপতিত্বে ও বুড়িচং মডেল একাডেমি প্রধান শিক্ষক মো: কবির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব সাজ্জাদ হোসেন।

প্রধান বক্তা ছিলেন, নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোশতাক ফয়েজী,বিশেষ বক্তা ছিলেন হাফেজ ওবায়দুস সুবহান মামুন সাঈদী,কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রভাষক হযরত মাও: মোল্লা আল আমিন শিল্পী,প্রধান মুহতামিম ছিলেন বাকশীমুল দক্ষিণ পাড়া আহম্মদিয়া এতিমখানা কমপ্লেক্স হযরত মাওলানা হায়েজ ওমর ফারুক। ওয়াজ মাহফিলে ৬ জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।তারা হলেন আবদুল্লাহ, ইব্রাহীম,শাকিল আহমেদ,ইব্রাহীম বিন আনোয়ার,জুন্নুন মাহমুদ ও আব্দুল্লাহ্ আল এহসান।১৯৯০ সালে আহম্মদিয়া হাফেজিয়া এতিমখানা কমপ্লেক্সেও স্থাপিত হয়।মাহফিল আয়োজনে ছিলেন হাজ্বী মনির,আবুল বাশার,রনি,রফিকুল ইসলাম,গিয়াস উদ্দিন,আল আমিন,মোঃ মোশাররফ হোসেন,মনির মেম্বার,কাশাদুল সহ আরো অনেকে।সহযোগীতায় ছিলেন,হারিছ,কাদের,সোহাগ, নবী,রাসেদ,প্রমুখ।কোরআন তেলাওয়াত করেন হাফেজ ইব্রাহিম।

বরুড়া অফিস পাড়া ফার্নিচার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

বরুড়া অফিস পাড়া ফার্নিচার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ

মোঃ মহিবুল্লাহ ভূঁইয়া, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার জেলার বরুড়ায় অফিস পাড়া ফার্নিচার দোকানে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বরুড়া থানায় লিখিত অভিযোগ কারী মোঃ জনি জানান, তাঁর মালিকানাধীন বরুড়া থানার দক্ষিণ পাশে পৌরসভার অফিস পাড়া এলাকায় গত ২১শে জুন শনিবার বিকাল আনুমানিক চারটায় বরুড়া তলাগ্রাম অফিস পাড়ার বাসিন্দা বেলায়েত হোসেন বিল্লাল (৪৫) সকিনা বেগম (৪০) ফাতেমা বেগম (৩৫) জানু বিবি(৪০) একযোগে জোরপূর্বক ফার্নিচার দোকানে ঢুকে মালিক মোঃ জনি(৩২) কে মারাত্মক ভাবে আহত করে এবং দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে চলে যায়।

এসময় অভিযোগকারী জনি আরো জানান গত জুলাই আগস্ট মাসেও একবার তার দোকানে হামলার চেষ্টা করেছে এই দুর্বৃত্তরা,ঐ সময় দোকানে সাংবাদিকরা উপস্থিত থাকায়, কিছু করতে পারেনি।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফার্নিচার দোকানের মালিক মোঃ জনির সাথে কথাবলে জানা যায়। বেলায়াত হোসেন বিল্লাল এর সহযোগিতা তার বাড়ির মহিলা ভাড়াটিয়ারা, সকিনা বেগম,ফাতেমা বেগম, জানু বিবি,বরুড়া অফিস পাড়া এলাকায় বিভিন্ন অসামাজিক কাজে করে আসছে ও এলাকার যুবকদেরকে ইয়াবা সহ অন্যান্য অসামাজিক কাজে লিপ্ত করছে। এমন সংবাদ সাংবাদিক পেয়ে তাঁর দোকানে গিয়ে কিছুক্ষণ সময় অপেক্ষা করলে উক্ত অভিযুক্তরা, তার দোকানের ১৫০ গজ পশ্চিমে দিকে তাদের বাসা থেকে বের হয়ে এসে আমাকে অকাথ্য ভাষায় গালমন্দ করে হুমকি-ধুমকি দিয়ে যায় এবং ১ নং বিবাদী বেলায়েত হোসেন বিল্লাল আমাকে প্রাণে মেরে ফেলার জন্য ধাঁড়ালো অস্র দিয়ে মাথায় আঘাত করলে মাথায় ও আমার হাত কেটে যায়।

ঘটনাস্থলে আমার ডাক চিৎকার শুনে আশে পাশে থাকা লোকজন উদ্ধার করে বরুড়া থানায় পাঠায়।

আহত ফার্নিচার দোকানের মালিক মোঃ জনি আহত অবস্থায় বরুড়া থানায় অভিযোগের জন্য গেলে কর্তব্যরত ডিওটি অফিসার হাসপাতালে গিয়ে আগে চিকিৎসা নিতে বলেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ফার্নিচার দোকানের মালিক মোঃ জনি শরীরের বিভিন্ন অংশে লিলা,ফুলা ও যখমের দাগ রয়েছে এবং তার কপালে সেলাই দেওয়া হয়েছে। উল্লেখ্য অভিযুক্ত বেলায়েত হোসেন বিল্লাল তৎকালীন আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়- আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় এই অপকর্ম চালিয়ে আসছে।

এ ব্যাপারে অভিযুক্ত বেলায়েত হোসেন বিল্লালের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের