আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় উচ্চতর প্রশিক্ষণে কুমিল্লার কৃতি সন্তান সাইফুল 

কুমিল্লা প্রতিনিধি:

বিশ্বের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থায় উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন কুমিল্লার কৃতি সন্তান মোঃ সাইফুল ভূঁইয়া পলাশ।জাতিসংঘের স্পেশালাইজড এজেন্সি” আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা”প্রতিবারের মতো এবারও বিশ্বের ১৭৫ টি রাষ্ট্রের মধ্যে থেকে মাত্র ২০ জনকে ১ মাসের উচ্চতর প্রশিক্ষণের জন্য স্পন্সরশিপ প্রদানের আহ্বান জানিয়েছিলেন।
সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে ১৭৫টি দেশ থেকে প্রাপ্ত
সকল প্রার্থীর আবেদন যাচাই-বাছাই করে ২০ জনকে উচ্চতর প্রশিক্ষণের জন্য মনোনয়ন প্রদান করা হয়।এবারে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত কর্মকর্তা মোঃ সাইফুল ভূঁইয়া পলাশ।মোঃ সাইফুল ভূঁইয়া পলাশ কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের নয়কামতা গ্রামের ঐতিহ্যবাহী ভূঁইয়া বাড়ীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও বর্তমানে সফল ব্যবসায়ী মোঃ আবুল কাশেম ভূঁইয়া।তিনি নিমসার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও রোকেয়া আহসান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করার পর মেরিন ক্যাডেট হিসেবে বাংলাদেশ মেরিন একাডেমি,চট্টগ্রামে যোগদান করেন।বাংলাদেশ মেরিন একাডেমি থেকে প্রথম শ্রেণীতে প্রি-সী ট্রেনিং ও মেরিটাইম সাইন্সে স্নাতক সহ পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।চাকরি জীবনে তিনি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পতাকাবাহী জাহাজ সহ বিশ্বের স্বনামধন্য বৈদেশিক পতাকাবাহী জাহাজে সফলতার সহিত দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা (হারবার পাইলট) হিসাবে কর্মরত রয়েছেন।আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা হতে নির্বাচিত হওয়ায় বন্দর কর্তৃপক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।আন্তর্জাতিক মেরিটাইম সংস্থার উচ্চতর প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন শেষে যেন তিনি বাংলাদেশের বন্দর,সমুদ্র ও মেরিটাইম সেক্টরে আরো বেশি অবদান রাখতে পারেন এই জন্য সকলের দোয়া কামনা করেছেন।

তৃতীয় মেয়াদে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন নিকোলা মাদুরো

অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক পদক্ষেপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিয়েছেন নিকোলা মাদুরো।

আজ শনিবার রয়টার্স জানায়, টানা ছয় মাস ধরে নির্বাচনী বিবাদ, প্রেসিডেন্ট পদ থেকে আন্তর্জাতিকভাবে সরে যাওয়ার চাপ এবং তাঁকে আটক করতে যুক্তরাষ্ট্রের পুরস্কার বৃদ্ধি সত্ত্বেও গতকাল শপথ নেন নিকোলা মাদুরো।

২০১৩ সাল থেকে মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মাদুরোর প্রায় এক যুগের শাসনামলকে দেশটির গভীর অর্থনৈতিক ও সামাজিক সংকটের কাল হিসেবে ধরা হয়। গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির নির্বাচনী কর্তৃপক্ষ এবং শীর্ষ আদালত তাঁকে বিজয়ী ঘোষণা করেন। যদিও তাঁর বিজয় নিশ্চিত করে ভোটের বিস্তারিত ফলাফল কখনোই প্রকাশ হয়নি।

ভেনেজুয়েলার বিরোধীদের দাবি, ব্যালট বাক্সের ভোটের হিসাবে অনুযায়ী নির্বাচনে ভূমিধস জয়লাভ করেছেন মাদুরোর বিরোধী প্রার্থী এদমুন্দো গনসালেস। যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ তাঁকে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, এই নির্বাচন গণতান্ত্রিক ছিল না।

 

সবা:স:জু- ৭২৭/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বিদেশ থেকে যতটুকু স্বর্ণ আমদানি করলে দিতে হবে না ভ্যাট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি