কলাপাড়ায় তরমুজ চাষীদের সাথে সিনজেনটা কোম্পানির প্রতারণাঃ মানববন্ধন।

রোজি আক্তার হ্যাপী : কুয়াকাটা (পটুয়াখালী) থেকে :
পটুয়াখালীর কলাপাড়ায় স্থানীয় ডিলারের কাছ থেকে সিনজেনটা কোম্পানির ড্রাগন তরমুজ বীজ কিনে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ায় মানববন্ধন করেছে ভুক্তভোগী চাষিরা। বৃহষ্পতিবার সকালে উপজেলার ধানখালী ইউপির লোন্দা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী কৃষক পরিবারের শতাধিক চাষী অংশ গ্রহন করে।
এসময় কৃষকরা জানান, স্থানীয় ডিলারের মাধ্যমে ৩ হাজার টাকা করে সিনজেনটা কোম্পানির ড্রাগন জাতের বীজ প্যাকেজ ক্রয় করে ক্ষেতে বপন করেছেন তারা। তবে ড্রাগন বীজ বপন করলেও কৃষকের ক্ষেতে ছোট ছোট বিভিন্ন জাতের তরমুজের ফলন হয়েছে। যা বাজারজাত করতে পারেনি কৃষকরা। ফলে ড্রাগন তরমুজ চাষীদের প্রায় অর্ধকোটি টাকার লোকশান হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ভোলায় দুই সাংবাদিকদের উপর হামলার প্রতিবা‌দে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ভোলা :
ভোলায় দুই সাংবা‌দিকদের উপর হামলার ঘটনার দ্রুত হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবী‌তে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সা‌ড়ে ১১ টার দি‌কে ভোলা প্রেসক্লা‌বের সাম‌নে ভোলা প্রেসক্লাব, ভোলা জেলা রির্পোটার ইউনিটি, দৈ‌নিক ভোলা টাইমস্ প‌রিবার ও ভোলা জেলা সংবাদপত্র হর্কাস ইউনিয়নের ব‌্যানা‌রে প্রায় ঘন্টাব‌্যাপী এই কর্মসূ‌চি পালন করা হয়।

এই সময় বক্তারা ব‌লেন, অভিযুক্ত কালিমুল্লাহ বোরহানউদ্দিন উপজেলার একটি ইউনিয়ন পরিষদের সচিব হওয়ার সুবাদে দীর্ঘদিন যাবত ভোলার বিভিন্ন খাদ্য গুদামের অসাধু কর্তাদের ও ইউনিয়ন পরিষদের কতিপয় চেয়ারম্যানদের যোগসাজশে সরকারী চাল কম দামে ক্রয় করে বস্তা পাল্টিয়ে বেশি দামে ভোলা খালপারের অবস্থিত নিজ দোকানে বিক্রি করার অভিযোগ রয়েছে। এছাড়াও কয়েক বছর আগে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচীর চাল সংগ্রহ করে অন্য জেলায় পাঠানোর সময় জরিমানাও করা হয় কালিমুল্লাহকে। কিন্তু কোন এক অদৃশ্য ক্ষমতার কারনে বার বার ধরাছোঁয়ার বাইরেই থেকে যান ইউ’পি সচিব কালিমুল্লাহ।
এসময় বক্তারা প্রশাসনের দৃস্টি আকর্ষণ করে বলেন, আগামী ১২ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় না আনলে সাংবাদিকরা প্রশাসনের সকল পজেটিভ নিউজ বর্জন করে অনিয়মের নিউজ প্রচার করবে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জা‌নি‌য়ে হামলাকারী দোষী‌দের দ্রুত গ্রেফতার ক‌রে দৃষ্টান্তমূলক শা‌স্তির দাবী ক‌রেন বক্তারা।
উলেখ্য, ভোলার আগার‌পোল এলাকার বা‌সিন্দা এবং খাল পাড়ের ব‌্যবসায়ী মোঃ কালীমুল্লাহ, মোঃ হাবিবুল্লাহ খোকনের সা‌থে তা‌দের আরেক ভাই অ‌লিউল্লাহর পৈত্রিক টাকা-পয়সা ও ব‌্যবসা প্রতিষ্ঠান নি‌য়ে দ্বন্দ্ব চ‌লে আস‌ছিল। এঘটনার প‌রি‌প্রেক্ষি‌তে অ‌লিউল্লাহ নিরুপায় হয়ে খাল পাড়া‌রের ব‌্যবসা প্রতিষ্ঠা‌নে তালা ঝু‌লি‌য়ে দেন। প‌রে মঙ্গলবার সকা‌লের দি‌কে কালীমুল্লাহ ও মোঃ হাবিবুল্লাহ খোকন সন্ত্রাসী দলবল নি‌য়ে তালা ভে‌ঙে ব‌্যবসা প্রতিষ্ঠান দখল ও মালামাল নেওয়া চেষ্টার করার সময় সাংবা‌দিকরা ছ‌বি ও ভি‌ডিও কর‌তে গে‌লে কা‌লিমুল্লাহ, হা‌বিবুল্লাহ খোকন ও কামাল হো‌সে‌নসহ তা‌দের দলবল দৈ‌নিক ভোলা টাইমস্ এর প্রধান সম্পাদক মো: আলী জিন্নাহ রাজীব ও এক‌টি অনলাইন প‌ত্রিকার সাংবা‌দিক বিজয় বাইনের উপর চড়াও হ‌য়ে হামলা চালি‌য়ে আহত ক‌রেন। হামলার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ২৫ জনের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মানববন্ধনে বক্তব‌্য রা‌খেন, ভোলার সি‌নিয়র সাংবা‌দিক মোকা‌ম্মেল হক মিলন, দৈ‌নিক আমার দেশ প‌ত্রিকার সাংবা‌দিক মো: ইউনুছ শরীফ, বাসস এর প্রতি‌নি‌ধি আল আমিন শাহ‌রিয়ার, ভোলাটাইমস্ এর ভারপ্রাপ্ত সম্পাদক যুগান্তর ও জি‌টি‌ভির প্রতি‌নি‌ধি এম হেলাল উদ্দিন, শিমুল চৌধুরী, চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু, এশিয়া টিভি এন আলম, এসএ টিভি প্রতিনিধি বিল্লাল হোসেন, গ্লোবাল টিভির অনিক আহমেদ, এনটিভির রিয়াজ,সাংবাদিক মনিরুল ইসলাম,মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ, আজকের পত্রিকা জেলা প্রতিনিধি, মোহাম্মদ মনসুর আলম চ্যানেল এস, জুয়েল সাহা, যমুনা টিভি, লিটন শেখ মানববন্ধনটি সঞ্চালনায় ছিলেন তুহিন খন্দকার সভাপতি অনলাইন প্রেস ক্লাব।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম